দ্য সুইমিং হোল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
Jed (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১০৪ নং লাইন:
মধ্য-ঊনবিংশ শতাব্দীর পূর্বাবধি নগ্ন পুরুষ অবয়ব পশ্চিমী শিল্পকলায় ছিল ধ্রুপদি বিষয়বস্তু। ঊনবিংশ শতাব্দীতে বালক ও পুরুষদের প্রকাশ্য নগ্ন সাঁতার অস্বাভাবিক দৃশ্য ছিল না। কিন্তু আমেরিকান চিত্রকলায় এই ছবির কোনো পূর্বসূরিকেও দেখা যায় না।<ref>Adams, 305, 311</ref> বিভিন্ন ভঙ্গিমায় নগ্ন নারীদেহ অঙ্কণ অবশ্য চলত। তবে আমেরিকায় এই ধরনের ছবি সাধারণত পানশালাতেই শোভা পেত, শিল্প প্রদর্শশালায় নয়। এয়াকিনস কেবল লিঙ্গটিকে পরিবর্তন করে নিয়ে সেটিকে চারুকলার বিষয়বস্তু করে তুললেন।<ref>Adams, 311</ref> বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে গেলে, ''দ্য সুইমিং হোল'' ছবিটি ঊনবিংশ শতাব্দীর আমেরিকান চিত্রকলার সেই অল্প কয়েকটি নিদর্শনের অন্যতম যা পুরুষদের স্নানদৃশ্য অঙ্কনের "নব-উত্থিত ইউরোপীয় প্রথাটির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে।"<ref>Bolger, 83</ref> সেই সময় ফ্রান্সে সমান্তরালভাবে এক সমুন্নত বিষয়গত পরীক্ষানিরীক্ষা চলছিল। বাজিলের ''সামার সিন'', [[জর্জেস-পেরে সুরাত|জর্জেস সুরাতের]] (১৮৫৯-৯১) ''[[বাথার্স অ্যাট আসনিরেস]]'' (১৮৮৪) ও [[পল সেজেন|পল সেজেনের]] (১৮৩৯-১৯০৪)<ref>{{সংবাদ উদ্ধৃতি|author= Cézanne, Paul|title=Bathers|publisher=Musée d'Orsay|url=http://www.musee-orsay.fr/en/collections/works-in-focus/painting/commentaire_id/bathers-2256.html?tx_commentaire_pi1%5BpidLi%5D=509&tx_commentaire_pi1%5Bfrom%5D=841&cHash=7b7f89ef39|accessdate=January 6, 2009}}</ref> চিত্রকর্মের প্রগতিশীল শৈলীর ছবি এয়াকিনস আঁকেননি।<ref>Bazille seems to have drawn back from his own more radical instincts, having first painted the figures in ''Summer Scene'' completely nude, before deciding to clothe them. Bolger, 80–95</ref> ১৯০৬ সালে [[নাবি আন্দোলন|নাবি আন্দোলনের]] অন্যতম প্রবক্তা [[পল সেরুসিয়ার]] তিন বালকের নগ্ন সাঁতারের ছবি আকেন। এই ছবিটির নাম ''বয়েজ অন আ রিভারব্যাঙ্ক''।
 
[[চিত্র:George Bellows - Forty -two Kids, 1907.jpg|thumb|left|[[জর্জ বেলোজ]]। ''ফর্টি-টু কিডস'', ১৯০৭, ক্যানভাস তৈলচিত্র, [[করকোরান গ্যালারি অফ আর্ট]]।]]
 
এয়াকিনসের এই ছবিটি পরবর্তীকালে [[আমেরিকান বাস্তবতাবাদ|আমেরিকান বাস্তবতাবাদী]] প্রজন্মটিকেও প্রভাবিত করেছিল। [[জর্জ বেলোজ|জর্জ বেলোজের]] (১৮৮২-১৯২৫) ''ফর্টি-টু কিডস'' (!৯০৭) ছবিটি ''দ্য সুইমিং হোল'' ছবিটির সঙ্গে এক নিশ্চিত সমরূপতা বহন করে। যদিও বেলোজের ছবিটিকে এয়াকিনসের ছবিটির প্যারোডি মনে করা হয়। তাছাড়া এই ছবিতে গ্রামীণ পরিবেশের পরিবর্তে [[নিউ ইয়র্ক সিটি|নিউ ইয়র্ক সিটির]] [[হাডসন নদ|হাডসন নদে]] অনেক নগ্ন শিশুর স্নান প্রদর্শিত হয়েছে।<ref>Levander, Caroline Field; Singley, Carol J (2003). ''The American Child: A Cultural Studies Reader''. Rutgers University Press, 211–12. {{আইএসবিএন|0-8135-3223-X}}</ref> এয়াকিনসের দর্শনকে প্রতিফলিত করে বেলোজ পরে তাঁর ''ফর্টি-টু কিডস'' চিত্রাঙ্কণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন: "পেশাদার মুষ্টিযোদ্ধা ও সাঁতারুরাই ছিল একমাত্র বিষয় যাদের পেশীসঞ্চালন আইনত নগ্নভাবে আঁকা যেত।"<ref>Zurier, Rebecca (2006). ''Picturing the City: Urban Vision and the Ashcan School''. University of California Press, 216. {{আইএসবিএন|0-520-22018-8}}</ref>