তালাভেরা দে লা রেইনা মৃৎশিল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
১ নং লাইন:
'''তালাভেরা দে লা রেইনা মৃৎশিল্প''' ({{lang-es|Cerámica de Talavera de la Reina}}) [[স্পেন|স্পেনের]] [[Toledo (Spain)|তোলেদো]] এলাকার [[Talavera de la Reina|তালাভেরা দে লা রেইনায়]] গড়ে উঠা হস্তশিল্পবিশেষ। থালা-বাসন, কলস ও অন্যান্য বস্তু সাম্প্রতিক [[প্রত্নতত্ত্ব|প্রত্নতাত্ত্বিক]] খনন কার্যে পাওয়া গেছে। তন্মধ্যে, কিছু কিছু সামগ্রী [[রোমান সাম্রাজ্য|রোমান সাম্রাজ্যে]] ব্যবহারের দিকেও ইঙ্গিত দেয়।
 
[[আরব জাতি|আরবেরা]] নতুন প্রযুক্তি হিসেবে এখানে নিয়ে আসে। তন্মধ্যে, মৃৎশিল্পের উপযোগী এক ধরণের চুলা অন্যতম। ঐ যুগের অনেক ধরণের বিষয়ের মধ্যে বিমূর্ত মোটিফ ছিল যাতে [[মুসলিম|মুসলমানদের]] ধর্মীয় বিধি-নিষেধের কথা উল্লেখ রয়েছে। পঞ্চদশ শতাব্দীতে জেন ফ্লোরিস হল্যান্ড থেকে নতুন ধরণের মৃৎশিল্পজাত পণ্য নিয়ে আসেন। তিনি একটি প্রতিষ্ঠান গড়েন যার মাধ্যমে শহরে মৃৎশিল্পের প্রবর্তন ঘটে।<ref>Natacha Seseña: ''Cacharrería popular. La alfarería de basto en España''; 1997, Alianza Editorial. ISBN {{আইএসবিএন|84-206-4255-X}}; p. 238.</ref>
 
তালাভেরার সিরামিকস ঝর্ণা তৈরীতে ব্যবহার করা হয়েছে যা [[কিউবা]] ও [[ব্রাজিল|ব্রাজিলে]] ব্যবহৃত হচ্ছে। ভবনের জন্য টাইলস তৈরী করা হয়েছে যা বর্তমানে [[নিউ অর্লিয়েন্স]], [[টোকিও]] এবং [[প্যারিস|প্যারিসে]] দেখা যায়। রাজকীয় প্রাসাদ ও বিশ্বের সকল যাদুঘরে এর মান সম্পর্কে তুলে ধরছে।