ফ্যাট ম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
২৫ নং লাইন:
'''ফ্যাট ম্যান''' ({{lang-en|Fat Man}}) মনুষ্য নির্মিত তৃতীয় [[আণবিক বোমা|আণবিক বোমার]] সাঙ্কেতিক নাম। এটি [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন সময়ে তৈরী করা হয়েছিল। কিন্তু প্রয়োগের মানদণ্ডে [[বিশ্বযুদ্ধ|বিশ্বযুদ্ধে]] দ্বিতীয় স্থান দখল করেছিল। প্রথম আণবিক বোমাটি ছিল [[লিটল বয়]]। [[৯ আগস্ট]], [[১৯৪৫]] তারিখে তৎকালীন [[জাপান সাম্রাজ্য|জাপান সাম্রাজ্যের]] [[নাগাসাকি]] দ্বীপপুঞ্জে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি|মিত্রশক্তির]] পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক [[বিস্ফোরণ]] ঘটানো হয়েছিল।<ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/9/newsid_3580000/3580143.stm "1945: Atom bomb hits Nagasaki".]</ref>
 
[[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] শুরুরদিকের [[পারমাণবিক অস্ত্রের নকশা]] প্রণয়নে 'ফ্যাট ম্যান' মডেল অনুসরণে নির্মাণ করা হয়েছে। ১৬ জুলাই নিউ মেক্সিকোর [[অ্যালামোগোর্দো এয়ার ফিল্ড|অ্যালামোগোর্দো এয়ার ফিল্ডে]] পরীক্ষামূলকভাবে বিস্ফোরণের এক মাসের মধ্যে এটি তৈরী করা হয়।<ref>Hakim, Joy (1995). A History of Us: War, Peace and all that Jazz. New York: Oxford University Press. ISBN {{আইএসবিএন|0-19-509514-6}}.</ref> খুব সম্ভবতঃ ব্রিটিশ [[প্রধানমন্ত্রী]] [[উইনস্টন চার্চিল|উইনস্টন চার্চিলের]] নামানুসারে আণবিক বোমাটির এরূপ নামকরণ করা হয়েছে।<ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/9/newsid_3580000/3580143.stm "1945: Atom bomb hits Nagasaki". BBC News. August 9, 1945. Retrieved May 2, 2010.]</ref> কিন্তু [[রবার্ট সার্বার]] স্মৃতি রোমন্থন করে বলেন যে, [[বোমা|বোমাটি]] গোলাকার ও মোটা ছিল যা ''দ্য মাল্টিজ ফ্যালকন'' [[চলচ্চিত্র|চলচ্চিত্রের]] [[সিডনী গ্রীনস্ট্রিট]] অভিনীত ''ক্যাস্পার গাটম্যান'' চরিত্র থেকে উদ্ভূত।
 
== লক্ষ্যস্থল ==
বোমা নির্মাণের প্রয়োজনীয় উপকরণাদির অপর্যাপ্ততায় বেশ কয়েকমাস বিলম্ব হয়। এ বিলম্বের ফলে ইউরোপ নিশ্চিত যুদ্ধ থেকে পিছিয়ে যায়। বিকল্প লক্ষ্য হিসেবে ধীরে ধীরে [[জার্মানি]] থেকে [[জাপান|জাপানের]] দিকে দৃষ্টি নিবদ্ধ হয়। ৬ আগস্ট জাপানের [[হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ|হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের]] পর [[ককুরা]] শহরকে লক্ষ্যস্থল করা হয়। কিন্তু [[আকাশ]] জুড়ে [[মেঘ]] জমে থাকায় বিকল্প লক্ষ্যস্থল হিসেবে নাগাসাকিকে নির্ধারণ করা হয়।
 
[[বক্সকার]] নামীয় [[বোয়িং বি-২৯ সুপারফোরট্রিজ|বি-২৯]] [[বোমারু বিমান|বোমারু বিমানের]] সাহায্যে ফ্যাট ম্যানকে বহন করা হয়। [[৩৯৩ডি বোম্ব স্কোয়াড্রন|৩৯৩ডি বোম্ব স্কোয়াড্রনের]] মেজর [[চার্লস সুইনে]] [[বিমান|বিমানটির]] [[পাইলট]] ছিলেন। [[জাপানের স্থানীয় সময়]] সকাল ১১:০২ ঘটিকায় ১,৬৫০ ফুট উঁচু থেকে বোমাটি নিক্ষেপ করেন। এর ক্ষমতা ছিল ৮৮ টেরাজুল বা ২১ কিলোটন টিএনটি।<ref>[http://www.warbirdforum.com/hiroshim.htm What was the yield of the Hiroshima bomb?]</ref> [[পার্ল হারবার আক্রমণ|পার্ল হারবার আক্রমণে]] ব্যবহৃত [[টাইপ ৯১ টর্পেডো|টাইপ ৯১ টর্পেডোর]] নির্মাতা প্রতিষ্ঠান ''মিতসুবিশি-উরাকামি'' অস্ত্র কারখানাটি বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।<ref>Cook, Haruko & Theadore (1992). Japan at War: An Oral History. New York: The New Press. ISBN {{আইএসবিএন|0-7322-5605-4}}.</ref>
 
== ফলাফল ==