টিকটিকি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
FerdousBot (আলোচনা | অবদান)
বানান, replaced: কারন → কারণ
অভ্র
১৬ নং লাইন:
|range_map = Hemidactylus frenatus distribution.png }}
 
'''টিকটিকি''' (বৈজ্ঞানিক নাম: ''Hemidactylus frenatus'') [[সরীসৃপ]] জাতীয় [[মেরুদণ্ডী]] প্রাণী। দেখতে [[কুমীর|কুমীরের]] ছোট সংস্করন মনে হতে পারে, যদিও এরা নিকট আত্মীয় নয়। পায়ের আঙুলের আঠালো (কোন তরল নেই, সূক্ষ্ম খাঁজকাটা বিরাট ক্ষেত্রফলযুক্ত) পাতার সাহায্যে টিকটিকি ঘরের দেয়ালে ছাদে স্বচ্ছন্দে চলাচল করতে পারে।টিকটিকি সাধারনত সাড়ে সাত থেকে পনের সেন্টিমিটার(তিন থেকে ছয় ইঞ্চি) লম্বা হয়। এটির জীবনকাল প্রায় পাঁচ বছর।টিকটিকির কপাল অবতল এবং এর কানের খোলা অংশ ছোটো ও গোলাকার। এতি গায়ের রঙ ধূষর, অতি হালকা গোলাপী অথবা বাদামী হতে পারে এবং দেহে ডোরাকাটা দাগ থাকে।টিকটিকির লেজ বাহিরের দিকে চিঁকন হয়ে গেছে এবং এটি অত্যন্ত অন্নুনত, যা অল্প আঘাতে খসে পড়ে। টিকটিকি অতি মসৃন দেয়ালে চলা ফেরা করতে পারে, কারণ এটি যখন পা ফেলে তখন পায়ের নিচে বায়ু শূন্য হয়ে যায় এর পায়ের গঠনের জন্য। ফলে পা দেয়ালে আঁটকে থাকে এবং এই আঁটকে থাকার উপর শরীরের ভর দিয়ে টিকটিকি অনায়াসে চলাফেরা করে। এরা ঘরের পোকা মাকড় খেয়ে থাকে। এটি ঘরের মশা খেয়ে আমাদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করে।
[[চিত্র:House gecko taiwan.jpg|thumb|টিকটিকি]]
[[চিত্র:HouseLizard.JPG|thumb|টিকটিকি]]
{{অসম্পূর্ণ}}