রাজ্জাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
=, সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
২২ নং লাইন:
তিনি ১৯৬৪ সালে তৎকালীন [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানে]] পাড়ি জমান। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে "ঘরোয়া" নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি [[আব্দুল জব্বার খান|আব্দুল জব্বার খানের]] সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। সালাউদ্দিন প্রোডাকশন্সের ''তেরো নাম্বার ফেকু ওস্তাগড় লেন'' [[চলচ্চিত্র|চলচ্চিত্রে]] ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তীতে ''কার বউ'', ''ডাক বাবু'', ''আখেরী স্টেশন''-সহ আরও বেশ ক'টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন। পরে ''বেহুলা'' চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে।<ref name="itt"/> তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।
 
==মৃত‌্যু==
== জন্মদিন পালন ==
২০১৭ সালের ২১ আগষ্ট বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
প্রতি বছরই বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হিসেবে রাজ্জাক গুলশানের নিজ বাসভবন 'লক্ষ্মীকুঞ্জে' ঘরোয়াভাবে [[জন্মদিন]] পালন করে থাকেন।<ref name="itt"/>
 
== চলচ্চিত্রের তালিকা ==