বেদানা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ash wki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Ash wki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৬ নং লাইন:
}}
 
'''বেদানা''', '''আনার''' বা '''ডালিম''' এক রকমের ফল । এর ইংরেজি নাম pomegranate।পমেগ্রেনেট (pomegranate)। হিন্দি, উর্দু, ফার্সি ও পশতু ভাষায় একে ''আনার'' ({{nastaliq|انار}}) বলা হয়। কুর্দি ভাষায় ''হিনার'' এবং আজারবাইজানি ভাষায় একে ''নার'' বলা হয়। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় ''দারিম''। বেদানা গাছ গুল্ম জাতীয়, ৫-৮ মিটার পর্যন্ত লম্বা হয়। পাকা ফল দেখতে লাল রঙের হয় । ফলের খোসার ভিতরে স্ফটিকের মত লাল রঙের দানা দানা থাকে । সেগুলি খাওয়া হয় । এর আদি নিবাস ইরান এবং ইরাক। ককেশাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। <ref>{{বই উদ্ধৃতি| publisher = CABI| isbn = 978-0-85199-638-7| last = Janick| first = Jules| coauthors = Robert E. Paull| title = The encyclopedia of fruit & nuts| year = 2008| page= 610}}</ref> বর্তমানে এটি তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, লেবানন, মিশর, চীন, বার্মা, সৌদি আরব, ইসরাইল, জর্ডান, ফিলিপাইন, দক্ষিণ-পূর্ব এশিয়ার শুস্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং ক্রান্তীয় আফ্রিকায় ব্যাপকভাবে চাষ করা হয়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.exoticfruitx.com/2011/08/pomegranates-an-introduction/|title=Pomegranates: An Exquisite Fruit|date=19 August 2011|publisher=Exotic Fruit for Health|accessdate=20 September 2011}}</ref> স্পেনীয়রা ১৭৬৯ সালে ল্যাটিন আমেরিকা এবং ক্যালিফোর্নিয়াতে বেদানা নিয়ে যায়। ফলে বর্তমানে ক্যালিফোর্নিয়া ও এরিজোনায় এর চাষ হচ্ছে। উত্তর গোলার্ধে এটি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মৌসুমে জন্মে। <ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://fruitsandnuts.ucdavis.edu/crops/pomegranate_factsheet.shtml|title=Growing Pomegranates in California|year=1980|publisher=California Agriculture and Natural Resources|author=LaRue, James H.|accessdate=2007-10-25}}</ref> দক্ষিণ গোলার্ধে মার্চ থেকে মে পর্যন্ত এটি জন্মে।
 
== ছবি গ্যালারি ==