ইন্টারনেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
103.67.196.108-এর সম্পাদিত সংস্করণ হতে Zaheen-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
৭ নং লাইন:
 
[[চিত্র:Internet users by country world map.PNG|thumb|400px|বিশ্বের দেশে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রদর্শনকারী মানচিত্র, এপ্রিল ২০০৬-এর হিসেব অনুসারে]]
<u>'''আন্তর্জাল''' বা '''ইন্টারনেট'''</u> ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: '''Internet''' ''ইন্‌টার্‌নেট্‌'') হল সারা [[পৃথিবী]] জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো [[কম্পিউটার]] নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা [[ইন্টারনেট প্রটোকল]] নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে [[ড্যাটা]] আদান-প্রদান করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অনেকে ইন্টারনেট এবং [[ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব|ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে]] সমার্থক শব্দ হিসেবে গণ্য করলেও প্রকৃতপক্ষে শব্দদ্বয় ভিন্ন বিষয় নির্দেশ করে।
 
== '''পরিভাষা''' ==
ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট্ওয়ার্ক(internet network) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।<ref>{{বই উদ্ধৃতি|title=Internetted|last=|first=Oxford English Dictionary|publisher=Oxford university prees|year=2005|isbn=|location=|pages=}}</ref>
 
যখন সম্পূর্ণ আইপি নেটওয়ার্কের আন্তর্জাতিক সিস্টেমকে উল্লেখ করা হয় তখন ইন্টারনেট শব্দটিকে একটি নামবাচক বিশেষ্য মনে করা হয়।
 
ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) দৈনন্দিন আলাপচারিতায় প্রায়ই কোন পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়। যাইহোক, '''ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একই নয়'''।নয়। ইন্টারনেটের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার পরিকাঠামো কম্পিউটারসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক তথ্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। বিপরীতে, ওয়েব ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত পরিষেবাগুলির একটি। এটা পরস্পরসংযুক্ত কাগজপত্র এবং অন্যান্য সম্পদ সংগ্রহের, হাইপারলিংক এবং URL-দ্বারা সংযুক্ত।
 
== '''ইতিহাস''' ==
১৯৬০-এর দশকে [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন]] সামরিক বাহিনীর গবেষণা সংস্থা [[অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট্‌স এজেন্সি]] বা আরপা (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। [[প্যাকেট সুইচিং]] পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক [[আরপানেট]] (ARPANET) নামে পরিচিত ছিল। এতে প্রাথমিকভাবে যুক্ত ছিল। ইন্টারনেট ১৯৮৯ সালে আইএসপি দ্বারা সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৯০ এর মাঝামাঝি থেকে ১৯৯০ এর পরবর্তি সময়ের দিকে পশ্চিমাবিশ্বে ইন্টারনেট ব্যাপক ভাবে বিস্তৃত হতে থাকে।<ref>{{বই উদ্ধৃতি|title=willson, devid stokes,Nicholas(2006)|last=|first=Small business mmanagement & entrepreneurship|publisher=|year=|isbn=9781844802241|location=London|pages=107}}</ref>
 
[[চিত্র:Cern datacenter.jpg|thumb|The CERN [[data center]] in 2010 housing some WWW servers]]
 
== '''তথ্যসূত্র''' ==
{{সূত্র তালিকা}}