অক্ষয়কুমার দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Piyal Kundu (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Piyal Kundu (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''অক্ষয়কুমার দত্ত''' ([[জুলাই ১৫]], [[১৮২০]] - [[মে ১৮]], [[১৮৮৬]]) ছিলেন বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক। বাংলা, সংস্কৃত এবং ফারসিসহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল।
 
==প্রথম জীবন==
==জীবনী==
অক্ষয়কুমার অবিভক্ত [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[বর্ধমান জেলা|বর্ধমান জেলায়]] নবদ্বীপের কাছে চু্পী গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এ সময় [[ইংরেজি]], [[বাংলা]], [[সংস্কৃত]] এবং [[ফারসি]] ভাষায় তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন। অসুবিধার জন্য তাঁকে বিদ্যালয় ছাড়তে হয় কিন্তু তিনি বাড়িতে পড়াশুনা করে গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিজ্ঞান বিষয় অধ্যয়ন করেন ।
 
==কর্মজীবন==
সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে লেখক জীবন শুরু করেন। [[ঈশ্বরচন্দ্র গুপ্ত]] সম্পাদিত [[সংবাদ প্রভাকর]] পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। [[১৮৪২]] সালে তিনি নিজস্ব উদ্যোগে "বিদ্যাদর্শন" নামে একটি পত্রিকা চালু করেন। কিন্ত এই পত্রিকা বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি। লেখক হিসেবে বিশেষ খ্যাতি লাভের কারণে তাঁকে [[তত্ত্ববোধিনী]] পত্রিকার সম্পাদকের পদে মনোনীত করা হয় ১৮৪৩ সালে। তিনি কয়েক বছর ধরে এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন । এই পত্রিকায় অক্ষয়কুমারের প্রবন্ধ প্রকাশিত হত । এই সব প্রবন্ধ তিনি পরে বই হিসাবে বার করতেন । তাঁর প্রথম বই ভূগোল ([[১৮৪১]]) তত্ত্ববোধিনী পাঠশালার পড়াশোনার জন্য তত্ত্ববোধিনী সভার উদ্যোগে প্রকাশিত হয়েছিল । দীর্ঘদিন পরে তাঁর দ্বিতীয় বই 'বাহ্যবস্তুর সহিত মানব-প্রকৃতির সম্বন্ধ বিচার' প্রথম ভাগ [[১৮৫২]] সালে বের হয় । এরপর এই বইয়ের দ্বিতীয় ভাগ চারুপাঠ (তিনভাগ), ধর্মনীতি, ভারতবর্ষীয় উপাসক-সম্প্রদায় (দুই ভাগ) ইত্যাদি বই প্রকাশিত হয় ।