দ্বিতীয় দিয়েগো দে আলমাগ্রো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পেরু গমন - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
শাস্তিভোগ - অনুচ্ছেদ
১৭ নং লাইন:
 
আলমাগ্রো পিসার্‌রো’র সাথে একত্রে [[কোস্কো]] যান ও ইনকাদের [[রাজধানী]] দখল করে নেন। ১৫৩৫ সালে তিনি দক্ষিণ দিকে চলে যান। অন্যদিকে পিসার্‌রো [[লিমা|সিয়াদাদ ডে লস রেয়েসের]] (রাজাদের শহর, বর্তমানের [[লিমা]]) সন্ধান পান। ১৫৩৬ সালে ১,০০,০০০ ইনকা যোদ্ধাদের নিয়ে [[Manco Inca Yupanqui|ম্যানকো ইনকা]] কোস্কো পুণরায় দখল করে নেন। আলমাগ্রো দক্ষিণে ফিরে আসেন। তাঁদেরকে পিঁছু হটিয়ে ১৫৩৭ সালে কোস্কোর ক্ষমতায় আসেন।
 
== শাস্তিভোগ ==
তাঁর বাবাকে শাস্তি দিয়ে ২৬ জুন, ১৫৪১ তারিখে এল মজো নিজেই সিংহাসনে আরোহণ করে। কিছু অনুসারীকে সাথে নিয়ে তিনি লিমায় পিজারো’র প্রাসাদ স্থানান্তরে সক্ষম হন। [[অভ্যুত্থান]] ঘটিয়ে ফ্রান্সিসকো পিজারোকে [[Killed in action|যুদ্ধে নিহত]] করেন। ফ্রান্সিসকো জেগে উঠেন। হত্যাকারীদের দুইজনকে নিহত করেন। কিন্তু, ধস্তাধস্তিতে বক্ষবন্ধনী খুলে যায় ও গলায় ছুরিকাহত হন। ফ্রান্সিসকো মেঝেতে গড়াগড়ি খেতে থাকেন ও রক্তের বন্যায় ক্রস চিহ্ন তৈরি হয়। তিনি প্রভু [[যিশু|যীশু খ্রীস্টের]] সহায়তা কামনা করেন। পিজারো’র মৃত্যুর পর এল মজো একদল চাটুকারের কাছ থেকে গভর্নর হিসেবে মনোনীত হন। তবে, তাঁর গ্রহণযোগ্যতা না থাকায় কাজকো থেকে সমর্থকদের নিয়ে পালিয়ে যান। একপর্যায়ে তিনি পরাজিত হন ও ১৬ সেপ্টেম্বর, ১৫৪২ তারিখে [[battle of Chupas|চুপাসের যুদ্ধে]] তিনি ধৃত হন। সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবার পর নগর চত্ত্বরে তাঁকে ফাঁসিতে ঝুলানো হয়।<ref>{{Cite book |title=The Last Days of the Incas |last= MacQuarrie |first=Kim |year=2008 |publisher=Simon & Schuster |location= |isbn= 0743260503 |page=344 |url=https://books.google.com/books?id=Emql_kU0QLIC&pg=PA344&lpg=PA344 |accessdate=2014-09-21 }}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
== আরও দেখুন ==
* [[ক্লারা গঞ্জালেজ]]
‎* [[অফেলিয়া হুপার]]
* [[নাতাশা জিমেনেজ‎‎]]
* [[চগ্রেস জাতীয় উদ্যান]]
 
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}