নোয়েল কেম্ফ মার্কাদো জাতীয় উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বিবরণ: বানান সংশোধন
Suvray (আলোচনা | অবদান)
ভৌগোলিক অবস্থান - অনুচ্ছেদ
৩৫ নং লাইন:
== ইতিহাস ==
১৯০৮ সালে এ এলাকাটি প্রথম আবিষ্কার করেন [[Percy Fawcett|পার্সি ফসেট]] যা বর্তমানের জাতীয় উদ্যান। প্রায় ৭০ বছর পর এ বিষয়ে পুণরায় নজরে আসে। ১৯৭০-এর দশকে ভূতত্ত্ববিদগণকে বলিভিয়ার প্রাক-কাম্ব্রিয়ান শিল্ড অঞ্চলের পার্বত্য এলাকা জরীপের জন্য প্রেরণ করা হয়। তারা এর ভূতত্ত্ব ও ভৌগোলিক গঠন এবং প্রথমবারের মতো মানচিত্র আকারে প্রকাশ করেন। এরফলে ঐ সময়ের প্রথিতযশা জীববিজ্ঞানী [[Noel Kempff Mercado|নোয়েল কেম্ফ মার্কাদো]] ভীষণভাবে আকৃষ্ট হন। মার্কাদো এর সংরক্ষণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ প্রচারণা চালান। দূর্ভাগ্যবশতঃ মার্কাদো মাদক চোরাকারবারীদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন ও তাঁর স্বপ্ন বাস্তবে পরিণত হবার বিষয়টি দেখতে পারেননি। সরকার এ উদ্যানটি প্রতিষ্ঠা করেন ও তাঁর সম্মানার্থে এ উদ্যানের নামকরণ করেন। ১৯৮৮ সালে এ উদ্যানের প্রতিষ্ঠা করা হয় ও ৭৫০০০০ হেক্টর আয়তনের এ এলাকাটি অভয়ারণ্য হিসেবে পরিচিতি পায়।<ref>Killeen, T. J. 1998 Vegetation and flora of Noel Kempff Mercado National Park. In A biological assessment of Parque Nacional Noel Kempff Mercado, Bolivia. RAP working papers 10 (eds T. J. Killeen & T. S. Schulenberg), pp. 61-85.Washington, DC: Conservation International.</ref>
 
== ভৌগোলিক অবস্থান ==
[[Image:Cataratas Arcoiris Bolivia.png|thumb|right|300px|এনকেএমএনপিতে কাতারাতাস আর্কোইরি জলপ্রপাতটি ৮০টি মিটার উঁচুতে অবস্থিত।<ref>Arcoiris Falls {{Coord|13.7804|S|60.9456|W|display=inline}}</ref>]]
 
এনকেএমএনপিতে অবস্থিত [[Huanchaca Plateau|হায়াচাকা]] [[মালভূমি]] সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০-৯০০ মিটার উঁচুতে অবস্থিত।
 
এ পর্যন্ত ২৭০৫টি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে, ১৫০০ প্রজাতি আর্দ্রতাপূর্ণ বনে রয়েছে। ৮০০ সেরাদোয়, ৭০০ শুষ্ক বনে, ৫০০ সাভানা জলাভূমি ও অন্য ৫০০ জলে আছে। ১৩০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। দুষ্প্রাপ্য ভোঁদড়, ডলফিন, টাপির, মাকড়শা ও হোলার বানর, কিংবদন্তীতুল্য আরমাদিলো, অ্যানটিটার ও বিলুপ্তপ্রায় জাগুয়ার, কালো জাগুয়ারের আবাস এখানে। এছাড়াও ৬২০ প্রজাতির পাখি আছে। নয় প্রজাতির ম্যাকাও রয়েছে যা যে-কোন সংরক্ষিত অভয়ারণ্যের তুলনায় বেশী। মেলানোসাচাস নাইজারসহ ৭০-এর অধিক সরীসৃপ এখানে বাস করে।
 
বৈশ্বিক গুরুত্বতা বিচারপূর্বক ২০০০ সালে [[ইউনেস্কো]] এনকেএমএনপিকে [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান|বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের]] তালিকায় অন্তর্ভূক্ত করে।
 
== তথ্যসূত্র ==