জ্যাক বন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি করা হয়েছে!
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন অনুচ্ছেদ সৃষ্টি করা হয়েছে!
১২ নং লাইন:
| year2 = ১৯৭৪
| columns = 2
| column1 = [[Firstপ্রথম-classশ্রেণীর cricketক্রিকেট|এফসি]]
| matches1 = 362
| runs1 = 12,125
২৫ নং লাইন:
| best bowling1 = –
| catches/stumpings1 = 222/–
| column2 = [[Listলিস্ট A cricketক্রিকেট|এলএ]]
| matches2 = 99
| runs2 = 698
৪৩ নং লাইন:
}}
 
'''জন ডেভিড জ্যাক বন্ড''' ({{lang-en|Jack Bond}}; [[জন্ম]]: [[৬ মে]], [[১৯৩২]]) ল্যাঙ্কাশায়ারের কিয়ার্সলি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটার। ১৯৫৫ থেকে ১৯৭২ সময়কালে [[Lancashire County Cricket Club|ল্যাঙ্কাশায়ার ক্রিকেট দলের]] পক্ষে খেলেছেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Teams/0/184/Players.html "Lancashire players". CricketArchive. Retrieved 4 May, 2017.]</ref> এছাড়াও, ১৯৭৪ সালে এক মৌসুমের জন্যে [[Nottinghamshire County Cricket Club|নটিংহ্যামশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Teams/0/243/Players.html "Nottinghamshire players". CricketArchive. Retrieved 4 May, 2017.]</ref> দলে তিনি মূলতঃ ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান ছিলেন। পাশাপাশি ডানহাতে লেগ ব্রেক বোলিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন '''জ্যাক বন্ড'''।
 
== খেলোয়াড়ী জীবন ==
ওয়াকডেন এলাকায় তাঁর শৈশবকাল অতিবাহিত হয়। সেখানকার বোল্টন ক্রিকেট লীগে তিনি ওয়াকডেনের পক্ষে ক্রিকেট খেলতে শুরু করেন। ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন ও ১৯৫৫ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন। শক্ত ব্যাটিং মেরুদণ্ডের অধিকারী দলে তাঁকে মাত্র কয়েক মৌসুম খেলতে হয়েছে। তাস্বত্ত্বেও ১৯৬২ সালে ৩৬-এর অধিক গড়ে ২,১২৫ রান তুলেন। কিন্তু, ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় একাদশের অধিনায়ক মনোনীত হলে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েন।
 
একদিনের খেলায় কাউন্টি খেলোয়াড়দের গড়পড়তা মানের তুলনায় খেলা জয়ী ক্রীড়াশৈলী প্রদর্শনে দারুণভাবে সক্ষমতা দেখান। একদিনের খেলার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্পিন বোলারদের ব্যবহারে অন্যতম পথিকৃতের ভূমিকায় অবতীর্ণ হন। তাঁর নেতৃত্বে ল্যাঙ্কাশায়ার ১৯৬৯ ও ১৯৭০ সালের [[National League (cricket)|সানডে ক্রিকেট লীগের]] প্রথম দুই মৌসুমে শিরোপা জয় করে। তৎকালীন [[Gillette Cup (England)|জিলেট কাপ]] প্রিমিয়ার ওয়ান-ডে ট্রফি ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তিনবার শিরোপা তুলে নেয়। এ অর্জনটি অন্য কেউ পায়নি। বন্ডের অধিনায়কত্বে [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপে]] অধিকতর শক্তিশালী হয়ে উঠলেও প্রথম-শ্রেণীর খেলায় একই সফলতা লাভ করতে পারেনি।
 
== তথ্যসূত্র ==