কেদার যাদব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট
১১৩ নং লাইন:
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
২০১২ সালে প্রথমবারের মতো ত্রি-শতক হাঁকান। [[রনজি ট্রফি|রঞ্জী ট্রফি]] প্রতিযোগিতায় মহারাষ্ট্রের পক্ষে তার এই ৩২৭ রান দ্বিতীয় সর্বোচ্চ ছিল। পুনের [[Maharashtra Cricket Association Stadium|মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে]] অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ ছিল [[Uttar Pradesh cricket team|উত্তরপ্রদেশ]]। [[2013–14 Ranji Trophy|২০১৩-১৪]] মৌসুমে রঞ্জী ট্রফিতে ১২২৩ রান তুলে তিনি তার ব্যাটিং সক্ষমতা তুলে ধরেন। ছয়টি সেঞ্চুরি করেন তিনি ও সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং প্রতিযোগিতার ইতিহাসে চতুর্থ সেরা রান সংগ্রহকারীর মর্যাদা লাভ করেন। এরফলে, ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবারের মতো দলকে চূড়ান্ত খেলায় নিয়ে যেতে সক্ষম হন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
[[২০১৪ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর|জুন, ২০১৪]] সালে বাংলাদেশ সফরে তাকে অন্তর্ভূক্ত করা হলেও কোন খেলায় অংশগ্রহণের সুযোগ ঘটেনি তার। [[২০১৪-১৫ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ভারত সফর|নভেম্বর, ২০১৪]] সালে শ্রীলঙ্কা দল পাঁচ ওডিআইয়ে গড়া সিরিজ খেলার জন্য ভারত সফরে আসে। ১৬ নভেম্বর, ২০১৪ তারিখে সিরিজের ৫ম ওডিআইয়ে শ্রীলঙ্কার [[নিরোশন ডিকওয়েলা|নিরোশন ডিকওয়েলা’র]] সাথে তারও ওডিআই অভিষেক ঘটে। রাঁচিতে অনুষ্ঠিত ঐ খেলায় [[বিরাট কোহলি|বিরাট কোহলি’র]] অনবদ্য অপরাজিত ১৩৯* রানের কল্যাণে তার দল ৩ উইকেটে জয়লাভের পাশাপাশি ৫-০ ব্যবধানে [[হোয়াইটওয়াশ]] করে। তিনি করেছিলেন ২৪ বলে ২০ রান।
 
এরপর [[২০১৫ ভারত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর|জুলাই, ২০১৫]] সালে জিম্বাবুয়ে সফরে ভারত দলের সদস্য মনোনীত হন ও ৩-ওডিআই নিয়ে গড়া সিরিজের সবগুলো খেলাতেই অংশগ্রহণ করেন। তন্মধ্যে, হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ৮৭ বলে অপরাজিত ১০৫ রান তুলে দলকে ৩-০ ব্যবধানে জয়লাভে সহায়তা করেন। এছাড়াও তার এই শতকটি ছিল প্রথম। ১৭ জুলাই, ২০১৫ তারিখে এ সফরেই টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি।<ref name="T20I">{{cite web |url=http://www.espncricinfo.com/ci/engine/match/885969.html |title=India tour of Zimbabwe, 1st T20I: Zimbabwe v India at Harare, Jul 17, 2015 |accessdate=17 July 2015 |work=ESPNCricinfo}}</ref>
 
জানুয়ারি, ২০১৭ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ বলে ১২০ রান করেন। এ সময় তিনি বিরাট কোহলি’র সাথে ২০০ রানের জুটি গড়েন। পুনের [[Maharashtra Cricket Association Stadium|এমসিএ স্টেডিয়ামে]] অনুষ্ঠিত ঐ খেলায় দলকে জয় পেতে সহায়তা করেন।
 
== তথ্যসূত্র ==