জন এম্বুরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
মূল্যায়ণ - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
কোচিং - অনুচ্ছেদ
১১৩ নং লাইন:
 
== একদিনের আন্তর্জাতিক ==
১৪ জানুয়ারি, ১৯৮০ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অভিষেক হয় তাঁর। [[১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৭]] সালের [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ভারত-পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় তাঁর দল রানার্স-আপ হয়েছিল।
 
== মূল্যায়ণ ==
১২০ নং লাইন:
এম্বুরি ডানহাতি স্পিন বোলার ছিলেন এবং কিছুটা ঘাটতি থাকলেও কার্যকরী নিচেরসারির ব্যাটসম্যান ছিলেন। প্রভাববিস্তারকারী স্পিন বোলারের তুলনায় মিতব্যয়ী বোলার হিসেবেই তাঁর সুনাম ছিল। কিন্তু, তাঁর সেরা দিনগুলোয় অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে সেরা ব্যাটসম্যানদেরকেও মোকাবেলা করতে কষ্টসাধ্য ছিল। আর্ম বল আউট সুইঙ্গারই তাঁর সর্বাপেক্ষা বিপজ্জ্বনক বল হিসেবে পরিচিতি পায়।
 
ইংল্যান্ডের পক্ষে টেস্টে বিশালসংখ্যক রান করা স্বত্ত্বেও কোনটিকেই [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] পর্যায়ে উপনীত করতে পারেননি। এছাড়াও সর্বোচ্চ [[ইনিংস|ইনিংসগুলোর]] পুরোটাই কেবলমাত্র বাউন্ডারী থেকে করেছেন যা অনন্য রেকর্ডরূপে বিবেচিত। পায়ের কারুকাজে ত্রুটি থাকা স্বত্ত্বেও ১৯৮৬-৮৭ মৌসুমে [[হোবার্ট|হোবার্টে]] [[Tasmanian Tigers|তাসমানিয়ার]] বিপক্ষে ইংল্যান্ড একাদশের সদস্যরূপে ৪৬ রান তুলেন যাতে দশটি চার ও একটি ছক্কা ছিল।
১৯৮৪ সালে তাঁকে উইজডেন কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত করা হয়।
 
১৯৮৪ সালে তাঁকে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত করা হয়।
 
== কোচিং ==
ভারতের জাতীয় [[কোচ (ক্রীড়া)|কোচ]] হিসেবে [[Graham Ford|গ্রাহাম ফোর্ড]] প্রত্যাখ্যান করলে তিনিই দ্বিতীয় পছন্দের কোচ ছিলেন। তবে তিনি এ দায়িত্ব পালনে অনাগ্রহতা প্রকাশ করেন। নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ ছিলেন তিনি। পাশাপাশি ধারাভাষ্যকারের ভূমিকায়ও অবর্তীণ হতে দেখা যায়। ফেব্রুয়ারি, ২০০৮ সালে [[Indian Cricket League|ইন্ডিয়ান ক্রিকেট লীগের]] দ্বিতীয় আসরে [[Ahmedabad Rockets|আহমেদাবাদ রকেটসের]] কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন।
 
== তথ্যসূত্র ==