প্রবিষ্ট/বহির্গত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন; কিছু বাংলাকরণ
Zaheen (আলোচনা | অবদান)
বাংলা পরিভাষা অগ্রাধিকার ট্যাগ
১ নং লাইন:
{{redirect|I/O}}
{{copyedit|নিবন্ধের ইংরেজি পরিভাষাগুলির বাংলা অনুবাদ আবশ্যক।}}
{{copyedit|নিবন্ধের বাংলা পরিভাষাগুলির অগ্রাধিকার প্রদান আবশ্যক।}}
{{about||অর্থনীতির ভাষায় ইনপুট আউটপুটের ব্যবহার দেখুন|Input-output model}}
{{Unsourced|date=September 2013}}
৫ ⟶ ৭ নং লাইন:
ইংরেজি ভাষায় '''ইনপুট/আউটপুট''' এবং বাংলা ভাষায় '''প্রবিষ্ট/নিষ্কৃত''' হল কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের অপর নাম। কম্পিউটারের পরিভাষায় ইনপুট/আউটপুট বা আই/ও হল একটি তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা (যেমন কম্পিউটার) সাথে বাইরের জগতের কারো সাথে যোগাযোগ হয় যেমন মানুষ। '''প্রবিষ্ট''' বা ইনপুট হল কম্পিউটার ব্যবস্থাকে প্রদত্ত বা এটিকে প্রবেশ করানো সংকেত বা তথ্য যা সেটি গ্রহণ করে এবং '''নিষ্কৃত''' বা আউটপুট হল ঠিক তার উল্টো মানে কমপিউটার ব্যবস্থা থেকে বেরিয়ে আসা বা নিষ্কাশিত সংকেত বা তথ্য যা আমরা গ্রহণ করি। বিভিন্ন ধরনের ইনপুট/আউটপুট যন্ত্র রয়েছে যেগুলো মানুষ উপাত্ত প্রবিষ্টকরণ ও নিষ্কাশনের জন্য ব্যবহার করে। উদাহরণসরূপ বলা যায়, কিবোর্ড বা চাবিযন্ত্র, মাউস বা মূষিকযন্ত্র -- এগুলি হল প্রবিষ্টকরণ যন্ত্র; অন্যদিকে মনিটর বা দৃশ্যমান পর্দাযন্ত্র, প্রিন্টার বা মুদ্রণযন্ত্র --- এগুলি হলে নিষ্কাশন যন্ত্র। আবার ব্যতিক্রমও আছে যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড এগুলো প্রবিষ্টকরণ এবং নিষ্কাশন -- দুটোই করে।
 
মজার ব্যপার হল, কোনকোন্‌ ডিভাইস ইনপুট বা আউটপুট হবে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। কিবোর্ড আর মাউস মানুষের দেয়া ইনপুট বা নির্দেশটা নেয় নাড়াচাড়া বা কি চাপ দেয়ার উপর। তাতে যে সংকেত কম্পিউটার গ্রহণ করে তা প্রথমে কনভার্ট বা পরিবর্তন হয়ে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয় এবং কম্পিউটার তা বুঝে নেয়। একই ভাবে মনিটর, প্রিন্টার প্রভৃতি যন্ত্রাংশগুলো কম্পিউটারের দেয়া সংকেতগুলো নেয় এবং মানুষ বোঝার মত করে তা দেখায়। তাই একজন কম্পিউটার ব্যবহারকারীর দৃষ্টিতে কোন কিছু মনিটরের স্ক্রীনে পড়া মানে ইনপুট গ্রহণ করা। এইধরনের কম্পিউটার এবং মানুষের কার্যপ্রনালীগুলোকে মানুষ-কম্পিউটার ইন্টারেকশ হিসেবে চিহ্নিত করা হয়।
 
কম্পিউটার আর্কিটেকচারে, সিপিইউ আর প্রধার মেমোরি হল কম্পিউটারের ব্রেন যেখানে সিপিইউ স্বতন্ত্র নির্দেশনায় সরাসরি রিড বা রাইট করে। যেকোন তথ্য যা কম্পিউটারের সিপিইউ আর প্রধান মেমোরির সমন্বয় থেকে আসে বা যায় তাকেও আই/ও বলে ধরা হয়। যেমন ডিস্ক ড্রাইভ থেকে তথ্য রিড করা।