আলবার্ট আইনস্টাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
৩০ নং লাইন:
== জীবনী ==
=== বাল্যকাল ও প্রাথমিক শিক্ষা ===
তিনি বলেছেন"ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ"। আইনস্টাইন [[১৮৭৯]] সালের (ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী [[জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল]]-এর মৃত্যুর বছর) [[মার্চ ১৪|১৪ মার্চ]] [[উল্‌ম]] শহরে জন্মগ্রহণ করেন।<ref name="Bio">{{cite web|url=http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1921/einstein-bio.html|title=Albert Einstein&nbsp;– Biography|accessdate=7 March 2007|publisher=[[Nobel Foundation]]|archiveurl=https://web.archive.org/web/20070306133522/http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1921/einstein-bio.html|archivedate=6 March 2007 <!--DASHBot-->|deadurl=no|date=|website=|last=|first=|language=ইংরেজি}}</ref> তার শৈশব কাটে [[মিউনিখ|মিউনিখে]]। আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত [[ইহুদি]]। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখির পালকের বেড তৈরি ও বাজারজাত করতেন। পরবর্তীতে তিনি মিউনিখে একটি তড়িৎ যন্ত্র নির্মাণ কারখানা স্থাপন করে মোটামুটি সফলতা পান। এই কোম্পানির নাম ছিল ''Elektrotechnische Fabrik J. Einstein & Cie'' যা মিউনিখের Oktoberfest-কে প্রথম বিদ্যুতায়িত করে এবং Schwabing-কে প্রথম বৈদ্যুতিক তারের মাধ্যমে সংযুক্ত করে। তার মা পলিন কখ পরিবারের অভ্যন্তরীণ সব দায়িত্ব পালন করতেন। তার এক বোন ছিল যার নাম মাজা। আইনস্টাইনের জন্মের দুই বছর পর তার জন্ম হয়। ছোটবেলায় দুইটি জিনিস তার মনে অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। প্রথমত পাঁচ বছর বয়সে একটি [[কম্পাস]] হাতে পান এবং তার ব্যবহার দেখে বিস্মিত হন। অদৃশ্য শক্তির কারণে কিভাবে কম্পাসের কাঁটা দিক পরিবর্তন করছে ? তখন থেকে আজীবন অদৃশ্য শক্তির প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল।<ref>{{বই উদ্ধৃতি | first =P. A. | last = Schilpp (Ed.) | title = Albert Einstein - Autobiographical Notes| pages = 8–9 | publisher = Open Court | year = 1979}}</ref> এরপর ১২ বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে আজীবন "পবিত্র ছোট্ট জ্যামিতির বই" বলে সম্বোধন করেছেন।<ref name=HarvChemAE/> আসলে বইটি ছিল [[ইউক্লিড|ইউক্লিডের]] [[এলিমেন্ট্‌স]]। তার প্রথম স্কুল ছিল ক্যাথলিক এলিমেন্টারি স্কুল। বাকপটুতা না থাকলেও তিনি এলিমেন্টারি স্কুলের সেরা মেধাবী ছাত্র ছিলেন।<ref>{{Citation | last = Rosenkranz | first = Ze'ev | year = 2005 | title = Albert Einstein — Derrière l'image | page = 29 | publisher = Editions NZZ, Zürich | id = ISBN {{আইএসবিএন|3-03823-182-7}} }}</ref>
 
[[চিত্র:Albert Einstein as a child.jpg|thumb|left|200px|১৮৯৩ সালে আলবার্ট আইনস্টাইন (১৪ বছর বয়স)। পরিবার ইতালিতে চলে যাবার আগে তোলা।]]
৭২ নং লাইন:
| isbn = 0393020010 }}</ref>
 
সাধারণ বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদরা মনে করেন পেটেন্ট অফিসের দিনগুলিতে আইনস্টাইনের মেধার অপচয় হয়েছে। কারণ পদার্থবিজ্ঞান বিষয়ে তার আগ্রহের সাথে এই চাকরির কোন সংযোগ ছিলনা এবং ‌এ সময়ে তিনি অনেক এগিয়ে যেতে পারতেন।<ref>E.g. {{Citation | last = Pais | first = Abraham | author-link = Abraham Pais | year = 1982 | title = Subtle is the Lord. The Science and the Life of Albert Einstein | publisher = Oxford University Press | page = 17 | id = ISBN {{আইএসবিএন|0-19-520438-7}} }}</ref> কিন্তু বিজ্ঞান ইতিহাসবিদ [[পিটার গ্যালিসন]] এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, সেখানে অবস্থানকালীন কাজকর্মের সাথে আইনস্টাইনের পরবর্তী জীবনের আগ্রহের বিষয়গুলোর যোগসূত্র রয়েছে। যেমন, পেটেন্ট অফিসে কর্মরত থাকাকালীন সময়ে তিনি বৈদ্যুতিক সংকেতের সঞ্চালন এবং সময়ের বৈদ্যুতিক-যান্ত্রিক সামঞ্জস্য বিধান বিষয়ে কিছু গবেষণা করেছিলেন। তখন সঙ্কালিক সময় বিষয়ক চিন্তাধারায় দুটি প্রধান কৌশলগত সমস্যা ছিল। এই সমস্যাগুলো নিয়ে চিন্তা করতে গিয়েই সে সময়ে তিনি আলোর প্রকৃতি এবং স্থান ও কালের মধ্যে মৌলিক যোগসূত্র বুঝতে পেরেছিলেন।<ref name="GalisonClocks"/><ref name="GalisonClocksMaps"/>
 
আইনস্টাইন [[১৯০৩|১৯০৩ সালের]] [[৬ জানুয়ারি]] মিলেভা মেরিককে বিয়ে করেন। তাদের সম্পর্কটি শুধুমাত্র আবেগকেন্দ্রিক ছিলনা, তাতে যথেষ্ট পরিমাণ বুদ্ধিবৃত্তিক অংশীদারিত্বের উপাদান মিশে ছিল। তাই পরবর্তীকালে তিনি মিলেভা সম্বন্ধে বলেছলেন, "মিলেভা এমন এক সৃষ্টি যে আমার সমান এবং আমার মতই শক্তিশালী ও স্বাধীন"। এরিক তার গবেষণাকর্মে কি ভূমিকা রেখেছিলেন তা নিয়ে বিতর্ক রয়েছে। অবশ্য অধিকাংশ ইতিহাসবিদই মনে করেন আইনস্টাইনের গবেষণাকর্মে মেরিকের বড় কোন ভূমিকা ছিলনা।<ref>{{ওয়েব উদ্ধৃতি | title= Arguing about Einstein's wife (April 2004) - Physics World - PhysicsWeb (See above) | url= http://physicsweb.org/articles/world/17/4/2 | accessmonthday=21 November | accessyear=2005 |author=Alberto A Martínez }}</ref> [[১৯০৪|১৯০৪ সালের]] [[১৪ মে]] আলবার্ট এবং মিলেভার প্রথম পুত্রসন্তান [[হ্যান্স আলবার্ট আইনস্টাইন|হ্যান্স আলবার্ট আইনস্টাইনের]] জন্ম হয়। তাদের দ্বিতীয় পুত্র [[এডওয়ার্ড আইনস্টাইন|এদুয়ার্দ আইনস্টাইনের]] জন্ম হয় [[১৯১০|১৯১০ সালের]] [[২৮ জুলাই]]।
৮৬ নং লাইন:
* [[ভর-শক্তি সমতুল্যতা]] - বিখ্যাত E=mc<sup>2</sup> সূত্র প্রতিপাদন।
 
চারটি গবেষণাপত্র বিজ্ঞানের ইতিহাসে বিস্ময়কর ঘটনা হিসেবে স্বীকৃত এবং এগুলোর কারণেই [[১৯০৫|১৯০৫ সালকে]] আইনস্টাইনের জীবনের "চমৎকার বছর" হিসেবে উল্লেখ করা হয়। অবশ্য সে সময় তার গবেষণাপত্রের অনেকগুলো তত্ত্বই প্রমাণিত হয়নি এবং অনেক বিজ্ঞানীর কয়েকটি আবষ্কারকে ভ্রান্ত বলে উড়িয়ে দেন। যেমন আলোর [[কোয়ান্টা]] বিষয়ে তার মতবাদ অনেক বছর ধরে বিতর্কিত ছিল।<ref>On the reception of relativity theory around the world, and the different controversies it encountered, see the articles in Thomas F. Glick, ed., ''The Comparative Reception of Relativity'' (Kluwer Academic Publishers, 1987), ISBN {{আইএসবিএন|90-277-2498-9}}.</ref> ২৬ বছর বয়সে আইনস্টাইন [[জুরিখ বিশ্ববিদ্যালয়]] থেকে [[পিএইচডি]] ডিগ্রি অর্জন করেন। তার উপদেষ্টা ছিলেন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানের অধ্যাপক [[আলফ্রেড ক্লাইনার]]। তার পিএইডি অভিসন্দর্ভের নাম ছিল, "আ নিউ ডিটারমিনেশন অফ মলিক্যুলার ডাইমেনশন্‌স" তথা আণবিক মাত্রা বিষয়ে একটি নতুন নিরুপণ।{{harv|Einstein|1905b}}
 
=== পদোন্নতি ও অধ্যাপনা শুরু ===
[[১৯০৬|১৯০৬ সালে]] পেটেন্ট অফিস আইনস্টাইনকে টেকনিক্যাল পরীক্ষকের পদে উন্নীত করে। কিন্তু তিনি তখনও পড়াশোনার কাজ চালিয়ে যেতে থাকেন। [[১৯০৮|১৯০৮ সালে]] [[বার্ন বিশ্ববিদ্যালয়|বার্ন বিশ্ববিদ্যালয়ের]] privatdozent হিসেবে যোগ দেন।<ref>{{Citation | last = Pais | first = Abraham | author-link = Abraham Pais | year = 1982 | title = Subtle is the Lord. The Science and the Life of Albert Einstein | publisher = Oxford University Press | page = 522 | id = ISBN {{আইএসবিএন|0-19-520438-7}} }}</ref> [[১৯১০|১৯১০ সালে]] তিনি [[ক্রান্তীয় অনচ্ছতা]] বিষয়ে একটি গবেষণাপত্র লিখেন। এতে পরিবেশে একক অণু কর্তৃক বিচ্ছুরিত আলোর ক্রমপুঞ্জিত প্রভাব বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়। এর মাধ্যমেই আকাশ কেন নীল দেখায় তার রহস্য উন্মোচিত হয়।<ref name="Levenson">Levenson, Thomas. "[http://www.pbs.org/wgbh/nova/einstein/genius/ Einstein's Big Idea]." ''[[Public Broadcasting Service]].'' 2005. Retrieved on [[February 25]], [[2006]].</ref> [[১৯০৯|১৯০৯ সালে]] আরও দুটি গবেষণাপত্র প্রকাশ করেন। প্রথমটিতে তিনি বলেন, [[ম্যাক্স প্লাংক|ম্যাক্স প্লাংকের]] শক্তি-কোয়ান্টার অবশ্যই সুনির্দিষ্ট ভরবেগ থাকতে হবে এবং তা একটি স্বাধীন বিন্দুবৎ কণার মত আচরণ করবে। এই গবেষণাপত্রেই [[ফোটন]] ধারণাটির জন্ম হয়। অবশ্য ফোটন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন [[গিলবার্ট এন লুইস]] [[১৯২৬|১৯২৬ সালে]]। তবে আইনস্টাইনের গবেষণায়ই ফোটনের প্রকৃত অর্থ বোঝা যায় এবং এর ফলে [[কোয়ান্টাম বলবিজ্ঞান|কোয়ান্টাম বলবিজ্ঞানে]] [[তরঙ্গ-কণা দ্বৈততা]] বিষয়ক ধারণার উৎপত্তি ঘটে। তার অন্য গবেষণাপত্রের নাম ছিল "Über die Entwicklung unserer Anschauungen über das Wesen und die Konstitution der Strahlung" (বিকিরণের গাঠনিক রূপ এবং আবশ্যকীয়তা সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন) যা আলোর [[কোয়ান্টায়ন]] বিষয়ে রচিত হয়।
 
[[১৯১১|১৯১১ সালে]] [[জুরিখ বিশ্ববিদ্যালয়|জুরিখ বিশ্ববিদ্যালয়ের]] সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন আইনস্টাইন। অবশ্য এর পরপরই [[চার্লস ইউনিভার্সিটি অফ প্রাগ|চার্লস ইউনিভার্সিটি অফ প্রাগে]] পূর্ণ অধ্যাপকের পদ গ্রহণ করেন। [[প্রাগ|প্রাগে]] অবস্থানকালে আলোর উপর [[মহাকর্ষ|মহাকর্ষের]] প্রভাব বিশেষত [[মহাকর্ষীয় লাল সরণ]] এবং আলোর মহাকর্ষীয় ডিফ্লেকশন বিষয়ে একটি গবেষণাপত্র লিখেন। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা [[সূর্যগ্রহন|সূর্যগ্রহনের]] ([[:en:Solar eclipse|Solar eclipse]]) সময় আলোর ডিফ্লেকশনের কারণ খুঁজে পান।<ref>{{cite journal | last=Einstein | first=Albert | title=On the Influence of Gravity on the Propagation of Light | journal=Annalen der Physik | year=1911 | volume=35 | pages=898–908}} (also in ''Collected Papers'' Vol. 3, document 23)</ref> এ সময় [[জার্মানি|জার্মান]] [[জ্যোতির্বিজ্ঞানী]] Erwin Freundlich বিজ্ঞানীদের প্রতি আইনস্টাইনের চ্যালেঞ্জগুলো প্রচার করতে শুরু করেন।