সাম্যবাদী দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasanjamil71 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Hasanjamil71 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কমিউনিজম}}
পৃথিবীর সব দেশেই কমিউনিস্ট দলের ({{lang-en|Communist Party}}) অস্তিত্ব বিদ্যমান রয়েছে। কমিউনিস্ট দল মুলত [[কমিউনিজম]] ভাবধারার একটি [[রাজনৈতিক দল]]। কমিউনিস্ট দল বা কমিউনিস্ট পার্টির কর্মীরা [[কমিউনিজম]] ও [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রে]] বিশ্বাসী। যার মূল ভিত্তি হলো মার্কসবাদ-লেনিনবাদ।
কমিউনিস্ট পার্টিকে বলা হয় শ্রমিক শ্রেণির অগ্রবাহিনী, তার সংগঠক ও পরিচালক। শ্রমিক আন্দোলন কেবল সেক্ষেত্রেই জয়লাভ করে যখন তা [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রের]] তত্ত্বের সংগে, মার্কসবাদ-লেনিনবাদের সংগে মিলিত হয়। আর এ মিলন ঘটায় কমিউনিস্ট পার্টি।<ref>এম আর চৌধুরী; আবশ্যকীয় শব্দ পরিচয়; ঢাকা, এপ্রিল, ২০১২; পৃষ্ঠা- ৪৯।</ref>১৮৪৮ সালে মার্কস ও এঙ্গেলসের কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশিত হলে কমিউনিস্ট পার্টি শব্দটির ভিত্তি তৈরি হয়<ref>আনুপ সাদি; ''সমাজতন্ত্র''; [[ভাষাপ্রকাশ]] [[ঢাকা]]; পৃষ্ঠা-৬৯।</ref>পরবর্তীতে ভ্লাদিমির লেনিন কমিউনিস্ট পার্টিকে, যা ক্ষমতায় থাকুক বা নাই থাকুক, প্রলেতারিয়েতের অগ্রগামী পার্টি (vanguard party) হিসেবে উল্লেখ করেন এবং মার্কসবাদের ভিত্তিতে এই মত সংহত করেন যে একটি সমাজতন্ত্র অভিমুখি রাষ্ট্রে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি হবে প্রলিতারিয়েতের একনায়কতন্ত্র নীতিতে পরিচালিত সর্বচ্চো কর্তৃত্ব।<ref>আনুপ সাদি; ''সমাজতন্ত্র''; [[ভাষাপ্রকাশ]] [[ঢাকা]]; পৃষ্ঠা-৬৯।</ref>
 
[[চীনের কমিউনিস্ট পার্টি]] হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল<ref>[http://www.cfr.org/publication/14482/communist_party_of_china.html The Communist Party of China]</ref> যেটি দাবি করে যে ২০০৯ সালের শেষে তাদের সদস্যসংখ্যা হচ্ছে ৭৮ মিলিয়ন<ref>[http://news.xinhuanet.com/english2010/china/2010-06/28/c_13372960.htm China's communist party members near 78 mln]</ref> এবং এই সদস্যসংখ্যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫.৬ ভাগ।