ড্রাম কিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Dexbot (আলোচনা | অবদান)
Removing Link GA template (handled by wikidata)
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
১ নং লাইন:
{{Drum kit components}}
একটি ড্রাম কিট যাকে ড্রাম সেট,কিট <ref>Peckman, Jonathan (2007). Picture Yourself Drumming, p.30. ISBN {{আইএসবিএন|1-59863-330-9}}</ref> বা ট্রাপ সেটও বলে, হলো অনেকগুলো বড় করতাল,ড্রামের সমাবেশ এবং মাঝে মাঝে অন্য পারকাশন যন্ত্রপাতি যেমন কাউবেলস, উড ব্লকস, ত্রিভুজ, চাইওমস এবং ত্যামবোরিন ব্যবহার করা হয় এবং সেখানে সাধারণত একজন ড্রামারই থাকেন।
কাঠের মন্ডুর, ব্রাশ এবং নানা রকমের কাঠি দিয়ে ড্রামকে আঘাত করা হয়ে থাকে।তবে ২টা ব্যতিক্রম হলো জোনাথন ম্যাকইওয়েনের আবিষ্কার করা বেস ড্রাম যা পা দিয়ে প্যাডালের মাধ্যমে বাজে এবং আরেকটা হলো হাই-হ্যাট বড় করতাল যাকে [আ দিয়ে এবং হাত দিয়েও বাজানো যেতে পারে।যদিও অন্যান্য ড্রামগুলোকেও পা দিয়ে বাজানো যেতে পারে , কিন্তু বেজ ড্রাম এবং হাই হ্যাটকেই পা দিয়ে বাজায় ড্রামার বসে থেকে।পারকাশন নটেশন মাঝে মাঝে ব্যবহার করেন ড্রামার এটা বুঝতে যে কোন কোন ড্রামটা কিভাবে বাজাবেন।একটা ড্রাম সেটে থাকে পারকাশন যন্ত্র ছাড়া থাকে বেস ড্রাম, ফ্লোর টম , স্নেয়ার ড্রাম, টম টমস এবং বিভিন্ন রকমের বড় করতাল যাতে আছে হাই-হ্যাট, রাইড এবং একটি ক্রাশ।
বিভিন্ন সংগীত ধারাতে ড্রাম সেট ব্যবহার করা হয়, যেমন সব প্রকার রক সংগীতে; বেজ ড্রাম,হাই হ্যাট এবং স্নেয়ার ড্রামস একটি ড্রাম বীট সৃষ্টি করতে ভূমিকা রাখে। আবার [[জ্যাজ সঙ্গীত|জ্যাজ সঙ্গীতে]] রাইড এবং স্নেয়ার প্যাটার্ন বেশি প্রচলিত।এই ২০০০ সহস্রাব্দে বেশির ভাগ ড্রামার ইলেকট্রিক ড্রাম এবং সিন্থেসাইজার ব্যবহার করছে গানে।