দিন/রাত ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
[[চিত্র:Trent Bridge at Night.JPG|thumb|250px|টেন্ট ব্রীজেব্রিজে অনুষ্ঠিত [[দিবা-রাত্রির ক্রিকেট]] খেলার উপযোগী [[স্টেডিয়াম]]]]
'''ফ্লাডলাইট ক্রিকেট''' বা '''দিন/রাত ক্রিকেট''' ({{lang-en|Day/night cricket, Floodlit cricket}}) শব্দগুচ্ছটি [[ক্রিকেট]] খেলায় ব্যবহৃত [[পরিভাষা|পরিভাষাবিশেষ]]। সাধারণতঃ [[দর্শক|দর্শকদের]] মনোরঞ্জনের লক্ষ্যে [[সন্ধ্যা|সন্ধ্যার]] পর সম্পূর্ণ [[খেলা]] কিংবা খেলার অংশবিশেষ [[ফ্লাডলাইট (ক্রীড়া)|ফ্লাডলাইটের]] প্রচুর নিক্ষিপ্ত কৃত্রিম আলোর মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো নিয়মিত ধাঁচের ক্রিকেট খেলা ফ্লাডলাইটের আলোর সাহায্যে [[ওয়ার্ল্ডবিশ্ব সিরিজ ক্রিকেট]] প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। এতে ব্যাপকসংখ্যক দর্শক প্রথমবারের মতো [[খেলোয়াড়|খেলোয়াড়দেরকে]] রঙ্গীন [[পোষাক]] ও সাদা [[বল (ক্রিকেট)|বল]] দেখতে পেয়েছিলেন। কিন্তু এ [[প্রতিযোগিতা|প্রতিযোগিতাটি]] [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল]] বা আইসিসি'র অনুমোদন ছিল না।
 
পরবর্তীতে ১৯৭৯ সালে আইসিসি এবং ওয়ার্ল্ডবিশ্ব সিরিজ ক্রিকেট কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছে। এরই প্রেক্ষাপটে পুণরায় [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] দিন/রাতের [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]] ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে [[বিশ্ব|বিশ্বের]] প্রায় সর্বত্র ক্রিকেট খেলায় সম্পৃক্ত দেশসমূহে কৃত্রিম আলোর সাহায্যে খেলা অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। কিন্তু [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] [[আবহাওয়া|আবহাওয়াজনিত]] কারণে এ সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত করে।
 
[[টুয়েন্টি২০]] ক্রিকেট খেলায় এ পরিভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। [[২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০|২০১২ সালের]] [[আইসিসি বিশ্ব টুয়েন্টি২০]] প্রতিযোগিতার ২৭টি খেলাই দিন-রাতের খেলা। ২০১০ সালে [[প্রথম শ্রেণীর ক্রিকেট]] খেলায় প্রথমবারের মতো ফ্লাডলাইটের প্রয়োগ ঘটে। ধারণা করা হচ্ছে যেনভেম্বর, অদূর২০১৫ ভবিষ্যতেসালে [[টেস্ট ক্রিকেট]] খেলায়ও ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।হয়েছে।
 
== ইতিহাস ==
ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, ফ্লাডলাইটের সাহায্যে ১১ আগস্ট, ১৯৫২ তারিখে প্রথম খেলাটি সম্পন্ন হয়েছিল। [[মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব]] ও [[আর্সেনাল ফুটবল ক্লাব|আর্সেনাল ফুটবল ক্লাবের]] মধ্যকার এ খেলাটি বিখ্যাত ইংরেজ ক্রিকেটার [[জ্যাক ইয়ং|জ্যাক ইয়ংয়ের]] আর্থিক সুবিধা গ্রহণের আওতায় অনুষ্ঠিত হয়েছিল। তবে দু’দলের মধ্যে এটিই প্রথম তহবিল বৃদ্ধির খেলা ছিল না। ১৯৫১ সালের গ্রীষ্মে আর্সেনালের হাইবারি মাঠে ফ্লাডলাইট প্রতিস্থাপন করা হয়েছিল। অক্টোবর, ১৯৫১ সালে ফুটবলের জন্য প্রথম ব্যবহার করা হয়। ক্রিকেট খেলাটি ১৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংস শেষে আলো জ্বালানো হয়, তখন আর্সেনাল ব্যাটিংয়ে নামে।
 
১৯৭৭ সালে [[ক্যারি প্যাকার]] বিশ্বের শীর্ষস্থানীয় [[ক্রিকেটার|ক্রিকেটারদেরকে]] মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ''বিশ্ব সিরিজ ক্রিকেটে'' খেলানোর জন্যে একত্রিত করেন।<ref name="brief">{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.espncricinfo.com/worldseries/content/story/72632.html |title=World Series Cricket |publisher=ESPNcricinfo |last=Williamson |first=Martin |accessdate=2011-02-20}}</ref> কিন্তু দর্শক উপস্থিতি ছিল খুবই নগণ্য। তাই প্যাকার সুপারটেস্টের আয়োজন করেন। কিন্তু অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার খেলায় মাত্র দুই হাজার দর্শক দেখতে এসেছিলেন। নভেম্বর, ১৯৭৭ সালে মেলবোর্নের ওয়াভার্লি পার্কের অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলার স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এর এক বছর পর [[সিডনী ক্রিকেট গ্রাউন্ড|সিডনী ক্রিকেট গ্রাউন্ডে]] অনুষ্ঠিত উভয় দলের মধ্যেকার দিবা-রাত্রির একদিনের ক্রিকেট খেলায় ৪৪,৩৭৭ জন দর্শক এসেছিলেন।