রণবীর সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৪ নং লাইন:
'''রণবীর সিং ভবনানী''' (জন্ম: ৬ জুলাই, ১৯৮৫) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি [[বলিউড|হিন্দি চলচ্চিত্রে]] অভিনয় করেন। [[ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন]] থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর রণবীর চলচ্চিত্র শিল্পে যোগদান করার জন্য ভারতে ফিরে আসেন। ২০১০ সালে [[যশ রাজ ফিল্মস|যশ রাজ ফিল্মসের]] রোম্যান্টিক কমেডি ''[[ব্যান্ড বাজা বারাত]]'' ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন। এটিই ছিল তাঁর অভিনীত প্রথম ছবি। ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল এবং বাণিজ্যিকভাবেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। এই ছবিতে অভিনয় করে রণবীর [[ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল ডেব্যু|বেস্ট মেল ডেব্যু]] বিভাগে একটি [[ফিল্মফেয়ার]] পুরস্কার অর্জন করেন।
 
এরপর রণবীর অভিনয় করেন রোম্যান্টিক ড্রামা ''[[লুটেরা]]'' (২০১৩), [[সঞ্জয় লীলা ভংসালী]] পরিচালিত ট্র্যাজিক রোম্যান্স ''[[গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা]]'' (২০১৩) এবং অ্যাকশন-ড্রামা ''[[গুন্ডে]]'' (২০১৪) ছবিতে। ''গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা'' ছবিটি ছিল তাঁর অভিনীত বাণিজ্যিকভাবে সফল ছবিগুলির মধ্যে সর্বাগ্রগণ্য। ২০১৫ সালে তিনি অভিনয় করেন কমেডি-ড্রামা ''[[দিল ধড়কনে দো]]'' ছবিতে। এই বছরই ''[[বাজীরাও মস্তানী]]'' ছবিতে তিনি [[প্রথম বাজিরাও|প্রথম বাজিরাওয়ের]] চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটি ছিল বলিউডের সর্বাধিক বাণিজ্যসফল ছবিগুলির অন্যতম। ছবিটি সমালোচকদের প্রশংসাও অর্জন করে এবং এই ছবিতে অভিনয় করে তিনি [[ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা]] বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার]] লাভ করেন।
 
== প্রথম জীবন ও প্রেক্ষাপট ==