বিপিনচন্দ্র পাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
 
Bellayet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''বিপিন চন্দ্র পাল''' ([[নভেম্বর ৭]], [[১৮৫৮]] - [[১৯৩২]] বাংলা ৬ই জৈষ্ঠ্য, ১৩৩৯) প্রখ্যাত [[বাঙালি]] বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক। বৃটিশ সরকারের বিরুদ্ধে তিনি অনলবর্ষী বক্তৃতা দিতেন, তার আহববানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে।<ref name="Shatabdhir.Darpan.Fazlur">ফজলুর রহমান, "শতাব্দীর দর্পণ", ২০০০, পৃষ্ঠা ১২৮।</ref>
 
বিপিন চন্দ্র পাল [[১৮৫৮]] সালের ৭ই নভেম্বর [[সিলেট|সিলেটের]] এক ধনী কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা রামচন্দ্র পাল ছিলেন একজন গ্রাম্য জমিদার এবং সিলেট বারের প্রভাবশালী সদস্য। বিপিন চন্দ্র পাল এন্ট্রেন্স পরীক্ষা পাশ করে [[সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়]] থেকে। এরপর তিনি প্রসিডেন্সী কলেজে ভর্তি হন কিন্তু সেখান থেকে পাশ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন।
 
বিপিন তার [[১৮৭৯]] সালে চাকুরি জীবন শুরু করেন একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে, [[১৮৯০]] - [[১৮৯১]] পর্যন্ত তিনি [[কলকাতা পাবলিক লাইব্রেরীকলকাতালাইব্রেরী|কলকাতা পাবলিক লাইব্রেরীর]] সম্পাদক এবং লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। [[কলকাতা|কলকাতায়]] ছাত্রজীবনে তিনি [[কেশব চন্দ্র সেন]], [[সিবনাথ শাস্ত্রী]], [[বিজয় কৃষ্ণ গোস্বামী|বিজয় কৃষ্ণ গোস্বামীর]] মত বেশকয়েকজন প্রখ্যাত ব্যক্তিত্বের সান্নিদ্ধে আসেন। এদের আদর্শে প্রভাবিত হয়ে বিপিন ব্রাহ্ম আন্দোলনের সাথে জড়িয়ে পরেন<ref name="Banglapedia.BipinChandraPal">http://banglapedia.org/ht/P_0035.HTM</ref> এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন<ref name="Shatabdhir.Darpan.Fazlur">ফজলুর রহমান, "শতাব্দীর দর্পণ", ২০০০, পৃষ্ঠা ১২৮।</ref> ।
 
সুরেন্দ্রনাথ ব্যানার্জীর প্রভাবে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। [[বল গঙ্গাধর তিলক]], [[লাজপত রায়]] এবং [[অরবিন্দ ঘোষ|অরবিন্দ ঘোষের]] বুদ্ধিতে ক্রমে তিনি চরমপন্থি রাজনীতিতে জড়িয়ে পরেন। যদিও তিনি বল গঙ্গাধর তিলকের ''হিন্দু জাতীয়তাবাদ'' এর পক্ষপাতি ছিলেন না।<ref name="Banglapedia.BipinChandraPal">http://banglapedia.org/ht/P_0035.HTM</ref>