ঘানা জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
৬২ নং লাইন:
|Regional cup best=বিজয়ী, ১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ১৯৮২}}
 
'''ঘানা জাতীয় ফুটবল দল''' হচ্ছে [[ফিফা|আন্তর্জাতিক]] [[অ্যাসোসিয়েশন ফুটবল|ফুটবলে]] ঘানার প্রতিনিধি। দলটি ডাকনাম ''ব্ল্যাক স্টারস'' বা ‘কালো তারা’ নামেও পরিচিত। দলটির নিয়ন্ত্রক সংস্থা [[ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন]]। ১৯৫৭ সালে [[গ্রেট ব্রিটেন|গ্রেট ব্রিটেনের]] কাছ থেকে স্বাধীনতা লাভের পূর্বে দেশটি [[গোল্ড কোস্ট (ইংরেজ উপনিবেশ)|গোল্ড কোস্ট]] নামে খেলায় অংশ নিতো।
 
[[২০০৬ ফিফা বিশ্বকাপ|২০০৬ সালের ফিফা বিশ্বকাপের]] আগে দলটি কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি, কিন্তু দলটি পাঁচবার গ্রীষ্মকালীন অলিম্পিকের মূল পর্বে অংশ নিয়েছে। সেখানেও জাতীয় দলগুলোর মাঝে প্রতিযোগিতা করেই দলটি অংশগ্রহণের যোগ্যতা লাভ করেছে। দলটি চারবার আফ্রিকান নেশন্স কাপ জয় করেছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি | date=2004-01-16 | url=http://news.bbc.co.uk/sport2/hi/football/africa/3396199.stm | title=African Football: The early years | publisher=[[bbc.co.uk]] | accessdate=2004-01-16}}</ref> (১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ও ১৯৮২)। এই প্রতিযোগীতার আসরে ঘানাই দ্বিতীয় সফলতম দল। আফ্রিকান নেশন্স কাপের সর্বাধিক শিরোপাধারী দলটি হচ্ছে [[মিশর জাতীয় ফুটবল দল|মিশর]]। ঘানা জাতীয় দলের অলিম্পিক দল ১৯৯২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক ব্রোঞ্জ পদক জয় করে।<ref name="Olympics 1992-">Since 1992, squads for [[Football at the Summer Olympics]] have been restricted to three players over the age of 23. The achievements of such teams are not usually included in the statistics of the international team.</ref> এটি কোনো আফ্রিকান দলের সর্বপ্রথম অলিম্পিকে কোনো পদক জয়ের ঘটনা।