নীলফামারী জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
Jamirul Haque (আলোচনা | অবদান)
৩৪ নং লাইন:
}}
 
'''নীলফামারী জেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] উত্তর-পশ্চিমাঞ্চলের একটি [[বাংলাদেশের জেলা|জেলা]] (দ্বিতীয় স্তরের প্রশাসনিক ইউনিট)। এটি [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]] (বাংলাদেশের আটটি বিভাগের একটি যা ২০০৮ সালে রাজশাহীসপ্তম বিভাগের আটটি জেলাবিভাগ নিয়েহিসাবে গঠিত হয়) আটটি জেলার একটি অন্যতম সীমান্তঘেষা জেলা। [[নীলফামারী]] হল নীলফামারী জেলার সদর বা রাজধানী।রাজধানী নামও [[নীলফামারী]]। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্য তিন দিকে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় জেলা অবস্থিত।

নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উচু ও খরা পিরিত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা, এই উচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণপশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতিতেও ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলাসহ বহু অনেক উৎসব ও মেলার আয়োজিত হয়।

নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলার ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাশবেত প্রভৃতি। দারোয়ানী বস্ত্র কল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান।
 
== নামকরণ ==