মোহাম্মদ আব্দুল জলিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Afifa Afrin (আলোচনা | অবদান)
সংশোধন
২৬ নং লাইন:
| weight =
}}
'''এম এ জলিল''' (জন্ম: [[ফেব্রুয়ারি ৯|৯ ফেব্রুয়ারি]], [[১৯৪২]] - মৃত্যু: [[নভেম্বর ১৯|১৯ নভেম্বর]], [[১৯৮৯]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি [[১৯৭১]] খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্বে দিয়েছিলেন।
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
এম এ জলিল [[বরিশাল|বরিশাল জেলার]] উজিরপুরে [[১৯৪২]] সালের [[ফেব্রুয়ারি ৯|৯ ফেব্রুয়ারি]] নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোহাম্মদ আব্দুল জলিল। তবে তিনি মেজর এম এ জলিল নামেই পরিচিত। তাঁর পিতা জোনাব আলী চৌধুরী ও মা রাবেয়া খাতুন। উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে [[১৯৫৯]] সালে তিনি মেট্রিক পাশ করেন৷ [[১৯৬১]] সালে [[পাকিস্তান|পাকিস্তানের]] মারি ইয়ং ক্যাডেট ইনস্টিটিউশন থেকে আইএ পাস করেন এবং এর পাশাপাশি গ্রহণ করেন সামরিক শিক্ষা৷ [[১৯৬৫]] সালে পাকিস্তান একাডেমি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন৷ পরে মুলতানে কর্মরত থাকাকালে তিনি ইতিহাসে এমএ ডিগ্রি লাভ করেন৷
 
== সেনাজীবন ==
৩৫ নং লাইন:
 
== রাজনৈতিক জীবন ==
[[জাতীয় সমাজতান্ত্রিক দল]] (জাসদ) গঠনের সময়ে তিনি কাজ করেছিলেন। তিনি ছিলেন এ দলেন যুগ্ম আহ্বায়ক৷ [[১৯৭৩]] সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন৷ এছাড়া তিনি [[১৯৮১]] সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ১৯৮৪ সালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন৷ পরবর্তীকালে তিনি জাসদ ত্যাগ করে ''জাতীয় মুক্তি আন্দোলন'' নামে একটি দল গঠন করেন৷
 
== প্রকাশিত গ্রন্থ ==
* সীমাহীন সমর ([[১৯76l১৯76)
* দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শন, সূর্যোদয় ([[১৯৮২]])
* অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ([[১৯৮৯]])
* Bangladesh Nationalist Movement for Unity: A Historical Necessity
 
== মৃত্যু ==
[[১৯৮৯]] সালের [[নভেম্বর ১৯|১৯ নভেম্বর]] রাত ১০টা ৩০ মিনিটে তিনি পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন৷ পরে ২২ নভেম্বর তার মৃতদেহ ঢাকায় আনা হয় এবং সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।<ref>[http://www.ajkerbarisal.com/index.php/barisal-news/178-2011-11-19-10-51-43 আজকের বরিশাল]</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
<references/>
 
== বহিঃসংযোগ ==