১১,৯৪০টি
সম্পাদনা
(পাতা যগ হল) |
(জীবনী যোগ হচ্চে) |
||
'''বঙ্কিম মুখার্জী''' একজন বাঙালী ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী ও ভারতের
== প্রারম্ভিক জীবন ==
বঙ্কিম মুখার্জী হাওট্রা জেলার বেলুড়ে জন্মগ্রহন করেন। পিতার নাম ছিল যোগেন্দ্রনাথ মুখার্জী। কলকাতার হিন্দু স্কুল ও প্রেসিডেন্সী কলেজি শিক্ষালাভ করেন তিনি। এম এস সিন পড়ার সময় উত্তর প্রদেশে শিক্ককতার কাজ নেন। এসম্য তার বন্ধু স্বাধীনতা সংগ্রামী রাধারমন মিত্র তার সাথে যান ও ১৯২১ সালে অসহযোগ আন্দলনে যোগদান করেন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে উত্তর প্রদেশের জেলে বন্দী থাকেন কিছুদিন। মুক্তি পেয়ে মতিলাল নেহেরুর নির্দেসগে বাঙলায় ফিরে নবগঠিত কংগ্রেস স্বরাজ্য পার্টির বক্তা হিসেবে কাজ করতে থাকেন।
== সাম্যবাদী আন্দোলন ==
বিপ্লবী ড ভূপেন্দ্রনাথ দত্তের সংস্পর্শে এসে তিনি সাম্যবাদে আক্ক্রিষ্ট হন।
== সংসদীয় রাজনীতি ==
|