ডাইনোসরের বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
৩ নং লাইন:
 
==আর্কোসর থেকে ডাইনোসর==
[[ডাইনোসরোমর্ফা]] এবং প্রথম [[ডাইনোসর|ডাইনোসরদের]] বিবর্তনের পদ্ধতিটি লক্ষ করা যায় ক্রমান্বয়ে কিছু বিশেষ [[জীবাশ্ম|জীবাশ্মের]] ধরণধারণ পর্যালোচনা করে, যথা- ২৫ কোটি বছরের পুরোনো আদিম [[আর্কোসর]] ''[[প্রোটেরোসুকিডি]]'', ''[[এরিথ্রোসুকিডি]]'' ও ''[[ইউপারকেরিয়া]]''; তারপর ''[[টিসিনোসুকাস]]'' প্রভৃতি ২৩ কোটি ২০ লক্ষ থেকে ২৩ কোটি ৬০ লক্ষ বছর পুরোনো [[মধ্য ট্রায়াসিক]] আর্কোসর<ref>Glut, Donald F. (1997). Dinosaurs: The Encyclopedia. Jefferson, North Carolina: McFarland & Co. p. 40. ISBN {{আইএসবিএন|0-89950-917-7}}</ref>। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, [[কুমির|কুমিরেরাও]] মধ্য-ট্রায়াসিক আর্কোসরদের থেকে বিবর্তিত হয়েছে<ref name="Dinosauria" />।
 
''[[পাখি]] ([[সরিস্কিয়া]]) এবং [[ট্রাইসেরাটপ্‌স|ট্রাইসেরাটপ্‌সের]] ([[অর্নিথিস্কিয়া]]) '''সাম্প্রতিকতম সাধারণ পূর্বপুরুষ''' এবং তাদের সমস্ত বংশধর'' হিসেবে ডাইনোসরদের বর্ণনা দেওয়া যেতে পারে। এই সংজ্ঞা অনুযায়ী [[টেরোসর]] এবং আরও অনেক আর্কোসর প্রজাতি অল্পের জন্য ডাইনোসর পরিসীমার বাইরে থেকে যায়। টেরোসরেরা [[মধ্যজীব মহাযুগ|মেসোজোয়িক মহাযুগের]] প্রধান উড়ন্ত প্রাণী ও পৃথিবীর ইতিহাসে বৃহত্তম উড়ন্ত প্রাণী হিসেবে বিখ্যাত<ref>Rey LV, Holtz, Jr TR (2007). Dinosaurs: the most complete, up-to-date encyclopedia for dinosaur lovers of all ages. New York: Random House. ISBN {{আইএসবিএন|0-375-82419-7}}.</ref>। ''[[স্ক্লেরোমোক্লাস]]'' (২২ কোটি-২২ কোটি ৫০ লক্ষ বছর), ''[[ল্যাগারপেটন]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) ও ''[[মারাসুকাস]]'' (২৩ কোটি-২৩ কোটি ২০ লক্ষ বছর) হল আর্কোসরদের আরও কয়েকটি [[গণ (জীববিদ্যা)|গণ]] যাদের ডাইনোসর বলা যায় না<ref>Sereno, Paul C. and Arcucci, Andrea B. (1994). "Dinosaurian precursors from the Middle Triassic of Argentina: Marasuchus lilloensis gen. nov." Journal of Vertebrate Paleontology 14: 53-73 Chicago, IL Abstract</ref>।
 
==সর্বপ্রথম ডাইনোসর==
৬৫ নং লাইন:
[[ম্যানির‍্যাপ্টোরা|ম্যানির‍্যাপ্টোরানদের]] অন্তর্গত ছিল [[ওভির‍্যাপ্টরোসরিয়া]] ('ডিম-চোর গিরগিটি'), [[ডাইনোনিকোসরিয়া]] এবং [[পাখি|পাখিরা]]। এদের সাধারণ বৈশিষ্ট্য হল অগ্রপদের [[আল্‌না]] হাড়ে একটা বাঁকানো উপবৃদ্ধি।
 
[[ওভির‍্যাপ্টরোসরিয়া]]দের জীবাশ্ম থেরিজিনোসরয়ডিয়ার সমসাময়িক। এদের দাঁতবিহীন খুলি বিশেষভাবে অভিযোজিত এবং লেজের দৈর্ঘ্য খুব কম<ref>Witmer, L.M. (2005). "The debate on avian ancestry; phylogeny, function and fossils." Pp. 3-30 in Mesozoic Birds: Above the Heads of Dinosaurs. ISBN {{আইএসবিএন|0-520-20094-2}}</ref><ref>He, T., Wang, X.-L., and Zhou, Z.-H. (2008). "A new genus and species of caudipterid dinosaur from the Lower Cretaceous Jiufotang Formation of western Liaoning, China." Vertebrata PalAsiatica, 46(3): 178-189.</ref>।
 
[[ডাইনোনিকোসরিয়া|ডাইনোনিকোসরেদের]] নামকরণ ('ভয়ংকর থাবাওয়ালা গিরগিটি') করা হয়েছে এদের কাস্তের ফলার আকারবিশিষ্ট পশ্চাৎপদের মাঝের আঙুলটির জন্য। এরা পাখিদের নিকট জ্ঞাতি। এরা দু'টো স্পষ্ট ভাগে বিভক্ত- [[ট্রুডন্টিডি]] ও [[ড্রোমিওসরিডি]]। ট্রুডন্টিডরা ওভির‍্যাপ্টরোসরিয়া ও অর্নিথোমিমোসরিয়ার সমসাময়িক ছিল; এদের গড়ন অপেক্ষাকৃত হালকা আর লম্বা পা-যুক্ত। ট্রুডন্টিডদের মধ্যে আবিষ্কৃত প্রাচীনতম জীবাশ্ম হল ''[[সিনর্নিথয়েড|সিনর্নিথয়েডের]]''। ''[[ইউটার‍্যাপ্টর]]'' বাদে বাকি ড্রোমিওসরিডরাও একই সময়কার প্রাণী। ইউটার‍্যাপ্টরের খুলির জীবাশ্ম ১২.৭ থেকে ১৪.৪ কোটি বছরের পুরোনো। এটা একটা অদ্ভুত ঘটনা বলা যায়, কারণ সাম্প্রতিক ক্ল্যাডিস্টিক্স প্রমাণ করে যে ইউটার‍্যাপ্টররা থেরোপডদের পূর্বপুরুষদের অনেক দূর সম্পর্কের জ্ঞাতি, ''আর্কিওপ্টেরিক্স'' দের থেকেও<ref name="senter2007"/>। ড্রোমিওসরিডদেরই পায়ের বৈশিষ্ট্য ছিল পরিবর্ধিত মাঝের আঙুল। এদের অন্তর্গত হল নামকরা ডাইনোসর ''[[ড্রোমিওসরাস]]'', ''[[ডাইনোনিকাস]]'' আর [[জুরাসিক পার্ক (চলচ্চিত্র)|জুরাসিক পার্ক]]-খ্যাত ''[[ভেলোসির‍্যাপ্টর]]''।
৮০ নং লাইন:
===থাইরিওফোরা===
[[File:Stegosaurus BW.jpg|thumb|''স্টেগোসরাস স্টেনোপ্‌স্‌'' এর পুনর্নির্মাণ]]
ত্বকের উপরিভাগে অবস্থিত [[বর্ম (জীববিদ্যা)|বর্ম]] হল [[থাইরিওফোরা|থাইরিওফোরানদের]] মূল শনাক্তকারী বৈশিষ্ট্য<ref name="Sereno"/>। এদের আদিমতম উদাহরণগুলোর মধ্যে একটা হল ''[[স্কুটেলোসরাস]]'', যারা অন্যান্য দিক দিয়ে ''[[লেসোথোসরাস|লেসোথোসরাসের]]'' অনুরূপ হলেও শুধু বর্মের উপস্থিতির জন্যই আকারে পৃথক হয়ে গিয়েছিল<ref>Benton, Michael J. (2012). Prehistoric Life. Edinburgh, Scotland: Dorling Kindersley. p. 271. ISBN {{আইএসবিএন|978-0-7566-9910-9}}.</ref>। এদের লেজ ছিল লম্বা আর ইচ্ছেমতো দু'পা বা চার পায় চলার ক্ষমতা ছিল, যে ক্ষমতা বিবর্তনের পরের ধাপে সমস্ত [[স্টেগোসর]] ও [[অ্যাঙ্কিলোসর|অ্যাঙ্কিলোসরের]] দেহে লোপ পায়। এই দু'টো [[ক্লেড]] আপাতভাবে একে অপরের থেকে আলাদা দেখতে হলেও প্রকৃতপক্ষে মাথার খুলি ও অবশিষ্ট কঙ্কালের অনেক বৈশিষ্ট্যের দিক দিয়ে সদৃশ ছিল।
 
[[স্টেগোসর|স্টেগোসরেরা]] তাদের পিঠের উপরকার দু'সারি চওড়া পাত আর লেজের আগায় অবস্থিত লম্বা কাঁটার জন্য বিখ্যাত। ''[[স্টেগোসরাস]]'' বাদে অধিকাংশ [[স্টেগোসর|স্টেগোসরের]] কাঁধ থেকেও একজোড়া করে কাঁটা গজাত। এই পাত আর কাঁটা আগেকার বর্মের (''স্কুটেলোসরাসের'' মতো) আঁশ থেকেই উদ্ভূত হয়। সবচেয়ে পুরোনো স্টেগোসরের প্রজাতি হল ''[[হুয়ায়াঙ্গোসরাস]]''।
৯৪ নং লাইন:
হিপসিলোফোডন্টিডরা ১ থেকে ২ মিটার অবধি লম্বা হত। সাত মহাদেশের প্রতিটিতেই এদের জীবাশ্ম পাওয়া গেছে। এদের সময়কাল মধ্য জুরাসিক থেকে অন্ত্য ক্রিটেশিয়াস। এদের প্রাচীনতম জীবাশ্ম হল চীন থেকে প্রাপ্ত ''[[অ্যাজিলিসরাস]]'' । এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ছোট আকারের কাঁধের হাড় বা স্ক্যাপুলা এবং কোমরের অস্থিচক্রে একটি নলাকার উপবৃদ্ধি।
 
ইগুয়ানোডন্টিডরা হল অন্ত্য ক্রিটেশিয়াস স্তর থেকে প্রাপ্ত বিচিত্র কিন্তু জিনগতভাবে নিকটাত্মীয় কয়েকটি প্রজাতির সমষ্টি। এদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে একাধিক দাঁত জুড়ে গিয়ে সৃষ্ট যৌগিক দাঁত ও আঙুল যুক্ত হাতের তালু<ref>Norman, David B. (2005). Dinosaurs: A Very Short Introduction. Oxford University Press. ISBN {{আইএসবিএন|978-0192804198}}.</ref>। প্রাচীনতম ইগুয়ানোডন্টিড হল ''[[টেনন্টোসরাস]]''। আরও কয়েকটি প্রজাতি হল বিখ্যাত ''[[ইগুয়ানোডন]]'', ''[[ক্যাম্পটোসরাস]]'' এবং ''[[মাটাবারাসরাস]]''।
 
ইগুয়ানোডন্টিডদের অন্যতম শাখা [[হ্যাড্রোসরিড|হ্যাড্রোসরিডরা]] ক্রিটেশিয়াসের শেষভাগে বিবর্তিত হয় এবং এদের কোনো কোনো প্রজাতি বিশাল আয়তন ধারণ করে। ''[[শানটুঙ্গোসরাস]]'' হল বৃহত্তম হ্যাড্রোসরিড তথা বৃহত্তম অর্নিথোপড।