কেদার যাদব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ
১০৫ নং লাইন:
| year = ২০১৭
}}
'''কেদার মহাদেব যাদব''' ([[জন্ম]]: [[২৬ মার্চ]], [[১৯৮৫]]) পুনেতে জন্মগ্রহণকারী ভারতের প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন '''কেদার যাদব'''। মাঝারীসারির ডানহাতি ব্যাটসম্যান তিনি। এছাড়াও মাঝে-মধ্যে [[অফ ব্রেক]] বোলিং করে থাকেন। [[ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ|ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে]] দিল্লি ডেয়ারডেভিলস ও কোচি তুস্কার্স কেরালার পক্ষে খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে খেলছেন। এছাড়াও, [[India A|ভারত এ]] এবং [[West Zone cricket team|পশ্চিম অঞ্চল ক্রিকেট দলের]] পক্ষে খেলছেন তিনি। সাবেক উইকেট-রক্ষক ও অধিনায়ক [[মহেন্দ্র সিং ধোনি|মহেন্দ্র সিং ধোনি’র]] পাশাপাশি তাকে সেরা বিকল্প খেলা সমাপণকারীরূপে আখ্যায়িত করা হতো।
 
== প্রারম্ভিক জীবন ==
১১১ নং লাইন:
 
পুনের পশ্চিমে অবস্থিত কথরাড এলাকায় বসবাস করছেন।<ref>{{cite news|last1=Mandani|first1=Rasesh|title=Kedar Jadhav sends man-of-the-match trophy home for family to savour|url=http://indiatoday.intoday.in/story/kedar-jadhav-sends-man-of-the-match-trophy-home-england-one-day-international/1/858182.html|accessdate=22 January 2017|work=India Today|date=16 January 2017}}</ref> সেখানকার [[Deccan Gymkhana|পিওয়াইসি হিন্দু জিমখানার]] পক্ষে [[ক্রিকেট]] খেলতে শুরু করেন।<ref name=rags/><ref>{{cite news|title=Selected for India... but Kedar Jadhav has to pay to practice!|url=http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-ipl-selected-for-india-but-kedar-jadhav-has-to-pay-to-practice-bangladesh-tour/20140529.htm|accessdate=22 January 2017|work=Rediff|date=29 May 2014}}</ref> শুরুতে [[tennis ball cricket|টেনিস বল ক্রিকেট]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] রেইনবো ক্রিকেট ক্লাবে খেলেন। এরপর ২০০৪ সালে মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলার সুযোগ পান।<ref>{{cite news|last1=Sundaresan|first1=Bharat|title=Kedar Jadhav: Tennis ball legend who hit an ace|url=http://indianexpress.com/article/sports/cricket/kedar-jadhav-tennis-ball-legend-who-hit-an-ace-4477573/|accessdate=22 January 2017|work=The Indian Express|date=17 January 2017}}</ref>
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
২০১২ সালে প্রথমবারের মতো ত্রি-শতক হাঁকান। [[রঞ্জী ট্রফি]] প্রতিযোগিতায় মহারাষ্ট্রের পক্ষে তার এই ৩২৭ রান দ্বিতীয় সর্বোচ্চ ছিল। পুনের [[Maharashtra Cricket Association Stadium|মহারাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে]] অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ ছিল [[Uttar Pradesh cricket team|উত্তরপ্রদেশ]]। [[2013–14 Ranji Trophy|২০১৩-১৪]] মৌসুমে রঞ্জী ট্রফিতে ১২২৩ রান তুলে তিনি তার ব্যাটিং সক্ষমতা তুলে ধরেন। ছয়টি সেঞ্চুরি করেন তিনি ও সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং প্রতিযোগিতার ইতিহাসে চতুর্থ সেরা রান সংগ্রহকারীর মর্যাদা লাভ করেন। এরফলে, ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবারের মতো দলকে চূড়ান্ত খেলায় নিয়ে যেতে সক্ষম হন।
 
জুন, ২০১৪ সালে বাংলাদেশ সফরে তাকে অন্তর্ভূক্ত করা হলেও কোন খেলায় অংশগ্রহণের সুযোগ ঘটেনি তার। নভেম্বর, ২০১৪ সালে শ্রীলঙ্কা দল পাঁচ ওডিআইয়ে গড়া সিরিজ খেলার জন্য ভারত সফরে আসে। ১৬ নভেম্বর, ২০১৪ তারিখে সিরিজের ৫ম ওডিআইয়ে শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা’র সাথে তারও ওডিআই অভিষেক ঘটে। রাঁচিতে অনুষ্ঠিত ঐ খেলায় বিরাট কোহলি’র অনবদ্য অপরাজিত ১৩৯* রানের কল্যাণে তার দল ৩ উইকেটে জয়লাভের পাশাপাশি ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। তিনি করেছিলেন ২৪ বলে ২০ রান।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==