রুডইয়ার্ড কিপলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
২০ নং লাইন:
| nationality = {{flagicon|England}} [[ইংল্যান্ড|ইংরেজ]]
}}
'''জোসেফ রুডইয়ার্ড কিপলিং''' ({{lang-en|Joseph Rudyard Kipling}}; [[জন্ম]]: [[৩০ ডিসেম্বর]], [[১৮৬৫]] - [[মৃত্যু]]: [[১৮ জানুয়ারি]], [[১৯৩৬]]) একজন [[ইংল্যান্ড|ইংরেজ]] [[লেখক]], [[কবি]] এবং [[সাহিত্যিক]] ছিলেন যিনি [[ভারত|ভারতে]] জন্মগ্রহণ করেন। মূলত তার অসাধারণ [[শিশু সাহিত্য|শিশু সাহিত্যের]] জন্য সুখ্যাতি লাভ করেন। তাঁর অমর সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে শিশু সাহিত্য [[দ্য জাঙ্গল বুক]], জাস্ট টু স্টরিস, পাক অফ পুক্‌স হিল, কিম; [[উপন্যাস]] [[কিম]]; [[কবিতা]] ''ম্যান্ডালে'', ''গুঙ্গা ডিন'' ইত্যাদি। এছাড়াও ১৮৯৫ সালে তিনি অত্যন্ত জনপ্রিয় [[কবিতা]] [[ইফ -]] রচনা করেন।<ref>[http://books.google.com/?id=BIKSfHT6hjsC Robert Falcon Scott; Max Jones (2006-11-24). Journals: Captain Scott's last expedition. Oxford University Press. ISBN {{আইএসবিএন|978-0-19-929752-8}}.]</ref> [[ছোটগল্প]] রচনার আধুনিক শিল্প নির্দেশনার একজন অন্যতম উদ্ভাবক হিসেবেও তার পরিচিতি রয়েছে।<ref name="rutherford">Rutherford, Andrew. 1987. General Preface to Oxford World's Classics Editions of Rudyard Kipling, in "Puck of Pook's Hill and Rewards and Fairies," by Rudyard Kipling. Oxford University Press. ISBN {{আইএসবিএন|0-19-282575-5}}</ref> তবে সব দিক দিয়ে তার শিশু সাহিত্যগুলোই সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে। এগুলোকে শিশু সাহিত্যের ইতিহাসে একেকটি অনন্য রচনা হিসেবে অভিহিত করা যেতে পারে। [[জেমস জয়েস]] একবার মত প্রকাশ করেছিলেন যে, 'ঊনবিংশ শতাব্দীর তিন ক্ষণজন্মা লেখক [[লেভ তলস্তয়|তলস্তয়]], কিপলিং এবং [[দ্য'আনুনজিও]]; তাদের প্রকৃতি প্রদত্ত [[মেধা]] ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা কেউই তাদের এই [[উপহার|উপহারের]] পূর্ণ ব্যবহার করতে পারেননি।' তিনি আরও বলেন, 'এই তিনজনেরই [[ধর্ম]] ও [[দেশপ্রেম]] সম্পর্কে অর্ধ-ফ্যানাটিক ধারণা ছিল।'<ref>Diary of David Fleischman, 21 July 1938, quoted in ''[[James Joyce (biography)|James Joyce]]'' by [[Richard Ellmann]], p. 661, Oxford University Press (1983) ISBN {{আইএসবিএন|0-19-281465-6}}</ref>
 
১৯০৭ সালে [[সাহিত্যে নোবেল পুরস্কার|সাহিত্যে]] [[নোবেল পুরস্কার]] লাভ করেন। ১৯৩৬ সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাঁকে [[লন্ডন|লন্ডনের]] [[ওয়েস্টমিনিস্টার অ্যাবে|ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে]] [[সমাহিত]] করা হয়।