বিপরীতকামিতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
Lazy-restless (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
}}
{{যৌন অভিমুখীতা}}
'''বিপরীতকামিতা''' ('''বিষমকামিতা''' নামেও পরিচিত) ({{lang-en|Heterosexuality, হেটারোসেক্সুয়ালিটি}}) বলতে বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি "[[প্রেম|রোমান্টিক]] আকর্ষণ, [[যৌন আকর্ষণ]] অথবা [[মানব যৌনাচার|যৌন আচরণ]]"কে বোঝায়। [[যৌন অভিমুখীতা]] হিসেবে বিপরীতকামিতা বলতে বোঝায় মূলত বিপরীতলিঙ্গের ব্যক্তির প্রতি "স্নেহআবেগীয়, রোমান্টিক ও/বা প্রণয়ঘটিতযৌন একআকর্ষণের ধরনেরএকটি যৌনস্থায়ী প্রবণতাকাঠামোবিন্যাস"। এই ধরনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিগত বা সামাজিক পরিচিতি, এই ধরনের আচরণ এবং সমজাতীয় ব্যক্তিদের নিয়ে গঠিত কোনো সম্প্রদায়কেও এই শব্দটি দ্বারা নির্দেশ করা হয়।"<ref name="apahelp">{{ওয়েব উদ্ধৃতি|title=Sexual orientation, homosexuality and bisexuality|publisher=[[American Psychological Association]]|accessdate=August 10, 2013|url=http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx|archivedate=August 8, 2013|archiveurl=http://web.archive.org/web/20130808032050/http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx}}</ref><ref name="brief">{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.courtinfo.ca.gov/courts/supreme/highprofile/documents/Amer_Psychological_Assn_Amicus_Curiae_Brief.pdf |title=APA California Amicus Brief |publisher=Courtinfo.ca.gov |date= |accessdate=2013-10-11}}</ref>
 
[[উভকামিতা]] ও [[সমকামিতা]]র সাথে বিপরীতকামিতা [[বিপরীতকামী-সমকামী অনবচ্ছেদ|বিপরীতকামী-সমকামী অনবচ্ছেদের]] অন্তর্গত যৌন অভিমুখীতার তিনটি প্রধান ভাগের অন্যতম বলে স্বীকৃত।<ref name="apahelp"/> পরিসংখ্যান অনুযায়ী বেশীরভাগ মানুষই নিজেদেকে বিপরীতকামী বলে পরিচয় দিয়ে থাকেন। এছাড়াও বহু সমাজবিজ্ঞানী মানব সমাজকে "বিপরীতকামিতা-স্বাভাবিক সমাজ" (''heteronormative society'') বলে অভিহিত করেছেন। বিপরীতকামী বোঝাতে নিম্নমার্জিতভাবে "স্ট্রেইট" শব্দটিও ব্যবহার করা হয়ে থাকে।
 
বিপরীতকামিতা বা বিপরীতকামী শব্দটি সাধারণত [[মানুষ|মানব প্রজাতির]] ক্ষেত্রে ব্যবহার করা হলেও বাস্তবে এটি সকল [[স্তন্যপায়ী|স্তন্যপায়ী প্রাণীর]] মধ্যেই দেখা যায়। গঠনগত বা শব্দতত্ত্বীয়ভাবে বিপরীতকামিতা ও বিষমকামিতা শব্দদুটি বিপরীত(ভিন্ন) এবং বিষম(সমান নয় এমন) শব্দ্দুটি থেকে এসেছে, যার সাথে কামিতা (যৌনতা) শব্দটি যুক্ত করে শব্দটি গঠিত হয়েছ।
১৭ নং লাইন:
বাংলা বিপরীতকামিতা ও বিষমকামিতা শব্দটির গঠন সংস্কৃত-সঞ্জাত। [[সংস্কৃত ভাষা|সংস্কৃত]] শব্দ '''বিপরীত''' ও '''বিষম'''-এর অন্যতম অর্থ অসমান অথবা ভিন্ন<ref>[http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/webtc5/serveimg.php?file=/scans/MWScan/MWScanjpg/mw1152-biparit.jpg অভিধানে 'বিপরীত' শব্দার্থ]</ref> এবং '''কাম''' শব্দের অন্যতম অর্থ যৌন চাহিদা, রতিক্রিয়া তথা যৌন তৃপ্তি<ref>[http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/webtc5/serveimg.php?file=/scans/MWScan/MWScanjpg/mw0271-kAntika.jpg অভিধানে 'কাম' শব্দার্থ]</ref>। অতঃপর এই দুই শব্দের সংযোগে উৎপন্ন বিপরীতকামিতা বা বিষমকামিতা শব্দ দ্বারা বিপরীত বা ভিন্ন বা উল্টো লিঙ্গের মানুষের (বা প্রাণীর ক্ষেত্রে অন্য প্রাণীর) প্রতি যৌন আকর্ষণকে বোঝায়।
 
বিপরীতকামিতার ইংরেজি শব্দ হেটারোসেক্সুয়ালিটি, যাতে ''হেটারো-'' অংশটি এসেছে গ্রিক শব্দ''έτερος'' [হেটারোস] থেকে, যার অর্থ "অন্য গোত্র"বা "অন্য",<ref name=":0">p.345, Klein</ref> জা বৈজ্ঞানিকভাবে ভিন্ন বা আলাদা অর্থে একটি [[উপসর্গ]]রূপে ব্যবহৃত হয়;<ref>"hetero." The American Heritage® Science Dictionary. Houghton Mifflin Company. 12 May. 2012. <Dictionary.com http://dictionary.reference.com/browse/hetero>.</ref> এবং ল্যাটিন শব্দ সেক্স থেকে (যা হল, বৈশিষ্ট্যমূলক যৌনতা বা [[যৌন পৃথকীকরণ]])। ১৯৮২ সালে জীববিজ্ঞানী গুস্তভ জেগার এবং রিচার্ড ফ্রেইহার ভন ক্রাফট ইবিঙ্গের লেখা ''সাইকোপ্যাথিয়া সেক্সুয়ালিস'' গ্রন্থে হেটারোসক্সুয়াল নামক পরিভাষাটি সর্বপ্রথম প্রকাশিত হয়। ১৯২০ সালের প্রথম দিকে পরিভাষাটির ব্যবহার শুরু হয়, এবং ১৯৬০ সালের দিকে তা পরিচিত হয়ে উঠে। ১৯৩৩ সালে সংক্ষেপে হেটারো হিসেবে এর ব্যবহার শুরু হয়। বিশেষ্য শব্দ হিসেবে হেটারোসেক্সুয়ালিটি শব্দটি ১৯৯০ সালে গৃহীত হয়।<ref>p.22, Mills</ref> ''"হেটারোসেক্সুয়াল"'' শব্দটি প্রথম মারিয়াম ওয়েবস্টার অভিধানে ''বিপরীত লিঙ্গের প্রতি কোন ব্যক্তির অস্বাভাবিক যৌন আকর্ষণ'' নামক মেডিক্যাল পরিভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়; তবে, ১৯৩৪ সালে তাদের দ্বিতীয় সংস্করণে এটি ''বিপরীত লিঙ্গের প্রতি কারো স্বাভাবিক যৌন আকর্ষণের প্রকাশ'' হিসেবে সংজ্ঞায়িত করা হয়।<ref>(p.&nbsp;92, Katz)</ref> বিপরীতকামী বোঝাতে নিম্নমার্জিতভাবে "স্ট্রেইট" শব্দটিও ব্যবহার করা হয়ে থাকে।
''হেটারোসেক্সুয়াল'' বিশেষণটি নারী ও পুরুষের মাঝে আন্তরিক সম্পর্ক বা যৌন সম্পর্ককে বোঝাতে ব্যবহৃত হয়। i
 
=== পরিভাষা ===