চার্লস কোরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
২৮ নং লাইন:
তাঁর প্রথম গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল মহাত্মা গান্ধী সংগ্রহালয়।<ref name=bbc>{{সংবাদ উদ্ধৃতি |title=Charles Correa – India's greatest architect? |url=http://www.bbc.co.uk/news/magazine-22463774 |date=13 May 2013 |publisher=BBC News |accessdate=2 July 2013}}</ref> এটি [[গুজরাট]] রাজ্যের [[আহমেদাবাদ]] শরের সাবারমতি আশ্রমে। এরপরে ১৯৬৭ সালে তিনি [[মধ্যপ্রদেশ]] বিধানসবা ভবনের নকশা করেন।<ref name=agha>[http://archnet.org/library/sites/one-site.tcl?site_id=1759 Vidhan Bhavan, (ArchNet)]</ref> ১৯৭৫-১৯৯০ সালের মধ্যে তিনি [[নয়া দিল্লী|নয়া দিল্লীতে]] ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়াম, ১৯৮২ সালে [[ভোপাল|ভোপালে]] ভারত ভবন, ১৯৮৬-১৯৯২ সালে [[জয়পুর|জয়পুরে]] জওহর কালা কেন্দ্র, ১৯৮৭-৯২ সালে নয়া দিল্লীতে ব্রিটিশ কাউন্সিল, ২০০০-২০০৫ সালে [[বোস্টন|বোস্টনে]] এমআইটির ম্যাকগভার্ন ইন্সটিটিউট ফর ব্রেইন রিসার্চ, ২০০৪ সালে [[কলকাতা|কলকাতার]] [[সল্ট লেক সিটি|সল্ট লেক সিটিতে]] সিটি সেন্টার এবং ২০০৭-২০১০ সালে পর্তুগালের [[লিসবন|লিসবনে]] চ্যাম্পালিমাড সেন্টার ফর দ্য আননোওন-এর নকশা করেন।<ref name=bbc/>
 
কোরিয়া ভারতের চেন্নাইতে মাহিন্দ্র এন্ড মাহিন্দ্র লিমিটেডের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও নকশা করেছেন। ১৯৭০-৭৫ পর্যন্ত তিনি [[নাওয়ি মুম্বাই]] বা নিউ বোম্বে-এর উন্নয়ন পরিকল্পনায় প্রধান স্থপতি হিসেবে নিযুক্ত ছিলেন। নাওয়ি মুম্বাই বর্তমান মুম্বাই এর নিকটবর্তি একটি নতুন পরিকল্পিত নগর যেখানে প্রায় ২০ লক্ষ মানুষের আবাস ও কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হয়েছে। ১৯৮৫ সালে প্রধানমন্ত্রী [[রাজীব গান্ধী]] চার্লস কোরিয়াকে জাতীয় নগরায়ন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন।
 
১৯৮৪ সালে মুম্বাইতে তিনি আরবান ডিজাইন রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল নির্মিত পরিবেশের সুরক্ষা এবং নগরের জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা। বিগত চার দশকে কোরিয়া নগর পরিকল্পনা সংশ্লিষ্ট বিষয়ে এবং উন্নয়নশীল জনগোষ্ঠীর সাশ্রয়ী আবাসন ব্যবস্থার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কাজ করেছেন। ২০০৫-২০০৮ পর্যন্ত তিনি দিল্লী আরবান আর্টস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
 
২০১৩ সালে [[রয়াল ইন্সটিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস]] চার্লস কোরিয়ার কর্মজীবনের উপর ভিত্তি করে একটি প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীটির নাম ছিল “চার্লস কোরিয়া – ইন্ডিয়া’স গ্রেটেস্ট আর্কিটেক্ট”। এতে কোরিয়ার কাজ এবং স্থাপত্য ও নগর পরিকল্পনা ক্ষেত্রে কোরিয়ার কাজের প্রভাব উপস্থাপিত হয়।<ref name="mirror13">{{ওয়েব উদ্ধৃতি | title = Master class with Charles Correa | url = http://www.mumbaimirror.com/others/sunday-read/Master-class-with-Charles-Correa/articleshow/20499060.cms |publisher = Mumbai Mirror| date =9 June 2013 | accessdate = 2 July 2013 }}</ref><ref name="architecture.com">{{ওয়েব উদ্ধৃতি | title = Charles Correa &amp; Out of India Season | url = http://www.architecture.com/WhatsOn/RIBATrustProgramme/CharlesCorreaOutofIndiaSeason.aspx#.UdJMejs3CgQ | publisher =RIBA | year =2013 | accessdate = 2 July 2013 }}</ref>
৪০ নং লাইন:
* ৭ম আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (১৯৯৮)
* অস্ট্রিয়ান ডেকোরেশন ফর সাইন্স এন্ড আর্ট<ref>{{ওয়েব উদ্ধৃতি | url = http://www.parlament.gv.at/PAKT/VHG/XXIV/AB/AB_10542/imfname_251156.pdf | title = Reply to a parliamentary question | language = German | page=1714 | trans_title = | format = pdf | accessdate = 1 March 2013 }}</ref>
* তাঁর ম্যাকগভার্ন ইন্সটিটিউট ফর ব্রেইন রিসার্চ সম্প্রতি দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্টস গোল্ড মেডেল অর্জন করে।
 
== তথ্যসূত্র ==