উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ছাঈদ কোদালাভী-এর সম্পাদিত সংস্করণ হতে Md. Ataul Haque-এর সম্পাদিত সর্ব...
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{PGen}}
 
<!-- WARNING! PLEASE DO NOT PUT YOUR NEW ARTICLE HERE - IT WILL BE REMOVED IMMEDIATELY.
কোদালার আলো!
আল্লামা হাফেজ আহমদুর রহমান (রহঃ)
তার সংক্ষিপ্ত কর্ম জীবনী
--- শায়খ ছাঈদ কোদালাভী
 
_____ __ ___
চট্রগ্রামস্হ রাঙ্গুনীয়া থানার কোদালা ইউনিয়নের দক্ষিন পাড়ায় তিনি জন্ম গ্রহন করেন। জামিয়া ইসলামিয়া পটিয়ার মুপ্তী আজিজুল হক (রহঃ) এর একজন সুযোগ্য খলীফা আজিজি বাগের কাঁটা ছাড়া ফুল, সৈসব হতেই দ্বীনদার মুত্তাকী ছিলেন,কথা বলতেন কম সর্বদা আল্লাহর ধ্যানে মত্ত থাকিতেন, পড়া শোনার ফাঁকে ফাঁকে ওস্তাদের খেদমত করতেন, অলিকুল শিরূমনি যুগ শ্র্রেষ্ট আলেমে দ্বীন আল্লামা মুপ্তী আজিজুল হক (রহঃ) ছিলেন তার প্রধান ওস্তাদ, প্রাণের চেয়েও বেশি ভাল বাসতেন নিজ ওস্তাদ কে, পটিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদীস সমাপ্ত করার পর নিজ ওস্তাদ মুপ্তী সাহেব হুজুর তাকে চন্দনাইশ বসরত নগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দান করেন, তৎকালীন বসরত নগর মাদ্রাসার মুহতামিম ছিলেন মুপ্তী আজিজুল হক (রহ) এর অপর খলীফা মাওলানা মফজল আহমদ (রহ) তিনিও এক আল্লাহর অলি ছিলেন, দুই পীর ভাই একি মাদ্রাসায় কিন্তু মাওলানা আহমদুর রহমানের মন কিছুতেই বসেনা, কি যেন হাঁরিয়ে ফেলেছে শুধু ওস্তাদের কথা মনে পড়ে,দিনের বেলায় ছাত্রদের পড়িয়ে বিকালে পাড়ি দিতো ওস্তাদের কাছে পটিয়া মাদ্রাসায়,তখনকার যুগে গাড়ি বা অন্য কোন যানবাহন ছিলনা হেঁটে হেঁটে চলে আসতেন অতটুকু পথ শুধু ওস্তাদের টানে, আমি অধম যখন কোদালা আজিজিয়া মাদ্রাসায় পড়তাম তখন প্রায় সময় হুজুর কে ছাত্রদের মসজিদে নসিহতের সময় বলতে শুনতাম, হুজুর কেঁদে কেঁদে বলতেন বসরত নগর মাদ্রাসায় আমার মন বসতনা আমার মনে হতো হুজুর কে তাহাজ্জদের সময় গরম পানী করে দেবে কে? অজুর পানী কে ডেলে দেবে? এসব মনে উঠলে আমি আর থাকতে পারতামনা,পাগলের মতো ছুঠে যেতাম পটিয়া,মাওলানা আহমদুর রহমান (রহ) কোদালা মাদ্রাসার ছাত্রদের তাহাজ্জদ ও জিকিরের তাকিদ করতে গিয়ে পটিয়ার মুপ্তী সাহেব (রহ) এর জিকিরের বর্ণনা দিয়ে বলতেন -
/ __/ / /_ ____ ____ / /
হুজুর যখন জিকির করতেন তখন কোরবানীর গোস্ত সিদ্ব্ধের ন্যায় গব্ গব্ আওয়াজ দিতো, এসব কথা গোলো বলতেই প্রায় সময় বিকট শব্দে আওয়াজ দিয়ে মসজিদে হুজুর বেহুশ হয়ে যেতেন।
\ \ / __/ / __ \ / __ \ /__/
__\ \ / /_ / /_/ / / /_/ / __
/_____/ \__/ \____/ / ____/ /__/
/_/
 
একদিন হঠাৎ পটিয়া মাদ্রাসায় এসে মুপ্তী সাহেবের রূমে গিয়ে হুজুর কে বললেন-
আমি আর চাকুরী করবনা আমি আবার এখানে ভর্তি হয়ে কোরআন মজীদ হেফজ্ করবো ছাত্রের আগ্রহ দেখে মুপ্তী সাহেব হুজুর আর না করলেন না।হুজুরের খেদমতে থেকেই হাফেজ হলেন।
এ জন্য তিনি কোদালাতে হাফেজ সা'ব হুজুর নামে ও খ্যাত যেমন মাওলানা মেহেরূজ্জামান সাহেব মুহতম সা'ব নামে খ্যাত।
 
--PLEASE READ THE FOLLOWING NOTICE BEFORE EDITING THIS PAGE!--
কোদালা মাদ্রাসার হিফজ বিভাগে নিয়োগঃ
 
This is an article ABOUT writing new articles, NOT the correct place to start writing one.
১৯৩৩-১৯৫৮ সাল পর্যন্ত ২৫ বছর যাবত সুদক্ষতার সাথে কোদালা আজিজিয়া মাদ্রাসা পরিচালনার পর মাওলানা মেহেরূজ্জান সাহেব (রহ) কোদালা হতে সেচ্ছায় পূর্ব সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসায় চলে যায়, পরে কোদালা আজিজিয়া মাদ্রাসার পরিচালনার ভার দেয়া হয় কোদালা বারয়ের বাড়ীর মাওঃশফি সাহেব কে তিনি ৪ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, বিভিন্ন কারনে তিনি প্রশ্নবিদ্ধ হলেন,
 
If you are looking for a place to experiment with editing Wikipedia, there's a page called the Sandbox that's designed specifically for that purpose.
১৯৬১ সালে তৎকালিন পটিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ ইউনুস ( হাজী সাব হুজুর রহঃ) এর সভাপতিত্বে মজলিসে শূরার মাধ্যমে সরফভাটার মাওলানা সোলতান সাহেব (রহ) কে মুহতামিম পদে নিয়োগ দেয়া হয়,
You can reach it by going to http://en.wikipedia.org/wiki/WP:SAND
একি বছর হাফেজ মাওলানা আহমদুর রহমান (রহ) কেও কোদালা মাদ্রাসার হিফজ বিভাগে নিয়োগ দেয়া হয়।
Like everything here at Wikipedia, of course, you can edit this page if you think you can improve it. Also, if you have set up an account with another wiki or started one, you may be able to write it there.-->
এভাবে ২ বছর পরিচালনা করেন মাওঃ সুলতান সাহেব (রহ)।
{{active editnotice}} <!-- See [[Wikipedia:Editnotice]] -->
{{Shortcut|WP:YFA|WP:FIRST|WP:1ST}}
{{Notice|এই পাতাটি আপনার প্রথম নিবন্ধ লেখা সম্পর্কিত। আপনি যদি কোনো প্রকার অপ্রযোজ্য ও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, অনুগ্রহ করে [[Wikipedia:Sandbox|খেলাঘর]] ব্যবহার করুন। }}
{{Notice|এই পাতাটি একটি মৌলিক নির্দেশাবলীর সারসংক্ষেপ,আরও বেশি পুঙ্খানুপুঙ্খ জানার জন্য [[Wikipedia:Starting an article|উইকিপিডিয়া নিবন্ধ শুরুকরণ]] }}
{{wikipedia article creation}}
 
'''উইকিপিডিয়ায় স্বাগতম!''' এটি একটি সহায়িকা, যা আপনার প্রথম বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করার পূর্বে কিছু রসদ যোগাতে সাহায্য করবে, এবং এগুলো আপনার জানা উচিত। আমরা আপনাকে ব্যাখ্যা করবো, কোনো নিবন্ধ লিখতে এখানে "কী করবেন" ও "কী করবেন না", তারপর আমরা আপনাকে বলবো আপনি নিবন্ধ কীভাবে তৈরি করবেন। এখানে আপনাকে কিছু টিপস দেওয়া হবে যা আপনার কাজকে সহজ ও গ্রহণযোগ্য করবে।<!-- '''Welcome to Wikipedia!''' This is a guide to some things you should know before creating your first encyclopedia article. We will explain some of the DOs and DON'Ts of writing an article, then we'll tell you how to create your article. Here are some tips that may help you along the way: -->
নায়েবে মুহহতামিম পদে নিয়োগঃ
 
*নতুন নিবন্ধ তৈরি করার জন্য আপনাকে '''অবশ্যই নিবন্ধনকৃত ব্যবহারকারী হতে হবে'''। অনিবন্ধনকৃত (Unregistered) ব্যবহারকারীরা [[Wikipedia:Articles for creation|নিবন্ধ তৈরির জন্য]] অনুরোধ জানাতে পারেন।<!-- You must be a registered user to create a new article. Unregistered (anonymous) users can request new articles at our [[Wikipedia:Articles for creation|Articles for Creation]] department. -->
২৫ শে মে ১৯৬৪ ইং ২৯ জিলক্বদ্ ১৩৮০ হিজরী
*'''বিদ্যমান নিবন্ধগুলো সম্পাদনা করার চেষ্টা করুন''' উইকিপিডিয়াতে ব্যবহারে [[উইকিপিডিয়া:মার্কআপ]] ভাষা ব্যবহার কীভাবে হয় তা দেখতে পাবেন।
মজলীসে শূরার আহবান
*'''প্রথমে উইকিপিডিয়াতে অনুসন্ধান করুন''' এর ফলে আপনি জানতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত নিবন্ধটি এখানে বিদ্যমান আছে কী নেই। এমনও হতে পারে আপনার কাঙ্ক্ষিত নিবন্ধটি কোনো ভিন্ন শিরোনাম বা ভিন্ন বানানে আছে। যদি আপনার কাঙ্ক্ষিত নিবন্ধটি এখানে বিদ্যমান থাকে আপনি সেটিকে গঠনমূলক সম্প্রসারণ করতে কোনো দ্বিধাবোধ করবেন না।
সভাপতিঃ জিরি মাদ্রাসার তৎকালিন মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আহমদ হাসান (রহ)
*'''তথ্যসূত্র যোগ করুন''': আপনার তথ্যের উৎ‍স হিসেবে তথ্যসূত্র যোগ করুন এবং আপনার নিবন্ধের বিষয়ের [[WP:N|উল্লেখযোগ্যতা]] প্রমাণ করুন। ব্লগ, ব্যক্তিগত ওয়েবসাইট, মাইস্পেস (MySpace) বা ঐ ধরনের কোনো ইন্টারনেট সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটের তথ্য গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র [[WP:RS|নির্ভরযোগ্য তথ্যসূত্র]] এখানে গ্রহণযোগ্য।<!-- '''Gather references''' both to use as source(s) of your information and also to demonstrate '''[[WP:N|notability]]''' of your article's subject matter. References to blogs, personal websites and [[MySpace]] don't count—we need [[WP:RS|reliable sources]]. -->
অধিবেশনে মাদ্রাসা পরিচালনার প্রধান দায়িত্ব পটিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম এর উপর ন্যাস্ত করা হয়,
*'''পরিবর্ধনের অনুরোধ করতে পারেন।''' আপনি কোনো নিবন্ধ শুরু করার জন্য অনুরোধ করতে পারেন। আপনি বিভিন্ন স্থানে এই অনুরোধ করতে পারেন। যেমন: [[উইকিপিডিয়া:অনুরোধের খাতা|অনুরোধের খাতায়]] বা ঐ নিবন্ধটি যে [[উইকিপিডিয়া:উইকিপ্রকল্প|উইকিপ্রকল্পের]] আওতায় পড়ে তার [[উইকিপিডিয়া:আলাপ পাতা|আলাপ পাতায়]]।
এবং হাফেজ মাওঃ আহমদুর রহমান কে নায়েবে মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয়,
*'''আপনার প্রথম নিবন্ধটি আপনার ব্যবহারকারী পাতায় শুরু করার অনুরোধ।''' যেহেতু আপনি একজন নিবন্ধনকৃত ব্যবহারকারী, তাই আপনার একটি নিজস্ব [[উইকিপিডিয়া:ব্যবহারকারী পাতা|ব্যবহারকারী পাতা]] আছে। আপনি সেখানে একটি ব্যবহারকারী উপপাতা তৈরি করতে পারেন এবং সেখানে আপনার নিবন্ধটি শুরু করতে পারেন। কীভাবে ব্যবহারকারী উপপাতা তৈরি করতে হয়, তা জানতে [[উইকিপিডিয়া:উপপাতা|উপপাতা]] দেখুন। আপনার উপপাতায় নিবন্ধটি লিখুন, সময় নিন এবং প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা করুন। আপনার সমস্যায় বা কোনো প্রয়োজনে অন্যান্য সম্পাদকদের সাহায্য নিন, এবং শেষ পর্যায়ে তা একটি সরাসরি নিবন্ধ হিসেবে উইকিপিডিয়ায় যোগ করুন।
তিনি ছিলেন আধ্যাত্বিক ইলমের অধিকারী, আল্লাহর প্রতি ছিল তার পূর্ণ আষ্হা, নিজেকে উৎসর্গ করেছিলেন কোদালা মাদ্রাসার জন্য, কোন দিন কারো কোন প্রশ্নের সম্মুখিন হতে হয়নি উনাকে,দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি হতে লাগলো কিন্তু মাদ্রাসায় খাদ্যের অভাব কখনো দেখা যায়নি, কোন বড় ধরনের মিটিং বা শূরার প্রয়োজন ও হয়নি,
:''মনে রাখবেন, গ্রহণযোগ্য না হলে আপনার নিবন্ধটি [[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা|দ্রুত অপসারণের বিচারধারা]] অনুসারে মুছে ফেলা হবে।''
তিনি ১৯৬৪ - ১৯৯৩ পর্যন্ত প্রায় ৩০ বছর যাবত নিঃস্বার্থ ত্যাগ ও নিষ্টার সাথে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন।
:*'''নিবন্ধ, যেগুলো উইকিপিডিয়ার [[WP:N|উল্লেখযোগ্যতার]] শর্ত পূরণ করবে না এবং [[WP:RS|নির্ভরযোগ্য উৎস]] প্রমাণে ব্যর্থ হবে সেগুলোও মুছে ফেলা হতে পারে।'''
 
:*'''কখনোই''' আপনার '''[[WP:COI|নিজের সম্মন্ধে]]''', আপনার '''[[WP:COI|কম্পানির]]''', আপনার '''[[WP:COI|ব্যান্ড]]''' বা আপনার '''[[WP:COI|বন্ধুদের]]''' সম্মন্ধে পাতা তৈরি করবেন না। এমন কী কোনো '''[[WP:Spam|বিজ্ঞাপনমূলক]]''' এবং '''[[WP:OR|ব্যক্তিগত রচনামূলক]]''' বা কোনো [[WP:NOT|অবিশ্বকোষীয়]] বিষয় নিয়ে নিবন্ধ শুরু করবেন না।
উনি যে সহকারী পরিচালক তা ৩০ বছর যাবত কেউ কল্পনাও করতে পরেনি সবাই জানতো তিনিই মুহতামিম,
:*'''[[উইকিপিডিয়া:কুম্ভিলতা|কপি-পেস্ট]] করা''', '''বিতর্কিত''' বিষয়ে, '''খুবই ছোট নিবন্ধ''' এবং '''প্রচলিত ইচ্ছা-অনিচ্ছা'''র ওপর নিবন্ধ শুরু করার ব্যাপারে '''সতর্ক থাকুন'''। এগুলো উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য নয়।
উনার কর্ম দক্ষতা, সততা,আন্তরিকতা এবং মাদ্রাসার প্রতি দায়িত্ববোধ ও ভালবাসা দেখে সবাই মুগ্ধ।
 
ষ্হায়ী মুহতামিম পদে নিয়োগঃ
 
৩১ আগষ্ট ১৯৯৩ ইং ১৩ রবিউল আওয়াল ১৪১৪ হিজরী আল্লামা শাইখ হারূন ইসলামাবাদী (রহ) এর সভাপতিত্বে অনুষ্টিত মজলিসে শূরা'র অধিবেশনে হুজুর কে ষ্হায়ী মুহতামিম ঘোষনা করা হয়।
৭ ই এপ্রিল ২০০৬ সাল শেষ নিঃশ্বাস পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৪৩ বছর যাবত কোন এস্কাল বিহিন পরিচালনার এ মহান দায়িত্ব পালন করে যান তিনি,দিন দিন মাদ্রাসা ও ছাত্রদের লেখা পড়ার উন্নতি সাধিত হয়, দেশ ব্যাপী লেখা পড়ায় সুনাম অর্জন করতে থাকে, মাওলানা আইয়ুব সাহেব (রহ) ছিলেন তখনকার কোদালা মাদ্রাসার শিক্ষা পরিচালক, আজকের কোদালা মাদ্রাসার মুহতামিম ইলমের সাগর আলহাজ আল্লামা মুপ্তী আবদুল কাদের ( হাফিজাহুল্লাহ) এর মতো হাজারো আলেম তাদেরই হাতে গড়া।
 
তিনি স্বপরিবারে দক্ষিন পাড়া হতে কোদালা মাদ্রাসার পার্শ্বেই বসতি স্হাপন করেন, তিনি জীবনের বেশির ভাগ সময় মসজিদেই কাটিয়েছেন, রাত্রে অতি অল্প সময় তিনি বাড়িতে আরাম করতেন।
তিনি বেশী কথা পছন্দ করতেন না সারাক্ষন মসজিদের বারিন্দায় বসে কোরআন মজীদ তেলাওয়াত করতেন, ছাত্রদের ক্লাস ও করাতেন একি স্হানে।
নম্রতা ও স্বভাবঃ
তিনি ছিলেন অত্যান্ত নম্র ও শান্ত স্বভাবের লোক,ছাত্রদের নসিহতের সময় প্রায় ওনার পীর ভাই বোয়ালবী সাহেব হুজুরের উদ্বৃতি দিয়ে বলতেন " আমার নিচে নিচ নেই আমার পরে পর নেই"
চলার সময় সব সময় নজর থাকতো নিছের দিকে, নফস (দিল) কে সব সময় দমন করতো,
তিনি রাত তিনটায় চলে আসতেন মাদ্রাসায়, অনেক সময় হুজুর কে ছাত্রদের ডাকার আগে মাদ্রাসার পশ্চিম দক্ষিন দিকে ছাত্র শিক্ষকদের তখনকার টিনের বাথরূম গূলো পরিষ্কার করতে দেখা যেতো, পুকুর হতে বালতিতে করে পানী এনে বাথ রূমে মারতেন এবং নিজের পা দিয়ে তা পরিষ্কার করতেন, তাহাজ্জদের জন্য ছাত্রদের ডেকে দিয়ে মসজিদে তাহাজ্জদ আদায় করে লেগে যেতেন আপন মাওলার জিকিরে, এমন ভাবে জিকির করতেন আওয়াজ মাদ্রাসা ছেড়ে পুরা এলাকায় ছড়িয়ে যেত, ওনার জিকিরে আল্লাহ শব্দ টা দুই রখম আওয়াজে বের হতো, জিকিরের পরে কেঁদে কেঁদে দোয়া করতেন।
 
তাকওয়াহঃ
হুজুর নিজের কাপড় গূলো নিজেই ধুইতেন, সব সময় মসজিদের কোনায় একটি সাদা লুঙ্গি থাকতো প্রত্যহ নামাজের পূর্বে কাপড় বদল করেই নামাজ পড়তেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (স) এর সুন্নাতের উপর ছিলেন অটল,মিসওয়াক ও পাগড়ী ছিল নিত্ত সঙ্গী,পরিবার অসূষ্হ হলে বাড়ির সব কাজ নিজেই করে দিতেন, নিজ হাতে কাপড় কেঁচে দিতেন।
হজুর বয়ান করতে পারতেন না ৫/১০ মিনিট বয়ান করার পর কবর হাসরের কথা বলতেই কাঁদতে কাঁদতে বেহূশ হয়ে যেতেন পরবর্তিতে ডাক্তারগণ বয়ান করতে নিষেধ করে দেন, তাই সাধারণের মাঝে অত প্রসিদ্ধতা লাভ করেনি।
 
হুজুরের অনেক কারামত ও অজানা ঘঠনা রয়েছে লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সুযোগ হলে কোন দিন ইনশা আল্লাহ কাগজেই লিখবো।
 
তিনি আমাদের মাঝে সুন্নাতের এক আলোকোজ্জল নক্ষত্র হয়ে থাকবেন, স্মরণীয় হয়ে থাকবেন লক্ষ লক্ষ ছাত্র ও ভক্তদের হৃদয়ে।
 
ইন্তেকালঃ
 
তিনি গত ৭ ই এপ্রিল ২০০৬ বাদে জুমা সকল কে ছেড়ে মাওলার রহমতের ডাকে সাড়া দেন, এবং কোদালা আজিজিয়া মাদ্রাসার জামে মসজিদের দক্ষিন পার্শ্বে সমাহিত হন।
মৃত্যূকালে তিনি তিন ছেলে (১) হাফেজ মুহিব্বুল্লাহ (২) হাফেজ এমদাদ উল্লাহ (৩) হাফেজ আজিজ উল্লাহ ও তিন মেয়ে সহ অসংখ্যা ভক্ত ও ছাত্রদের সদকায়ে জারিয়া স্বরূপ রেখে যান।
 
হে আল্লাহ তুমি আমাদের হুজুর কে তোমার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখো এবং জান্নাতুল ফেরদাউস নসীব করো---- আমীন।
 
==বিদ্যমান নিবন্ধ সম্পাদনা করার চেষ্টা করুন==