কৃত্তিবাস ওঝা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
সংশোধন, বিষয়শ্রেণী
৬ নং লাইন:
| pseudonym =
| birth_name = কৃত্তিবাস মুখোপাধ্যায়
| birth_date = আনুমানিক ১৩৮১ বঙ্গাব্দখ্রিস্টাব্দ
| birth_place = [[ফুলিয়া]], [[নদিয়া জেলা]], [[পশ্চিমবঙ্গ]]
| death_date = আনুমানিক ১৪৬১ বঙ্গাব্দখ্রিস্টাব্দ
| death_place =
| occupation = [[কবি]]
৩২ নং লাইন:
| portaldisp = }}
 
'''কৃত্তিবাস ওঝা''' (জন্মঃ আনুমানিক ১৩৮১ বঙ্গাব্দখ্রিস্টাব্দ - মৃত্যুঃ আনুমানিক ১৪৬১ বঙ্গাব্দখ্রিস্টাব্দ) ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তিনি অধুনা রাজশাহী জেলার অন্তর্গত প্রেমতলীর নিকটে, মতান্তরে [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[নদিয়া জেলা|নদিয়া জেলার]] অন্তর্গত [[ফুলিয়া]] গ্রামে বাস করতেন। গৌড়েশ্বরের আদেশে তিনি [[বাল্মীকি]] [[রামায়ণ|রামায়ণের]] সহজবোধ্য বাংলা পদ্যানুবাদ করেছিলেন।<ref name = sukumarseneng>{{cite book |last1=Sen |first1=Sukumar |title= History of Bengali |edition=3rd |year= 1979 |origyear=1960 |publisher=[[Sahitya Akademi]] |location= [[New Delhi]] |isbn= 81-7201-107-5|oclc= |doi= |id= |page= |pages=63–65 }}</ref> বাঙালির আবেগ, অনুভূতি ও রুচির দিক লক্ষ্য রেখে সর্বজনবোধ্য পদ্যে মূল সংস্কৃত রামায়ণের ভাবানুবাদ করায় কৃত্তিবাসী রামায়ণের ব্যাপক জনপ্রিয়তা লাভ ঘটে।<ref name="ReferenceA">[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; ''[[বাংলা একাডেমী চরিতাভিধান]]''; দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা: ১২৬, {{আইএসবিএন|984-07-4354-6}}</ref>
 
==কৃত্তিবাসী রামায়ণ==
৪২ নং লাইন:
এই অধ্যায় থেকে কবির বংশপরিচয়,
<poem>
"আদিত্য বার শ্রীপঞ্চমী পূণ্য মাঘ মাস
তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস।"
</poem>
ব্যক্তিপরিচিতি
ব্যক্তিপরিচিতিঃ
<poem>
"মালিনী নামেতে মাতা, পিতা বনমালী
ছয় ভাই উপজিল সংসারে গুনশালি।"
ছয় ভাই উপজিল সংসারে গুনশালি।" ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনেক তথ্যের সন্ধান মেলে। কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা ছিলেন পূর্ববঙ্গের বেদানুজ রাজার অমাত্য। তাঁরা ছিলেন "মুখুটি" (মুখোপাধ্যায়) বংশজাত। পারিবারিক শিক্ষকতা বৃত্তির জন্য "উপাধ্যায়" পদবি লোকমুখে বিকৃত হয়ে হয় "ওঝা"। পূর্ববঙ্গের রাজনৈতিক অস্থিরতার কারণে নরসিংহ ওঝা নদিয়ায় চলে এসে [[ফুলিয়া]] গ্রামে বসতি স্থাপন করেছিলেন। তাঁর পুত্র গর্ভেশ্বর। গর্ভেশ্বরের পুত্র মুরারি। মুরারির সাত পুত্রের অন্যতম ছিলেন কৃত্তিবাসের পিতা বনমালী। কৃত্তিবাসের মায়ের নাম ছিল মালিনী। কৃত্তিবাসেরা ছিলেন ছয় ভাই। তাঁদের এক বৈমাত্রেয় বোনও ছিল। ভাইদের মধ্যে কৃত্তিবাস ছিলেন জ্যেষ্ঠ ও সর্বাপেক্ষা অধিক গুণবান।
</poem>
 
ছয় ভাই উপজিল সংসারে গুনশালি।" ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনেক তথ্যের সন্ধান মেলে। কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা ছিলেন পূর্ববঙ্গের বেদানুজ রাজার অমাত্য। তাঁরা ছিলেন "মুখুটি" (মুখোপাধ্যায়) বংশজাত। পারিবারিক শিক্ষকতা বৃত্তির জন্য "উপাধ্যায়" পদবি লোকমুখে বিকৃত হয়ে হয় "ওঝা"। পূর্ববঙ্গের রাজনৈতিক অস্থিরতার কারণে নরসিংহ ওঝা নদিয়ায় চলে এসে [[ফুলিয়া]] গ্রামে বসতি স্থাপন করেছিলেন। তাঁর পুত্র গর্ভেশ্বর। গর্ভেশ্বরের পুত্র মুরারি। মুরারির সাত পুত্রের অন্যতম ছিলেন কৃত্তিবাসের পিতা বনমালী। কৃত্তিবাসের মায়ের নাম ছিল মালিনী। কৃত্তিবাসেরা ছিলেন ছয় ভাই। তাঁদের এক বৈমাত্রেয় বোনও ছিল। ভাইদের মধ্যে কৃত্তিবাস ছিলেন জ্যেষ্ঠ ও সর্বাপেক্ষা অধিক গুণবান।
বারো বছর বয়সে কৃত্তিবাস [[গঙ্গা নদী]] পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে বিদ্যাশিক্ষা করতে যান। শিক্ষাশেষে রাজপণ্ডিত হওয়ার অভিপ্রায় নিয়ে গৌড়েশ্বরের রাজসভায় উপস্থিত হন এবং একটি সরস শ্লোকরচনা করে রাজাকে তুষ্ট করেন-
 
বারো বছর বয়সে কৃত্তিবাস [[গঙ্গা নদী]] পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে বিদ্যাশিক্ষা করতে যান। শিক্ষাশেষে রাজপণ্ডিত হওয়ার অভিপ্রায় নিয়ে গৌড়েশ্বরের রাজসভায় উপস্থিত হন এবং একটি সরস শ্লোকরচনা করে রাজাকে তুষ্ট করেন -
<poem>
"রাজ পণ্ডিত হব মনে আশা করে,
পঞ্চ শ্লোক ভেটিলাম রাজা গৌরেশ্বরে।"
</poem>
 
রাজা একটি পুষ্পমাল্য দিয়ে কবিকে বরণ করে নেন। রাজা কবির প্রত্যাশা জিজ্ঞাসা করলে, কবি বলেন
{{উক্তি|আর কিছু নাঞি চাই করি পরিহার। <br />
৬৯ ⟶ ৭৬ নং লাইন:
'''শ্রীরাম পাঁচালী'''
 
মৌলিক অংশসমূহঅংশসমূহঃ
* বীরবাহুর যুদ্ধ
* তরণীসেনের কাহিনী
৮৭ ⟶ ৯৪ নং লাইন:
[[বিষয়শ্রেণী:বাঙালি কবি]]
[[বিষয়শ্রেণী:মধ্যযুগের কবি]]
[[বিষয়শ্রেণী:রামায়ণ]]
[[বিষয়শ্রেণী:নদিয়া জেলার ব্যক্তিত্ব]]