দ্য মার্চেন্ট অব ভেনিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ranak Ahammad Shaon (আলোচনা | অবদান)
Ranak Ahammad Shaon (আলোচনা | অবদান)
৫০ নং লাইন:
 
==কাহিনী সংক্ষেপ==
ইতালির ভেনিস শহরের সওদাগর অ্যান্টনিও। সকলের কাছে সে প্রশংসিত। আর এক ব্যবসাহী শাইলক-নীতিহীন, সুদখোর, কুটবুদ্ধিসম্পন্ন। কেউ তাকে পছন্দ করেনা। সে অ্যান্টিনিওকে হিংসা করত। সংগত কারণেই অ্যান্টনিও তাকে দেখতে পারত না। অ্যান্টানিওর ঘনিষ্ট বন্ধু বাসানিও টাকার অভাবে পোর্তিয়াকে বিয়ের প্রস্তাব দিতে পারছে না। অবশেষে অ্যান্টনিও বন্ধুর মনোবাসনা পূরণ করতে শাইলকের কাছে টাকা ধার করে। তবে শর্ত থাকে যদি অ্যান্টিনিও সময়মতো টাকা পরিশোধ করতে না পারে তবে তার এক পাউন্ড মাংস কেটে দিতে হবে। টাকা পাওয়ায় একটি বিচিত্র পরীক্ষায় সফল হয়ে বাসানিও পোর্তিয়াকে বিয়ে করে।
টাকা প্রধানের সময়সীমা পার হওয়ায় শাইলক অ্যান্টিনিওর শরীল থেকে এক পাউন্ড মাংস দাবী করে। বিচারক অনুরোধ করলেও শাইলক অনমনীয়তা বজায় রাখে। খবরটা পোর্তিয়াকে বিচলিত করে এবং যখন অ্যান্টিনিয়র বিচারকার্য চলছে, তখন এক তরুন উকিলের ছদ্মবেশে পোর্তিয়া বিচারকের সামনে দাড়ায়। তরুণ উকিল শাইলককে অ্যান্টিনিওর শরীল থেকে রক্তপাতহীন এক পাউন্ড মাংস কেটে নিতে বলে কারণ রক্তের কথা দলিলে উল্লেখ ছিলনা।রক্তপাতহীন মাংস কাটা অসম্ভব। ধূর্ত শাইলক বিপদে পড়ে যায় এবং অবশেষে বিচারে সে হারে।
 
==চলচ্চিত্র ও টিভি সিরিজ==
মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত হয়েছে। উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টিভি সিরিজগুলোর তালিকা নিম্নে প্রকাশ করা হল:<br>