গবলিন হাঙর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মুটামুটি ঠিক আছে
সোয়াইব (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৫ নং লাইন:
}}
 
'''গবলিন হাঙর''' (''Mitsukurina owstoni'') গভীর-সমুদ্র [[হাঙরের]] একটি অপ্রতুল [[প্রজাতি]]। একে মাঝে মধ্যে "[[living fossil|জীবন্ত জীবাশ্ম]]" বলা হয়, এটি [[Mitsukurinidae|মিটসুকুরিনিডি]] [[family (biology)|পরিবারের]] একমাত্র প্রতিনিধিত্বকারী বিদ্যমান প্রানী যার বংশ প্রায় ১২৫ মিলিয়ন বছর পুরনো। এই গোলাপি চামরার প্রাণীটির বড়, চেপটাচ্যাপ্টা নাক-মুখ, সামনের দিকে প্রসারিত হওয়ার মত বড় চোয়াল থাকে যাতে নখের মত দাঁত নিয়ে একটি নির্দিষ্ট পরিলেখ (প্রোফাইল) আছে। এটি পরিনত অবস্থায় সাধারণত <!-- three and four meters (10–13&nbsp;ft) -->{{convert|3|and|4|m|ft|0|abbr=on}} লম্বা হয় যদিও এটি আরও বড় হতে পারে। গবলিন হাঙররকে পাওয়া যেতে পারে পৃথিবীর যেকোনো [[continental slope|মহাদেশীয় ঢাল]], [[submarine canyon|ডুবো গিরিখাত]] এবং [[seamounts|ডুবোপাহাড়ডুবো পাহাড়]] গুলোতে যেখানে গভিরতা {{convert|100|m|ft|-1|abbr=on}} থেকে বেশি, প্রাপ্ত বয়স্ক গুলোকে অপ্রাপ্তবয়স্কদের থেকে গভীরে পাওয়া যায়।
 
গবলিন হাঙরের অনেক শরীর তত্ত্বীয়শরীরতত্ত্বীয় বৈশিষ্ট্য যেমন তুলতুলেনরম শরীরদেহ ও ছোট পাখনা নির্দেশ করে এটি মন্থর প্রকৃতির। এই প্রজাতিটি উভয় [[সমুদ্র তল]] এবং পানি স্তরের মাঝখান থেকে শিকার করে টেলেওস্ট মাছ, [[cephalopod|শেফালোপোড]] এবং [[crustacean|ক্রাস্টেসিয়ান]] দের।দের শিকার করে। এর লম্বা নাক এম্পুলা অব লরেনযিনি দ্বারা ঢাকা থাকে যা একে কাছের শিকার দ্বারা উৎপন্ন খুবই সামান্য তড়িৎ ক্ষেত্র অনুভব করতে সাহায্য করে এবং শিকারকে সে খুব দ্রুত তার চোয়াল বাড়িয়ে ধরতে পারে। কিছু পরিমাণ গবলিন হাঙর গভীর সমুদ্রের জেলেদের কাছে [[bycatch|অনিচ্ছাকৃত ভাবে ধরা]] পরে গভীর সমুদ্রের জেলেদের কাছে।পরে। এর অপ্রতুলতার পরেও [[International Union for Conservation of Nature|আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদ]] (IUCN) একে উদ্ধৃত করে বিশাল বিস্তৃতি এবং কম ধরা পরার ঘটনা হিসেবে এবং একে [[Least Concern|ন্যূনতম বিপদগ্রস্ত]] বলে অভিহিত করে।
 
==শ্রেণীবিন্যাস==