অলিভিয়া (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
|spouse= এস এম শফি
}}
'''অলিভিয়া গোমেজ''' (জন্মঃ [[১৬ ফেব্রুয়ারি]], [[১৯৫৩]]) একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] [[চলচ্চিত্র]] অভিনেত্রী। <ref>{{Citeসংবাদ newsউদ্ধৃতি|url = http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/08/22/2238|title = কিং ব দ ন্তি : ড্রিম গার্ল অলিভিয়া|last = |first = |date = |work = [[Amar Desh]]|access-date = 10 February 2015}}</ref> ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেবেলায় লেখাপড়া করেন। মাত্র তেরো-চৌদ্দ বছর বয়স থেকে মডেলিং করা শুরু করেন। চাকরির প্রয়োজনে পূর্বাণী হোটেলের রিসেপশনিস্ট হয়েছিলেন কিছুদিন। অলিভিয়া প্রায় ৫৩টির মতো ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন।<ref name="oliviaaa">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://karatoa.com.bd/details.php?pub_no=381&menu_id=8&val=40231
|title= চলচ্চিত্রের ড্রিম গার্ল অলিভিয়ার গল্প |last= মঈনুদ্দীন |first= অভি |date= ১৪ ফেব্রুয়ারি ২০১১
|work=দৈনিক করতোয়া|accessdate= ১৪ ফেব্রুয়ারি ২০১১ }}</ref>
 
== চলচ্চিত্রে আগমন ==
অলিভিয়া পূর্বাণী হোটেলের রিসেপশনিস্ট থাকা অবস্থায় কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন।<ref name="oliviaaaaa"/> ১৯৭২ সালে অলিভিয়া এস এম শফি পরিচালিত ''ছন্দ হারিয়ে গেল'' নামক ছবিতে প্রথম অভিনয় করেন। যদিও [[জহির রায়হান]] তাঁর ছবি ‘লেট দেয়ার বি লাইট’ সিনেমাতে এবং বেবী ইসলাম ‘সঙ্গীতা’ নামের চলচ্চিত্রে তাঁকে নিতে চেয়েছিলেন। পরে তিনি অজানা কারণে বাদ পড়েন।<ref>দৈনিক কালের কণ্ঠ, জানেন কি?, মুদ্রিত সংস্করণ, ১০ মে, ২০১২, পৃষ্ঠা-১</ref> ‘মাসুদ রানা’ নামের একটি সিনেমাতে প্রথম অলিভিয়াকে দেখা যায় হাঁটুর ওপর [[বস্ত্র]] পরিধান করতে যা আসলে এই দেশীয় চলচ্চিত্রে ছিল নতুন ও সাহসী ব্যাপার। তাই পরিচালকেরা তাঁকে গ্ল্যামার গার্ল জাতীয় হিসেবে তাঁকে চিহ্নিত করেন এবং ঐ জাতের সিনেমাতে তাঁকে কাস্ট করতে থাকেন। যদিও অলিভিয়া পোশাকী, ফ্যান্টাসী এবং সামাজিক সব ধরনের সিনেমাতেই অভিনয় করেছিলেন কিন্তু [[দর্শক|দর্শকেরা]] তাঁকে সামাজিক ছবিতে ভালোভাবে নেয়নি। ১৯৭৬ সালে ‘দি রেইন’ ছবিতে অভিনয় করে অসম্ভব খ্যাতি লাভ করেন।<ref name="oliviar"/> ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত অলিভিয়া-[[ওয়াসিম]] জুটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল।<ref name="oliviaaaaa">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://amardeshonline.com/pages/weekly_news/2010/08/22/2238
|title= কিং ব দ ন্তি : ড্রিম গার্ল অলিভিয়া
|last= খোকন
২৬ নং লাইন:
 
== গ্রহণযোগ্যতা ==
অলিভিয়ার স্বামী এস এম শফি তাঁর গ্ল্যামার এবং যৌন আবেদনকে ব্যবহার করতে কার্পণ্য করেননি। তবে অলিভিয়া শক্তিশালী অভিনয়ের পরিচয় দেন [[রাজ্জাক|রাজ্জাকের]] বিপরীতে ‘যাদুর বাঁশী’ ছবিতে। উল্লেখ্য [[ববিতা|ববিতা'র]] পর অলিভিয়াই ছিলেন দ্বিতীয় নায়িকা যিনি [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] চলচ্চিত্র ‘বহ্নিশিখা’ ছবিতে অভিনয় করেন। ক্যারিয়ার এবং অভিনয়ের ব্যাপারে অলিভিয়া ছিলেন খামখেয়ালী, তাই তিনি বেশী দূর যেতে পারেননি। অনেকদিন বিরতির পর আশির দশকের শেষের দিকে তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন চলচ্চিত্র জগতে কিন্তু তাঁর স্বামী এস এম শফির অকাল মৃত্যুতে তা সম্ভব হয়নি। <ref name="oliviar">{{citeসাময়িকী journalউদ্ধৃতি |last1= রহমান |first1= মোমিন |last2= হোসেন |first2= নবীন |year= ১৯৯৮ |title= বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি |journal= অন্যদিন ,ঈদ সংখ্যা |volume=২ |issue=২৫ |pages= ৩৫০ |publisher= মাজহারুল ইসলাম|doi= |url= |accessdate=জানুয়ারি,২০১১ }}</ref> তার সর্বশেষ ছবি ছিল 'দুশমনি' যা মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে।<ref name="oliviaaa"/>
 
== উল্লেখযোগ্য চলচ্চিত্র ==