অ্যাডোবি ইলাস্ট্রেটর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TYSK (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Oliullahamit (আলোচনা | অবদান)
ইলাস্ট্রেটরের টুলবার-এর অতি প্রয়োজনীয় টুলগুলোর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল।
১৩ নং লাইন:
}}
'''অ্যাডোবি ইলাস্ট্রেটর''' যা শুধু 'ইলাস্ট্রেটর' নামেই বেশি পরিচিত একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে [[অ্যাডোবি সিস্টেমস]]। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম। এর মাধ্যমে সকল গ্রাফিক্স ডিজাইন,লোগো,ব্যানার তৈরি করা যায়। এর সর্ব শেষ সংস্করণ ইলাস্ট্রেটর [[সিসি]] যা ২০১৪ সালে বের হয়।
 
== টুলবার ==
'''সিলেকসন টুলঃ''' কোন বস্তুকে নির্বাচন (সিলেক্ট করতে) ব্যাবহার হয়। বস্তুর উপর ক্লিক করে বস্তু সিলেক্ট করা যায়। একদিক বস্তু সিলেক্ট করতে সিফট বাটন চেপে ধরে ক্লিক করতে হয়। এছাড়াও বস্তুকে বড় ছোট, ঘুরানো, সরানো এবং কপি করা যায়।
 
'''ডাইরেক্ট সিলেকসন টুলঃ''' এঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে ব্যাবহার হয়।
 
'''পেন টুলঃ''' এই টুল দিয়ে মুলত সরল রেখা এবং বক্র রেখা আঁকা যায়। সরল রেখা আঁকতে প্রথম বিন্দুতে ক্লিক এবং ২য় বিন্দুতে ক্লিক করে esc চাপতে হবে। বক্র রেখা আঁকতে প্রথম বিন্দু ক্লিক করার পর ২য় বিন্দুতে ক্লিক করে চেপে ধরে প্রয়োজন মত বাকাতে হবে। তারপর esc চাপতে হবে। মুলত এই টুল দিয়ে সব ধরনের জিনিস আঁকতে পারি।
 
'''সেপ টুল সমূহঃ''' সেপটুল গুলোর দুটি টুল রেক্টেঙ্গেল (চতুর্ভুজ আঁকতে ব্যবহার হয়) এবং লাইন টুল (লাইন আঁকতে ব্যাবহার হয়) এর ভিতরে আরও বেশ কিছু টুল আছে। রেক্টেঙ্গেলের ভিতরে আছে- রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপ্স, স্টার, পলিগন, লেন্স ফ্লেয়ার টুল। লাইন টুল এর ভিতরে- আর্ক টূল, স্পাইরাল টূল, রেক্টেঙ্গেলার গ্রিড টুল, পোলার গ্রিড টু্র। এই টুলগুলো পেতে রেক্টেঙ্গেল টুল বা লাইন টুলের আইকনের উপর মাউস ক্লিক করে চেপে ধরে থাকতে তবে
 
'''ব্রাশ টুলঃ''' এই টুল দিয়ে ফ্রি হ্যান্ড ড্র করা যায়। এডোবি সিসি ভার্সনে ৫ প্রকার ব্রাশ আছে। তারা হল- ক্যালিওগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টল ব্রাশ।
 
'''গ্রেডিয়েন্ট টুলঃ''' মাল্টিকালার তৈরি করার জন্য ব্যাবহার হয়।
 
'''ম্যাশ টুলঃ''' এটিও মাল্টিকালার তৈরিতে ব্যাবহার হয়, তবে কাজ করার নিয়ম এবং ফলাফল গ্রেডিয়েন্টের থেকে কিছুটা ভিন্ন।
 
'''কালারঃ''' ইলাস্ট্রেটরে একটি বস্তুর ২টি কালার। স্টোক কালার আর ফিল কালার। স্টোক কালার হল কোন বস্তুর বর্ডারের কালার। আর ফিল কালার হল তার বডির কালার। এইগুলো টুলবারের নিচের দিকে থাকে।
 
==আরও দেখুন ==