ম্যাসিডনের দ্বিতীয় পেরদিক্কাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
| religion =[[প্রাচীন গ্রিক ধর্ম]]
}}
'''দ্বিতীয় পেরদিক্কাস''' ({{lang-grc-gre|Περδίκκας}}) [[ম্যাসিডন]] শাসনকারী [[আর্গিয়াদ রাজবংশ|আর্গিয়াদ রাজবংশের]] দ্বাদশ রাজা ছিলেন।
 
== সিংহাসনলাভ ==
২৯ নং লাইন:
৪৩১ খ্রিস্টপূর্বাব্দে নিম্ফোদোরাস নামক একজন এথেনীয় নারী [[থ্রেস|থ্রেসের]] রাজা [[সিতালকেস|সিতালকেসের]] সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে [[থ্রেস]] ও [[এথেন্স]] পরস্পরের সঙ্গে মৈত্রীচুক্তিতে আবদ্ধ হয়। নিম্ফোদোরাসের মধ্যস্থতায় [[এথেন্স]] ও দ্বিতীয় পেরদিক্কাসের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। এর ফলে [[থের্মা]] পুনরায় ম্যাসিডনের অন্তর্ভুক্ত হয়, ফিলিপের ওপর থেকে [[এথেন্স]] তাঁদের সমর্থন সরিয়ে দেয় এবং [[থ্রেস]] ফিলিপকে গ্রেপ্তার করার জন্য তাদের সহায়তার প্রতিশ্রুতি দেয়।
 
৪২৯ খ্রিস্টপূর্বাব্দে [[এথেন্স|এথেন্সের]] সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দ্বিতীয় পেরদিক্কাস [[আকার্নানিয়া]] অঞ্চলের ওপর [[স্পার্টা|স্পার্টার]] আক্রমণের সমর্থনে ১০০০ জন সৈন্য পাঠান। এই বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নিতে [[সিতালকেস]] [[ম্যাসিডন]] আক্রমণ করেন। [[সিতালকেস|সিতালকেসের]] সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এথেনীয়রা এগিয়ে না আসায় দ্বিতীয় পেরদিক্কাস সেই সুযোগ গ্রহণ করে কূটনীতির সাহায্যে এই বিবাদের নিষ্পত্তি করেন। তিনি তাঁর ভগ্নীর সঙ্গে [[সিতালকেস|সিতালকেসের]] ভ্রাতুষ্পুত্রের বিবাহের প্রতিশ্রুতি দিলে থ্রেসের বাহিনী [[ম্যাসিডন]] থেকে চলে যায়।
 
এরপর দ্বিতীয় পেরদিক্কাস [[স্পার্টা|স্পার্টার]] সঙ্গে মিত্রতা সূত্রে আবদ্ধ হন এবং ৪২৪ খ্রিস্টপূর্বাব্দে [[এথেন্স|এথেন্সের]] অধিকার থেকে [[আম্ফিপোলিস]] শহরটিকে কেড়ে নিতে [[স্পার্টা|স্পার্টার]] সেনানায়ক [[ব্রাসিদাস|ব্রাসিদাস্কে]] সহায়তা করেন। এরফলে [[এথেন্স|এথেন্সের]] সমর ও অর্থনীতি প্রচণ্ড ভাবে ধাক্কা খায় কারণ এই শহর থেকে তাঁদের রণতরীর জন্য প্রয়োজনীয় কাঠের সরবরাহ হত। এই সুযোগে ম্যাসিডোনিয়রা পরবর্তী কয়েক বছর ধরে তাঁদের চড়া দামে কাঠ বিক্রি করার সুযোগ পায়। এর পরিবর্তে স্পার্টা [[লুঙ্কেস্তিস|লুঙ্কেস্তিসের]] রাজা আররাবাইওসের বিরুদ্ধে আক্রমণ করে ম্যাসিডনের সীমান্ত সুরক্ষিত করার চেষ্টা করে। এই [[লুঙ্কেস্তিসের যুদ্ধ|যুদ্ধে]] [[ইলিরিয়|ইলিরিয়রা]] প্রথমে পেরদিক্কাসকে সমর্থনের কথা বললেও পরে অবস্থান বদল করে তাঁদের বিরুদ্ধে আক্রমণ করলে ম্যাসিডোনিয় সেনা [[স্পার্টা|স্পার্টার]] সৈন্যদের ফেলে রেখে পালিয়ে যায়। [[স্পার্টা|স্পার্টার]] বাহিনী ধীরে ধীরে পশ্চাদপসারণ করে ঠিকই, কিন্তু এই ঘটনায় [[ম্যাসিডন]] ও স্পার্টার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ফলে দ্বিতীয় পেরদিক্কাস ৪২৩ খ্রিস্টপূর্বাব্দে পুনরায় [[এথেন্স|এথেন্সের]] সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরী করতে বাধ্য হন।