সেভেরাস স্নেপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎উপস্থিতি: তথ্য সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৯ নং লাইন:
 
সিরিজটি সমাপ্ত হওয়ার পর রাউলিং স্নেইপ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য দিতে থাকেন। তিনি বলেন যে, স্নেইপ চরিত্রটি যেভাবে সিরিজে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে, তাতে তিনি সন্তুষ্ট। রাউলিং বলেন যে, "সিরিজটি ডাম্বলডোর ও স্নেইপকে ঘিরেই নির্মিত হয়েছে।" তিনি আরো বলেন যে, তিনি সবসময়েই জানতেন স্নেইপের ভূমিকা শেষ পর্যন্ত কি হবে, তাই তিনি অত্যন্ত সতর্কতার সাথে সিরিজের গল্পে স্নেইপ চরিত্রটিকে অন্তর্ভুক্ত ও বিন্যস্ত করেছেন। তিনি সিরিজের বিভিন্ন স্থানে স্নেইপ সম্পর্কে বিভিন্ন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যাতে শেষ বইয়ে যখন স্নেইপের প্রকৃত আনুগত্য প্রকাশিত হবে, তখন পাঠকের মনে যেন স্নেইপের পূর্ববর্তী কর্মকান্ড সম্পর্কে কোন প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে। তিনি বলেন, "স্নেইপ একজন জটিল মানুষ... আমাদের সকলের মতই সেও ভুল করে। এপিলগ থেকে আমরা জানতে পারি যে [[হ্যারি পটার (চরিত্র)|হ্যারি]] তাকে ক্ষমা করে দেয়, কারণ সে স্নেইপের মধ্যে থাকা ভাল দিকগুলো দেখতে পেয়েছিল।"<ref name="Final Chapter">{{ওয়েব উদ্ধৃতি|title=Harry Potter: The Final Chapter|url=http://www.accio-quote.org/articles/2007/0729-dateline-vieira.html|author=Vieira, Meredith|date=2007-07-29|accessdate=2008-03-14}}</ref>
 
=== দক্ষতা ও সামর্থ্য ===
 
[[হ্যারি পটার]] সিরিজের সাতটি উপন্যাসের সবগুলোতেই স্নেপকে একজন অত্যন্ত শক্তিশালী জাদুকর হিসেবে দেখতে পাওয়া যায়, এবং এটাও জানা যায় যে স্নেপ একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। স্নেপ পোশন তৈরির ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। স্নেপ ডার্ক আর্টসের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন এবং এই বিষয়ে তাঁর দারুণ প্রতিভা ছিল। ''গবলেট অফ ফায়ারে'' [[সিরিয়াস ব্ল্যাক|সিরিয়াস ব্ল্যাকের]] উল্লেখ করেন যে, হগওয়ার্টসে প্রথম বর্ষে থাকাকালে স্নেপ সপ্তম বর্ষের অধিকাংশ ছাত্রের চেয়ে বেশি হেক্স ও কার্স জানতেন<ref name="Padfoot Returns">{{GF|ch=27}}</ref>। ছাত্র থাকাকালেই স্নেপ তাঁর পোশন পাঠ্যবইয়ের ব্যাপক উৎকর্ষ সাধন করেছিলেন। এছাড়া ছাত্রাবস্থাতেই স্নেপ অনেকগুলো নতুন স্পেল আবিষ্কার করেছিলেন, যা একটি বিরল প্রতিভার নিদর্শন। [[রেমাস লুপিন]] ''ডেথলি হ্যালোসে'' বর্ণনা করেন যে, ''সেক্টামসেম্প্রা'' স্পেলটি ছিল স্নেপের ''বিশেষত্ব''<ref name="Fallen Warrior">{{DH|ch=5}}</ref>। স্নেপ ১৫ বছর বয়সে এই স্পেলটি জেমস পটারের বিরুদ্ধে<ref name="Snape's Worst Memory" /> এবং শেষ উপন্যাসের আকাশযুদ্ধের সময় দৃর্ঘটনাক্রমে জর্জ ওয়েসলের (যে হ্যারি পটারের রূপ ধারণ করেছিল) বিরুদ্ধে ব্যবহার করেন যার ফলে জর্জের একটি কান বিচ্ছিন্ন হয়ে যায় (প্রকৃতপক্ষে স্নেপ লুপিনকে আক্রমণোদ্যত একজন [[ডেথ ইটার]]কে লক্ষ্য করে স্পেলটি ব্যবহার করেছিলেন, কিন্তু স্পেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জর্জকে আঘাত করে)। তবে সেক্টামসেম্প্রার মারাত্মক ক্ষমতা সত্ত্বেও স্নেপ এর ফলে সৃষ্ট আঘাত নিরাময় করতে পারতেন<ref name="Sectumsempra" />। ডার্ক আর্টস সম্পর্কে প্রচুর জ্ঞান থাকায় স্নেপ অন্যান্য ডার্ক কার্সের দ্বারা সৃষ্ট মারাত্মক ক্ষতিকর প্রভাব নষ্ট করা বা হ্রাস করার ক্ষেত্রেও পারদর্শী ছিলেন, যেমনটি তিনি করেন ডাম্বলডোর<ref name="The Prince's Tale" /> এবং কেটি বেল<ref name="The Secret Riddle">{{HBP|ch=13}}</ref> কার্স দ্বারা আক্রান্ত হলে। স্নেপ [[লেজিলিমেন্সি]] এবং [[অক্লুমেন্সি]]তেও বিশেষভাবে দক্ষ ছিলেন, যার ফলে তিনি অন্যের মনে অনুপ্রবেশ করার পাশাপাশি নিজের মনকেও অন্যের অনুপ্রবেশ থেকে সুরক্ষিত করতে পারতেন। একজন সুদক্ষ অক্লুমেন্স হওয়ার কারণেই স্নেপ ভলডেমর্টের (ভলডেমর্টকে ইতিহাসের 'শ্রেষ্ঠতম লেজিলিমেন্স' হিসেবে বর্ণনা করা হয়েছে) কাছ থেকে তাঁর বিশ্বাসঘাতকতা গোপন রাখতে সক্ষম হন<ref name="Spinner's End" />। রাওলিং-এর মতে, স্নেপই একমাত্র ডেথ ইটার যিনি একটি পূর্ণরূপ [[প্যাট্রোনাস চার্ম|প্যাট্রোনাস]] সৃষ্টি করতে পারতেন; স্নেপের প্যাট্রোনাস হরিণীর রূপ নিত (লিলি পটারের প্যাট্রোনাসের রূপের অনুকরণ)<ref name="Bloomsbury chat" />। স্নেপ একজন মেধাবী ডুয়েলিস্ট; ''ডেথলি হ্যালোসে'' তিনি একাই প্রাক্তন ডুয়েলিং চ্যাম্পিয়ন [[ফিলিয়াস ফ্লিটউইক]]সহ হগওয়ার্টসের তিনজন শিক্ষকের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হন। প্রফেসর ম্যাকগোনাগাল পরে বর্ণনা করেন যে, স্নেপ ঝাড়ুর ব্যবহার ছাড়াই উড়তে পারতেন (যে বিরল দক্ষতা একমাত্র ভলডেমর্টের ক্ষেত্রে প্রদর্শিত হয়)<ref name="The Sacking of Severus Snape" />।
 
== উপস্থিতি ==
 
সিরিজে তারতাঁর প্রথম উপস্থিতি ঘটে ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন]]'' এ। এরপর থেকে প্রতিটি বইয়ে তারতাঁর উপস্থিতি ছিল।
 
== চলচ্চিত্রে রূপায়ন ==