তেজগাঁও কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trisha Akter (আলোচনা | অবদান)
Trisha Akter-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২০ নং লাইন:
 
== ইতিহাস ==
[[১৯৬১]] খ্রিস্টাব্দে জনাব মাওলানা আবুল খায়েরের নিরলস কর্মপ্রচেষ্ঠায় ঢাকার [[বুড়িগঙ্গা|বুড়িগঙ্গা নদীর]] তীর ঘেষে দাঁড়িয়ে থাকা [[ইসলামিয়া হাই স্কুল|ইসলামিয়া হাই স্কুলে]] ''' ''ঢাকা নাইট কলেজ'' ''' নামে সর্বপ্রথম এই কলেজের যাত্রা শুরু। তখন কলেজটির সভাপতি ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব [[মফিজ উদ্দীন আহমেদ]] ও সম্পাদক ছিলেন জনাব শফিকুল ইসলাম। সেসময়ে কলেজের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, শিক্ষকরা বিনা বেতনে ক্লাস নিতেন। তারপর প্রয়োজনের প্রেক্ষিতে জনাব মফিজ উদ্দীন কলেজটিকে [[ঢাকা আলিয়া মাদ্রাসা|ঢাকা আলিয়া মাদ্রাসায়]] স্থানান্তর করেন। এখানে ১৮ মাস ক্লাস চলার পর আবার [[ঢাকাতেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট|তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে]] কলেজ স্থানান্তর করা হয়। এখানে ক্লাস চলে [[১৯৬৩]] থেকে [[১৯৬৬]] খ্রিস্টাব্দ পর্যন্ত। নানা প্রতিকূলতায় কলেজকে আবারও স্থানান্তর করা হয় তেজগাঁও শিল্প এলাকার আসাদুল হকের ক্রাউন লন্ড্রিতে। অব্যবহিত পরে অধ্যক্ষ আমিনুল ইসলাম তেজগাঁও শিল্প এলাকা থেকে কলেজটিকে নিয়ে আসেন ফার্মগেটের বর্তমান আল-রাজী হাসপাতালে। এসময়ে 'ঢাকা নাইট কলেজ' নামটি পাল্টে বর্তমান 'তেজগাঁও কলেজ ঢাকা' নামটি রাখা হয়। [[১৯৭১]] খ্রিস্টাব্দের [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধের]] পর জনাব তোফায়েল আহমেদ অধ্যক্ষের দায়িত্ব নিলে কলেজটিকে স্থায়ী একটি নিবাস দিতে প্রাণান্ত প্রয়াস শুরু করেন। তিনি তৎকালীন ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সহায়তায় ঢাকার ফার্মগেটে জীবনের ঝুঁকি নিয়ে কলেজ ও ছাত্রাবাসের জন্য জায়গা ক্রয় করেন। [[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার|গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের]] তৎকালীন [[শিক্ষামন্ত্রী]] জনাব ইউসুফ আলী কর্তৃক ১২টন ঢেউটিন দিয়ে প্রথমবারের মতো কলেজের নিজস্ব অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়। বর্তমানে কলেজটি [[ফার্মগেট|ফার্মগেটের]] ১৬ নম্বর [[ইন্দিরা রোড|ইন্দিরা রোডে]] নিজস্ব ভবন নিয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।<ref name="Ornob">{{সংবাদ উদ্ধৃতি | title = বিভিন্ন নিবন্ধ | format = প্রিন্ট | newspaper = অর্ণব (তেজগাঁও কলেজ বার্ষিকী) | publisher = তেজগাঁও কলেজ | location = ঢাকা | date = ২০০৫-২০০৬ খ্রিস্টাব্দ | page = | pages = ১৪৪ | at = | accessdate = ১০ এপ্রিল ২০১০ | language = বাংলা }}</ref>
 
== বিবরণ ==