বালাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ক্যারিয়ার: প্রতিলিপি সম্পাদনা
৭ নং লাইন:
 
== সঙ্গীত জীবন ==
বালামের সঙ্গীতের শুরু হয়েছিলোহয় ব্যান্ড দল রেইনিগেডসের মাধ্যমে। তিনি তার বন্ধুতাঁর শহীদবন্ধুরা ও রিপনের সঙ্গেমিলে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ডটি। তিনি ছিলেন ব্যান্ডটির লিড গিটারিস্ট ও ভোকাল্‌ পরবর্তীতে কীবোর্ডিস্ট হিসেবে যোগদান করেন হালের আরেক ক্রেজ হাবিব ওয়াহিদ। শীর্ষস্থানীয়ভোকাল্‌। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম "ফিরিয়ে দাও"। তবে এরও পূর্বে তিনিপ্রকাশ করেন সুরকার হিসেবে। সপ্তম শ্রেণীতে থাকার সময় প্রথম সুর করেন জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের অসম্ভব শ্রোতাপ্রিয় একটি গান্ন-"কৈশোর" নামের গানটির। পরে ১৯৯৮ সালের শেষ দিকে বালাম লিড গিটারিস্ট ও ২য় ভোকাল হিসেবে যোগদান করেন ব্যান্ডটিতে। কিন্তু ২০০২ সালে ওয়ারফেজের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জয় ও বাবনা ব্যক্তিগত কারণে ওয়ারফেজ ত্যাগ করলে বালাম উন্নীত হন ১ম ভোকাল হিসেবে। এসময় তার ভোকালেইভোকালে ওয়ারফেজ ২০০৩ সালে প্রকাশ করে অ্যালবাম- "মহারাজ"।
 
ওয়ারফেজে থাকাকালীন সময়েই বালাম তার কম্পোজিশনে প্রকাশ করেন মিক্সডমিশ্র অ্যালবাম- "প্রেম শিকারী"। এই অ্যালবামটিঅ্যালবামটির বালামকেমাধ্যমে পরিচিততিনি করেসঙ্গীতবোদ্ধাদের তোলেকাছে সঙ্গীতবোদ্ধাদেরপরিচিতি লাভ কাছে।করেন। ওয়ারফেজের আলো অ্যালবামেও বালাম উপহার দেন "যতোদূরে", "নেই তুমি" ও সময়ের মতো বেশ কিছু জনপ্রিয় গান। অ্যালবাম প্রকাশের পর ওয়ারফেজ ত্যাগ করেন বালাম।
 
ওয়ারফেজ ছাড়ার পরই একক অ্যালবামের দিকে মন দেন বালাম। ২০০৭ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম যেটিযেটির ছিলোনাম সেলফছিল টাইটেলড।"বালাম"। এই অ্যালবামটিই বালামকে এনে দেয় আকাশ্চুম্বী জনপ্রিয়তা। ২০০৮ সালে তার হাত ধরে সঙ্গীতার ব্যানারে "বালাম ফিচারিং জুলি" দিয়ে সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেন তাঁর বোন জুলি।<ref name="বালাম জুলি" /> বেশ জনপ্রিয়তা পায় অ্যালবামটি। এরপর তিনি সঙ্গীতার ব্যানারে আরো প্রকাশ করেন বালাম ২ (২০০৮) ও বালাম ৩ (২০১০)। ২০০৯ সালে তিনি তাঁর বোনকে নিয়ে আবারও প্রকাশ করেন- "বালাম ফিচারিং জুলি ২- স্বপ্নের পৃথিবী"।<ref name="বালাম জুলি" >{{ওয়েব উদ্ধৃতি|title=ফের একসঙ্গে বালাম-জুলি|url=http://www.banglatribune.com/entertainment/news/108199/ফের-একসঙ্গে-বালাম-জুলি|website=[[বাংলা ট্রিবিউন]]|accessdate=21 জুলাই 2017}}</ref>
 
এরপর দীর্ঘ তিন বছরের বিরতির পর ২০১৩ সালে বালাম ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ করেন তাঁর ৪র্থ একক অ্যালবাম "ভূবন (বালাম ৪)"।
 
২০১৫দুই তেবছর ফিরেবিরতির আসেনপর তার২০১৫ সালে তাঁর প্রথম এইচডি মিউজিকসঙ্গীত ভিডিও- "মেঘে ঢাকা" নিয়ে।প্রকাশ এরপরপায়। বালামএরপর ২০১৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশ করেন "কৌশিক তাপস ফিচারিং বালাম-কী জ্বালা" গানটি। ২০১৬ তেইসালে আবার প্রকাশ করেনতাঁর বোন জুলিকে নিয়ে করা ডুয়েটদ্বৈত গান "কত যে খুঁজেছি তোমায়" প্রকাশ করেন। ২০১৭ সালের ভালোবাসা দিবসে রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকের ব্যানারে তিনি তার ৫ম একক অ্যালবাম "গল্পের শহর" প্রকাশ করেন।<ref name="গল্পের শহর">{{ওয়েব উদ্ধৃতি|title=গল্পের শহরে বালাম|url=http://www.banglanews24.com/entertainment/news/bd/552681.details|website=বাংলানিউজটোয়েন্টিফোর.কম|accessdate=21 জুলাই 2017}}</ref>
 
বালাম চলচ্চিত্র সঙ্গীত পরিচালনাও করেছেন।