সৈয়দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
২ নং লাইন:
'''সৈয়দ''' বা স্যৈয়দ বা সাইয়্যেদ বা সায়্যিদ ({{lang-en|Sayed also spelled Sayyid, Seyd, Syed, Saiyid, Seyed and Seyyed}}) ({{lang-ar|سيد}}; meaning [[Mr.|Mister]]) (plural Sadah {{lang-ar|سادة}}, {{transl|ar|Sādah}}) হল এমন একটি সম্মানসূচক উপাধি যদ্বারা নবী নন্দিনী [[ফাতিমা|ফাতেমা]] ও তার স্বামী [[আলী ইবন আবী তালিব|আলী ইবন আবী তালিবের]] সন্তান [[হাসান ইবনে আলি|হাসান]] ও হোসাইনের বংশধারার [[মুহাম্মাদ|নবী মোহাম্মদের]] বংশধরগণকে<ref>Ho, Engseng. 2006. Graves of Tarim. University of California Press. Berkeley. p. 149</ref> চিহ্নিত করা হয়ে থাকে। লেখ্যরুপের ক্ষেত্রে আরবী হরফ ছিন ({{lang-ar|س}}) দ্বারা এ উপাধিটি লিখা হয় তাই এর বানান ছ- অক্ষর দিয়ে লেখা হয়ে থাকে। অন্যপক্ষ্যে, যদিও সীন ({{lang-ar|ش}}) মূল আরবী বানানে লেখা হয়না তথাপি স- অক্ষর যোগেও এ উপাধিটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।
 
সৈয়দ হতে হলে পিতৃগোত্রজ হতে হবে এমন কোন ধরাবাঁধা নিয়ম নেই। মাতৃগোত্রজ ব্যক্তির ক্ষেত্রেও এ উপাধি ব্যবহুত হয়ে থাকে। উদাহরণ স্বরুপ বলা যায়, ১৬৩২ সালে ওসমানী খেলাফত যুগে রাষ্ট্রীয় আদালত ({{lang-en|Ottoman court}}) এক ব্যক্তিকে সৈয়দ উপাধিধারীদের ব্যবহার্য্য সবুজ পাগড়ী ব্যবহার করা বিষয়ে অভিযুক্ত করেন। ঐ ব্যক্তি প্রমাণ করতে সফল হন যে, তিনি মাতৃগোত্রজ সূত্রে ছৈয়দ এবং এ যুক্তিটি ছিল স্বীকৃত।<ref>{{বই উদ্ধৃতি|title=Sayyids and Sharifs in Muslim Societies: The Living Links to the Prophet,|date=2012|publisher=pub. Routledge,|page=ed. Kazuo Morimoto,|edition=ISBN {{আইএসবিএন|978-0-4155-1917-5}}}}</ref>
 
সৈয়দ বংশীয় নারীদের উপাধি হয়ে থাকে যথাক্রমে সৈয়দা বা আলাউইয়্যা বা শরীফা।