হায়াত রিজেন্সি-গুরগাঁও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Vaman Mukharji (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: হায়াত রিজেন্সি গুরগাঁও ৮ নং দিল্লি-জয়পুর ন্যাশনাল হাইওয়ে...
(কোনও পার্থক্য নেই)

১০:৩৬, ২৩ মে ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

হায়াত রিজেন্সি গুরগাঁও ৮ নং দিল্লি-জয়পুর ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত একটি অন্যতম বৃহৎ পাঁচ তারকা হোটেল৷

হায়াত রিজেন্সি হোটেলের ইতিহাস

হায়াত হোটেল কর্পোরেশনের মূল মালিক ছিলেন হায়াত ভন ডেন এবং জ্যাক ডায়ার ক্রাউচ৷ পরবর্তীতে ভন ডেন তার শেয়ারের অংশ জেই প্রিজটকার এর নিকট বিক্রি করে দেন এবং প্রিজটকার ব্যবসাটি সফলভাবে পরিচালনা করা শুরু করেন৷ হায়াত রিজেন্সি বিভিন্ন ধরণের হোটেল এবং রিসোর্ট পরিচালনা করে থাকে৷ এ হোটেল ও রিসোর্টগুলো মাঝারি ও বড় আকৃতির, যা অবসর কাটানো কিংবা ব্যবসায়িক কারণে অবস্থানকারী লোকেদের জন্য অত্যন্ত আরামপ্রদ হিসাবে বিবেচিত৷[১]

সন্মাননা ও স্বীকৃতি

  • রিজেন্সিটি ২০১৬ সালের এগজিবিশনে গুণগত মান, নতুনত্ত্ব আইডিয়া এবং আতিথেয়তার স্বীকৃতস্বরূপ উত্তর ভারতের বেস্ট মাইস পুরস্কার লাভ করে৷[২]
  • ২০১৫ সালে হায়াত রিজেন্সি উত্তর ভারতের সেরা কনভেনশন হোটেল হিসাবে স্বীকৃতি ও সন্মাননা লাভ করে৷
  • গ্লোবাল ইন্ডিয়ান ওয়েডিং অ্যাওয়ার্ডস এ ২০১৫ সালে হোটেলটি উত্তর ভারতের বেস্ট ওয়েডিং হোটেল এর স্বীকৃতি লাভ করে৷
  • হোটেলের “কিচেন ডিস্ট্রিক্ট” দক্ষিন ভারতের সেরা রেস্টুরেন্ট হিসাবে ২০১৬ সালে “দ্যা টাইমস ফুড এন্ড নাইটলাইফ অ্যাওয়ার্ড” লাভ করে৷[৩]

উল্লেখ

  1. "হায়াত রিজেন্সি হোটেল"। hyatt.com। 
  2. "Hyatt Regency Gurgaon recognised by 2016 Exhibition"। hospitalitybizindia.com। 
  3. "হায়াৎ রিজেন্সী-গুরগাঁও"। cleartrip.com।