ধূসর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়বস্তু যোগ
বিষয়বস্তু যোগ
৬৬ নং লাইন:
<gallery mode="packed" heights="150px">
File:El Greco - The Burial of the Count of Orgaz.JPG|এল গ্রেকোর আঁকা ''Burial of the Count of Orgaz'' (1588) ছবিটি যেন ধূসর রঙের ঘূর্ণায়মান মেরি-গো-রাউন্ড।
File:Rembrandt van Rijn 198.jpg|[[রেমব্রন্ট|রেমব্র্যান্টের]] আত্ম-প্রতিকৃতি (1629)। রেমব্র্যান্ট ছবিতে চেহারা হাইলাইট করার জন্য তার অবয়বের পেছনে অনেক টোন ও টুকরো মিলিয়ে-মিশ্রিত জটিল ধূসর রঙ সৃষ্টি করেছেন, ফলে ছবিতে চেহারা হাইলাইট হয়েছে।করেছেন।
</gallery>
 
===আঠারো ও ঊনিশ শতাব্দী===
18শ শতকে নারীদের পোষাক ও পুরুষদের কোট ও ওয়েস্টকোটে ফ্যাশনেবল রঙ হিসেবে ধূসর জনপ্রিয় হয়ে ওঠে। অভিজাত ও ধনীদের পরিহিত রেশম ও সাটিনের তন্তুগুলো বাস্তবেই ধূসর রঙে উজ্জ্বল দেখাতো।
Grey became a highly fashionable color in the 18th century, both for women's dresses and for men's waistcoats and coats. It looked particularly luminous coloring the silk and satin fabrics worn by the nobility and wealthy.
 
19শ শতকে নারীদের ফ্যাশনের আদর্শ ছিলো প্যারিস, পক্ষান্তরে পুরুষরা অনুসরণ করতো লন্ডনকে। ঊনিশ শতকের প্রথমভাগে পুরুষদের পোষাক হতো বর্ণিল কিন্তু এ মধ্যভাগে লন্ডনে ধূসর রঙের বিজনেস স্যুট প্রচলিত হয় এবং বাজার দখল করে নেয়; গ্রীষ্মে হালকা ধূসর, শীতে গাঢ়।
Women's fashion in the 19th century was dominated by Paris, while men's fashion was set by London. The grey business suit appeared in the mid-19th century in London; light grey in summer, dark grey in winter; replacing the more colorful palette of men's clothing early in the century.
 
19শ শতকে প্যারিসে কারখানা ও কর্মশালায় কর্মরত নারীদের পোষাক হতো সাধারণত ধূসর, যেকারণে তাদের ''grisettes'' ডাকা হতো। "Gris" বা গ্রে বলতে মাতালও বোঝানো হয়, আর প্যারিসের নিচু মানের পতিতাদেরকেও ''grisettes'' বলা হয়।
The clothing of women working in the factories and workshops of Paris in the 19th century was usually grey. This gave them the name of ''grisettes''. "Gris" or grey also meant drunk, and the name "grisette" was also given to the lower class of Parisian prostitutes.
 
সামরিক ইউনিফর্মের রঙ হিসেবে ধূসর বেশ কমন। লম্বা রেঞ্জের রাইফেলের যুগে ধূসর পোষাকের সৈন্যরা লাল/নীল পরিহিতদের থেকে কম দৃষ্টিগোচর হতো। [[যুক্রাষ্ট্রের জাতীয় গৃহযুদ্ধ|আমেরিকান গৃহযুদ্ধে]] কনফেডারেট আর্মির ইউনিফর্ম ছিল ধূসর; 1870 সালের ফ্র্যাঙ্কো-জার্মান যুদ্ধে প্রুশীয় সৈন্যদের পোষাকও ছিল ধূসর।
Grey also became a common color for military uniforms; in an age of rifles with longer range, soldiers in grey were less visible as targets than those in blue or red. Grey was the color of the uniforms of the [[Confederate Army]] during the [[American Civil War]], and of the [[Prussian Army]] during the [[Franco-German War]] of 1870.
 
মধ্য-19শ শতকের অনেক শিল্পী ধূসরের বিভিন্ন টোন ব্যবহার করে স্মরণীয় কিছু ছবি এঁকেছেন। জাঁ ব্যাপ্তিস ক্যামিল করোট তার আঁকা ল্যান্ডস্কেপে সমন্বয় আনার জন্য সবুজ-ধূসর ও নীল-ধূসর ব্যবহার করেছেন। ম্যাকনেইল হুইসলার তার মায়ের প্রতিকৃতি এবং আরেকটি আত্ম-প্রতিকৃতি আঁকার জন্য একটা বিশেষ রকমের ধূসর রঙ তৈরি করেন।
Several artists of the mid-19th century used different tones of grey to create memorable paintings; [[Jean-Baptiste-Camille Corot]] used tones of green-grey and blue grey to give harmony to his landscapes, and [[James McNeill Whistler]] created a special grey for the background of the portrait of his mother, and for his own self-portrait.
 
হুইসলারের ধূসর রঙের বিভিন্ন টোনের সজ্জা সঙ্গীতজগতে প্রভাব ফেলে, ফরাসী সুরকার ক্লদ ডেবুসির ওপরও। 1894 সালে ডেবুসি ভায়োলিনিস্ট ইউজিন ইয়াসাকে চিঠি লেখেন যে তার ''নকচার্নস'' ছবিটি "একটা রঙ থেকে উদ্ভূত বিভিন্ন কম্বিনেশন নিয়ে পরীক্ষা - যা হবে চিত্রশিল্পে ধূসর নিয়ে গবেষণা।"<ref>Weintraub, Stanley. 2001. ''Whistler: a biography'' (New York: Da Capo Press). {{ISBN|978-0-306-80971-2}}. p. 351</ref>
Whistler's arrangement of different tones of grey had an effect on the world of music, on the French composer [[Claude Debussy]]. In 1894, Debussy wrote to violinist [[Eugène Ysaÿe]] describing his ''[[Nocturnes (Debussy)|Nocturnes]]'' as "an experiment in the different combinations that can be obtained from one color – what a study in grey would be in painting."<ref>Weintraub, Stanley. 2001. ''Whistler: a biography'' (New York: Da Capo Press). {{ISBN|978-0-306-80971-2}}. p. 351</ref>
 
<gallery mode="packed" heights="150px">
৯৩ নং লাইন:
 
===বিশ ও পরবর্তী শতাব্দী===
1930 দশকের শেষাংশে ধূসর রঙ শিল্পায়ন ও যুদ্ধের প্রতীক হয়ে পড়ে। [[স্পেনের গৃহযুদ্ধ|স্পেনের গৃহযুদ্ধের]] ওপর ভিত্তি করে [[পাবলো পিকাসো|পাবলো পিকাসোর]] আঁকা ''[[গুয়ের্নিকা]]''য় প্রধান রঙ ছিলো ধূসর।.<ref>Stefano Zuffi, (2012), ''Color in Art'', pg. 310</ref>
In the late 1930s, grey became a symbol of industrialization and war. It was the dominant color of [[Pablo Picasso]]'s celebrated painting about the horrors of the [[Spanish Civil War]], ''[[Guernica (painting)|Guernica]]''.<ref>Stefano Zuffi, (2012), ''Color in Art'', pg. 310</ref>
 
Afterযুদ্ধের theপর war,ধূসর theবিজনেস greyকোট businessহয়ে suitওঠে becameচিন্তাভাবনার aঅভিন্নতার metaphor for uniformity of thoughtপ্রতীক, popularized in such books asযেমন ''[[Theদ্য Manম্যান inইন theদ্য Grayগ্রে Flannelফ্লানেল Suit]]স্যুট'' (1955), which became a successful filmজাতীয় inজনপ্রিয় 1956.বইগুলোয়।<ref>Eva Heller, ''Psychologie de la couleur- effets et symboliques'', pg. 236-237</ref>
 
<gallery mode="packed" heights="150px">
'https://bn.wikipedia.org/wiki/ধূসর' থেকে আনীত