উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ/ভূমিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
++
+2
১৫ নং লাইন:
'''প্রশ্নের বিষয়বস্তু - ২:'''
বিশ্বব্যাপী জ্ঞান বিনিময়ের ধরণ পরিবর্তন হয়ে আরও বেশি সামাজিকতা লাভ করেছে। গবেষণায় উঠে এসেছে, বর্তমানে তরুনরা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগের অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে। তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি বেশি ব্যবহার করেন সেটির মাধ্যমেই তাদের বন্ধু-বান্ধবের সাথে তথ্য আদান প্রদান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া অনেকেই সাধারণ তথ্যসূত্র ব্যবহার না করেই বাস্তব জীবনে যাদের সাথে পরিচিত তাদের দেওয়া তথ্যকেই বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন। ''পাঠকের চাহিদা চিন্তা করে, উইকিপিডিয়াসহ অন্য প্রকল্পগুলো কিভাবে পরিবর্তনশীল বিশ্বে খাপ খেতে পারে বা আমাদের করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন?''
</div>
 
<div style="float: left; width: 45%; padding: 1em;">
'''প্রশ্নের বিষয়বস্তু - ৩:'''
বর্তমানে আমরা নির্ভরযোগ্য উৎস বলতে বুঝি কোন একটি লিখিত উৎসকে। কিন্তু পৃথিবীর অনেক স্থানে লিখিতভাবে জ্ঞান লিপিবদ্ধ নেই এবং সেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত। এক্ষেত্রে আমরা যদি সেসব তথ্য যুক্ত করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? গবেষকরা মনে করেন, মৌখিক জ্ঞানকেও উইকিপিডিয়াতে যুক্ত করা উচিত।
</div>
 
<div style="float: right; width: 45%; padding: 1em;">
'''প্রশ্নের বিষয়বস্তু - ৪:'''
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটের আধিক্যের কারণে তথ্য প্রচুর আদান প্রদান হচ্ছে, একই সাথে ভুল তথ্যও ছড়িয়ে পরছে। তথ্য বিনিময়ের এই যুগে কিভাবে আমরা এসব উৎস থেকে নির্ভরোগ্য উৎস খুঁজে বের করতে পারি?
</div>
{{clear}}