সুতানুটি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
৮ নং লাইন:
== মুঘল যুগ ==
{{quote box|width=320px|quote=[[প্রিন্সেপ ঘাট|প্রিন্সেপ ঘাটের]] কাছে নদীর গা ঘেঁষে কুলিবাজারে যেখানে কমিশরেটের বাড়িগুলি দাঁড়িয়ে আছে, সেখান থেকে চিৎপুর - মোটামুটি এই ছিল তিনটি গ্রামের বিস্তার। তবে ইংরেজদের নিজস্ব বসত এলাকাটি ছিল অনেক ছোটো। [[বাবুঘাট]], আধুনিক [[ইডেন গার্ডেনস|ইডেন গার্ডেনসের]] কাছ থেকে মোটামুটি একশো ইয়ার্ড উত্তরে ক্লাইভ স্ট্রিট পর্যন্ত ওই বসতি সীমাবদ্ধ ছিল। এর পাশে ছিল স্থানীয় বাসিন্দাদের বসত এলাকা 'ডিহি' কলকাতা আর উত্তরে ছিল সুতানুটি। দক্ষিণে নদীর গা ঘেঁষে জঙ্গলভরা এলাকাটি ছিল গোবিন্দপুর। বসতযোগ্য এলাকার মোট পরিমাণ ছিল মাত্র ৮৪০ বিঘা বা আজিম-উস-শানের সনদ অনুযায়ী পাওয়া মোট ভূখণ্ডের এক-ষষ্ঠাংশ এবং এর মধ্যে ২০৪ বিঘা জমি বসতি এলাকার মধ্যেই চলে গিয়েছিল, ৪০০ বিঘা গিয়েছিল উত্তরে অবস্থিত বড়োবাজারে। কর্ণেল মার্ক উডের ১৭৮৪ সালের যে ম্যাপটি উইলিয়াম বেলি ১৭৯২ সালে প্রকাশ করেন, তাতে সুতানুটিকে উত্তরে চিৎপুর থেকে নিমতলা ঘাটের সামান্য দক্ষিণে জোড়াবাগান ঘাট পর্যন্ত দেখানো হয়েছে। তারপর শুরু হয়েছে 'ডিহি' কলকাতার উত্তর সীমা এবং এই গ্রামটি দক্ষিণে বাবুঘাট পর্যন্ত প্রসারিত হয়েছে। এখান থেকে গোবিন্দপুর শুরু হয়ে গোবিন্দপুর ক্রিক পর্যন্ত বা যেটি পরে সারম্যান'স নালা এবং আরও পরে [[আদিগঙ্গা|টালির নালা]] নামে পরিচিত হয়েছিল, সেই পর্যন্ত প্রসারিত হয়েছে।<ref>"The three villages may be said, roughly speaking, to have extended along the river from Coolie Bazar, where the buildings of the Commissariat now stand in the vicinity of [[Prinsep’s Ghat]], to Chitpore: but the English settlement proper was a very small affair indeed. It was confined to the locality between Baboo Ghat, hard by modern [[Eden Gardens]], and a point about a hundred yards to the north of Clive Street. Surrounding it was the native portion of ‘Dhee’ Kolkata, and to the north was Suttanuttee. On the south stood Govindpore, high on the river-bank and covered with thick jungle. The total amount of inhabited land was only 840 [[bigha]]s, or one-sixth of the territory conveyed by the sanad of Azim-us-shan and of this 204 bighas was absorbed by the Settlement itself, and 400 by the great Bazar to its immediate north. In Colonel Mark Wood’s Map of 1784, published in 1792 by William Baillie, Suttanuttee is described as extending from Chitpore in the north to what is designated in the map as Jora Bagan Ghat, a little below Nimtollah Ghat. Thence commenced the northern boundary of ‘Dhee’ Kolkata, and that village proceeded south as far as Baboo Ghat. Here Govindpore began and ended at the Govindpore Creek, afterwards called Surman’s [[Nullah]] and later [[Adi Ganga|Tolly’s Nullah]].”, Cotton, H.E.A., p. 17.</ref>}}
পঞ্চদশ শতাব্দীর শেষভাগে লিখিত [[বিপ্রদাস পিপলাই|বিপ্রদাস পিপলাইয়ের]] ''[[মনসামঙ্গল#মনসাবিজয়|মনসাবিজয়]]'' কাব্যে এই অঞ্চলের একটি প্রামাণ্য ভৌগোলিক বিবরণী পাওয়া যায়। [[ব্যান্ডেল]] ও [[ত্রিবেণী|ত্রিবেণীর]] মধ্যবর্তী স্থানে [[হুগলি নদী|হুগলি নদীর]] তীরে অবস্থিত [[সপ্তগ্রাম]] বা সাতগাঁ ছিল একটি বিরাট বন্দর। নদীর ভাটিতে একই পাড়ে বেতড় গ্রামটি ছিল একটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র। এখানে পথিকেরা কেনাকাটা করত ও দেবী [[চণ্ডী|চণ্ডীর]] পূজা দিত। চিৎপুর ও কলিকাতা গ্রাম ছিল বেতরের নিকটবর্তী গ্রাম। সেই যুগে সুতানুটি ও গোবিন্দপুরের অস্তিত্ব ছিল না।<ref name = "Cotton1"/> ১৫৩০ খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় [[পর্তুগাল|পর্তুগিজদের]] যাতায়াত শুরু হয়। এই যুগে [[বাংলাদেশ|পূর্ববঙ্গের]] [[চট্টগ্রাম]] ও [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[সপ্তগ্রাম]] বন্দরদুটি ছিল বাংলার দুটি প্রধান বাণিজ্যকেন্দ্র। পর্তুগিজরা চট্টগ্রামকে বলত "Porto Grande" বা "মহা পোতাশ্রয়" ("Great Haven") ও সপ্তগ্রামকে বলত "Porto Piqueno" বা "ছোটো পোতাশ্রয়" ("Little Haven")। সেযুগে টালির নালা বা [[আদিগঙ্গা]] ছিল সমুদ্রে যাতায়াতের পথ। সমুদ্রগামী বড়ো বড়ো জাহাজগুলি এখন যেখানে গার্ডেনরিচ, সেই অঞ্চলে নোঙর ফেলত। কেবল মাত্র দেশি ছোটো নৌকাগুলিই হুগলি নদীর আরো উজানের দিকে চলাচল করত।<ref name = "Cotton1"/> সম্ভবত, সরস্বতী নদী ছিল এই সময়কার আরও একটি জলপথ। এই নদী ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে শুকিয়ে যেতে শুরু করে। ১৫৮০ সালে [[হুগলি|হুগলি-চুঁচুড়াতে]] পর্তুগিজরা একটি নতুন বন্দর স্থাপন করে।<ref>Patree, Purnendu, ''Purano Kolkatar Kathachitra'', (a book on History of Calcutta), {{Bn icon}}, first published 1979, 1995 edition, p. 71, Dey’s Publishing, ISBN {{আইএসবিএন|81-7079-751-9}}.</ref> ষোড়শ শতাব্দীর শেষভাগে সপ্তগ্রামের দেশীয় বণিকেরা নতুন একটি বাণিজ্যকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তাঁদের অধিকাংশই হুগলিতে বসতি স্থাপন করলেন। কিন্তু [[সুতানুটি#শেঠ ও বসাক|চারটি বসাক পরিবার ও একটি শেঠ পরিবার]] [[বেতর|বেতরের]] বাণিজ্যিক সমৃদ্ধির ব্যাপারে আশাবাদী হয়ে নদীর পূর্বতীরে গোবিন্দপুর গ্রামের পত্তন করেন।<ref name = "Cotton1"/> ডিহি কলিকাতা গ্রামের উত্তরাংশে বস্ত্রাদি ক্রয়বিক্রয়ের একটি কেন্দ্র গড়ে ওঠে। ১৫৯৬ সালে [[আকবর|আকবরের]] প্রধানমন্ত্রী [[আবুল ফজল ইবন মুবারক|আবুল ফজল]] তাঁর ''[[আইন-ই-আকবরি]]'' গ্রন্থে এই অঞ্চলটিকে সাতগাঁও পরগনার একটি জেলা হিসেবে উল্লেখ করেন। পর্তুগিজদের পর এই অঞ্চলে ওলন্দাজ ও ইংরেজ বণিকেরা পদার্পণ করে।<ref name = "Cotton1"/>
 
== ব্রিটিশদের আগমন ==
শোনা যায়, ১৬৫৮ সাল থেকে [[জব চার্নক]] ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে বিভিন্ন অঞ্চলে ঘোরেন। [[কাশিমবাজার]] ও [[পাটনা|পাটনার]] পর তিনি কিছুকাল হুগলি, হিজলি ও সুতানুটিতে বসবাস করেন। সুতানুটিতে বসতিস্থাপনকে তিনি সুবিধাজনক মনে করলেও, তাঁর সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষ সে কথা মানতে চাননি। তবে মাদ্রাজের কোম্পানি কর্তৃপক্ষ [[চট্টগ্রাম|চট্টগ্রামে]] কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার পর জব চার্নককে সুতানুটিতে বসতি স্থাপনের অনুমতি দেন। ১৬৯০ সালের ২৪ অগস্ট জব চার্নক সুতানুটিতে পদার্পণ করেন। কলকাতার ইতিহাসে এই তারিখটি স্মরণীয়। জব চার্নক প্রায় আড়াই বছর সুতানুটিতে অবস্থান করেছিলেন।<ref>Biswas, Prabodh, ''Job Charnock'', in ''Calcutta, the Living City'', Vol I, edited by Sukanta Chaudhuri, pp. 6-7, Oxford University Press, ISBN {{আইএসবিএন|0-19-563696-1}}</ref>
 
অবস্থানগত নিরাপত্তার কারণে জব চার্নক সুতানুটিকে বসতি স্থাপনের পক্ষে উপযুক্ত মনে করেছিলেন। সেই যুগে সুতানুটি পশ্চিমে হুগলি নদী এবং পূর্বে ও দক্ষিণে দুর্গম জলাভূমির দ্বারা বেষ্টিত ছিল। কেবলমাত্র উত্তর-পূর্ব অংশে প্রহরার প্রয়োজন হত।<ref name = "Sengupta">Sengupta, Nitish, "History of the Bengali-speaking People", 2001/2002, pp.123-124, UBS Publishers’ Distributors Pvt. Ltd., ISBN {{আইএসবিএন|81-7476-355-4}}</ref>
 
সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর ছিল [[মুঘল সম্রাট|মুঘল সম্রাটের]] খাসমহল অর্থাৎ সম্রাটের নিজস্ব জায়গির বা ভূসম্পত্তি। এই অঞ্চলের [[জমিদার|জমিদারির]] দায়িত্ব ছিল বড়িশার [[সাবর্ণ রায়চৌধুরী]] পরিবারের উপর। ১৬৯৮ সালের ১০ নভেম্বর জব চার্নকের উত্তরসূরি তথা জামাতা চার্লস আয়ার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের থেকে এই তিনটি গ্রামের জমিদারির অধিকার কিনে নেন। এরপরই কলকাতা মহানগর দ্রুত বিকাশ লাভ করে। ১৭৫৭ সাল পর্যন্ত [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] নিয়মিত এই অঞ্চলের রাজস্ব মুঘল সম্রাটকে দিয়ে এসেছিল।<ref>Nair, P.Thankappan, ''The Growth and Development of Old Calcutta'', in ''Calcutta, the Living City'', Vol I, pp. 10-12, edited by Sukanta Chaudhuri, Oxford University Press, ISBN {{আইএসবিএন|0-19-563696-1}}</ref>
 
== মহানগরী কলকাতার বিকাশলাভ ==