আপেল মাহমুদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
আন্তসংযোগ
Ahmed Shahjahan (আলোচনা | অবদান)
এ ছাড়াও তীর হারা এই ঢেউয়ের সাগর তাঁর একটি উল্লেখযোগ্ গান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপেল ম...
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''আপেল মাহমুদ''' বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠ সঙ্গীত শিল্পী। আপেল মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার [[স্বাধীন বাংলা বেতার কেন্দ্র]] হতে প্রচারিত ''[[মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি]]'' গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশী পরিচিত। এ ছাড়াও তীর হারা এই ঢেউয়ের সাগর তাঁর একটি উল্লেখযোগ্ গান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপেল মাহমুদ শুধু একজন কন্ঠ যোদ্ধাই ছিলেন না তিনি একজন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিলেন। ৩ নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন জুন মাস পর্যন্ত। এরপর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন জেনারেল ওসমানীর নির্দেশে।
 
{{অসম্পূর্ণ}}