আর্থার শ্রিউসবারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - নতুন অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি করা হয়েছে!
৬৫ নং লাইন:
 
১৮৭৪ মৌসুমে জ্বরের কারণে অধিকাংশ সময়ই খেলা থেকে দূরে থাকেন।<ref>{{cite book | last = Wynne-Thomas, Peter | year = 1985 | title = Give Me Arthur|page = 8}}</ref> ফলশ্রুতিতে মে, ১৮৭৫ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক ঘটেনি। [[Derbyshire County Cricket Club|ডার্বিশায়ারের]] বিপক্ষে নটিংহ্যামশায়ারের সদস্যরূপে তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। ঐ মৌসুমে ১৭.৩৮ গড়ে ৩১৩ রান তুলেন। তন্মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন।<ref name="season">[http://www.cricketarchive.com/Archive/Players/0/62/f_Batting_by_Season.html First-class Batting season by season], [[CricketArchive]], Retrieved on 19 October 2007</ref> ভেজা মৌসুমে কাউন্টির ব্যাটিং গড়ে তিনি চতুর্থ স্থান দখল করেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Seasons/Seasonal_Averages/ENG/1875_f_Batting_by_Average.html First-class Batting Averages 1875], [[CricketArchive]], Retrieved on 19 October 2007</ref>
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
[[আলফ্রেড শ]] ও [[জেমস লিলিহোয়াইট]] আট মাসের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকা সফরের জন্য পরবর্তী শীতে সফরের আয়োজন করেন।<ref name="strike"/> [[History of Test cricket from 1877 to 1883#Lillywhite, Shaw and Shrewsbury's first tour 1881/2|১৮৮১-৮২]] মৌসুমে উত্তর আমেরিকায় খেলার মাধ্যমে সফরের যাত্রা শুরু হয়। তবে, ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ায় সফরের প্রথমদিকে শ্রিউসবারি খেলতে পারেননি। কিন্তু তিনি সুয়েজ খাল দিয়ে সরাসরি অস্ট্রেলিয়া চলে যান।<ref>{{cite book | last = Wynne-Thomas, Peter | year = 1985 | title = Give Me Arthur|page = 35}}</ref> আমেরিকায় পাঁচ খেলায় অর্জিত আয় দিয়ে কেবলমাত্র ব্যয় নির্বাহ সম্ভব হয়।<ref>{{cite book | last = Wynne-Thomas, Peter | year = 1985 | title = Give Me Arthur|page = 36}}</ref> <!--The team arrived in Sydney 26 days after leaving San Francisco-->
 
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরুর পূর্বে দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেয় দলটি। দ্বিতীয় খেলায় সফরকারীরা ভিক্টোরিয়াকে পরাজিত করে। [[follow-on|ফলো-অনে]] পড়েও দ্বিতীয় ইনিংসে শ্রিউসবারির দৃঢ়তাপূর্ণ অপরাজিত ৮০ করলে দল জয় তুলে নেয়।<ref>[http://www.cricketarchive.com/Archive/Scorecards/2/2526.html Victoria v A Shaw's XI 1881/2, Scorecard], [[CricketArchive]], Retrieved on 17 February 2008</ref> নববর্ষে প্রথম টেস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হয়। দশজনের একজন হিসেবে শ্রিউসবারির টেস্ট অভিষেক ঘটে। ড্র হওয়া খেলায় তিনি ১১ ও ১৬ রান তুলেন। নিউজিল্যান্ডে সাত খেলায় অংশ নেয়ার পর অস্ট্রেলিয়ায় ফিরে বাকী তিন টেস্ট খেলে দলটি। সিডনিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৭ ও ২২ রান করেন। তৃতীয় টেস্টে নিজস্ব সেরা খেলা উপহার দেন। আবারো সিডনিতে অনুষ্ঠিত ঐ টেস্টের উভয় ইনিংসে তিনি ৮২ ও ৪৭ রান করেন। পরবর্তী সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজের ছিল ২৩।<ref>[http://www.cricketarchive.com/Archive/Scorecards/2/2534.html Australia v England 3rd Test 1881/2, Scorecard], [[CricketArchive]], Retrieved on 19 October 2007</ref> চূড়ান্ত টেস্টে তিনি ১ রান তুলেন। তবে চূড়ান্ত দিনে বৃষ্টি আঘাত হানায় ইংরেজদের সম্ভাব্য জয় থেকে বঞ্চিত হলেও ২-০ ব্যবধানে সিরিজ জয় করে। সিডনি ও মেলবোর্নের খেলায় দর্শক জনপ্রিয়তা লাভ করলে তিন উদ্যোক্তার প্রত্যেকেই £৭০০ পাউন্ড-স্টার্লিং লাভ করেন।<ref>{{cite book | last = Wynne-Thomas, Peter | year = 1985 | title = Give Me Arthur|page = 37}}</ref>
 
সফর শেষে শ্রিউসবারি ইংল্যান্ডে ফিরে আসেন ও অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়ায় সতেজতার ভাব ফিরে আসে তাঁর।<ref name="wisden 1904"/> তিনি ও শ নটিংহ্যামশায়ার কমিটির কাছে পূর্ববর্তী মৌসুমের আচরণে ক্ষমা প্রার্থনা করেন ও উভয়েই দলে ফিরে আসেন।<ref name="strike"/>
 
== মূল্যায়ণ ==