হিমু (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
Tasmiah afroze (আলোচনা | অবদান)
হিমু চরিত্রের আরও কিছু ছোট খাট বর্ণনা দিয়েছি। তার দাদার দেয়া নামের উল্লেখ করেছি।
৫১ নং লাইন:
}}
 
'''হিমু''' হচ্ছে বাংলাদেশীবাংলাদেশের কথাসাহিত্যিক [[হুমায়ুন আহমেদ]] সৃষ্ট একটি জনপ্রিয় ও [[কাল্পনিক চরিত্র]]।<ref name="conflicts in Bangladesh">{{সংবাদ উদ্ধৃতি |author=প্রশান্ত ত্রপিুরা |date=জুলাই ২১, ২০১৩ |title=Humayun Ahmed, Himu and identity conflicts in Bangladesh |url=http://opinion.bdnews24.com/2013/07/21/humayun-ahmed-himu-and-identity-conflicts-in-bangladesh/ |newspaper=bdnews24.com |location=ঢাকা |accessdate=জুলাই ১৭, ২০১৫}}</ref><ref name="হিমু ধারাবাহিক">{{ওয়েব উদ্ধৃতি |url=https://www.goodreads.com/series/86422 |title=হিমু ধারাবাহিক |website=goodreads.com |publisher=[[গুডরিড্‌স]] |language=ইংরেজি |accessdate=জুলাই ১৭, ২০১৫}}</ref> হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অস্বাভাবিক। চাকরির সুযোগ থাকলেও সে চাকরি কখনো করে না বলেই সে বেকার। তার আস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে রাস্তাঘাটে দিন রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যৎ বলে দিতে পারে।<ref name="his stories">{{সংবাদ উদ্ধৃতি |author=তুষার তালুকদার |date=আগস্ট ১১, ২০১২ |title=Humayun Ahmed and his stories |url=http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=245637 |newspaper=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)]] |location=ঢাকা |accessdate=জুলাই ১৭, ২০১৫}}</ref>
 
নব্বইশের দশকে হিমুর প্রথম উপন্যাস ''[[ময়ূরাক্ষী]]'' প্রকাশিত হয়। প্রাথমিক সাফল্যের পর ''হিমু'' চরিত্র বিচ্ছিন্নভাবে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে। ''হিমু'' ও ''[[মিসির আলি]]'' হুমায়ুন আহমেদ সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দুইটি কাল্পনিক চরিত্র।
 
== চরিত্র পরিচয় ==
''হিমু'' চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে [[মহাপুরুষ|মহাপুরুষও]] তৈরি করা সম্ভব। তারতিনি মহাপুরুষ তৈরির জন্য একটি বিদ্যালয় ছিলতৈরি করেছিলেন যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। হিমুর পোশাক হল পকেটবিহীন হলুদ পাঞ্জাবী।পাঞ্জাবী।হলুদ বৈরাগের রঙ বলেই পোশাকের রং হলুদ নির্বাচিত করা হয়েছিল। [[ঢাকা |ঢাকা শহরের]] পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। উপন্যাসে প্রায়ই তার মধ্যে [[আধ্যাত্মিক|আধ্যাত্মিক ক্ষমতার]] প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্ত সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ। প্রেম ভালবাসা উপেক্ষা করা হিমুর ধর্মের মধ্যে পড়ে। কোন উপন্যাসেই কোন মায়া তাকে কাবু করতে পারে নি। মায়াজালে আটকা পড়তে গেলেই সে উধাও হয়ে যায়।
 
হিমু উপন্যাসে সাধারণত হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। এছাড়াও কিছু বইয়ে বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সু-সম্পর্ক ঘটতে দেখা যায়। হিমুর একজন বান্ধবী রয়েছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসে রহস্য আবর্তিত হয়। নিরপরাধী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়ায় হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে উঠে।<ref name="হিমু ধারাবাহিক"/>
 
== নামকরণ ==
হিমুর প্রকৃত নাম হিমালয়। বাল্যকালে তার বাবা তার নাম রেখেছিলেন হিমালয়, যা [[হিমালয় পর্বতমালা|হিমালয় পর্বতের]] ন্যায় মহত্ব প্রকাশ করে। হিমুর বাবা তাকে একজন মহাপুরুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি তার ছেলের এমন নাম রেখেছিলেন। পরবর্তীতে ছাত্রজীবনে এই নাম নিয়ে হিমুকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তার পিতামহ তার অন্য নাম রাখতে চেয়েছিলেন, - চৌধুরী খালেকুজ্জামান টুটুল। কিন্তু হিমু তার বাবার দেয়া নামই গ্রহণ করে। সে একাধিকবার নিজেকে শুধু 'হি' বলে পরিচয় দিয়েছে।
 
== শিক্ষা ==