বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NasirkhanBot (আলোচনা | অবদান)
 
PRM RANGSA MARAK (আলোচনা | অবদান)
১ নং লাইন:
 পিআএম রাংসা মারাক (জন্ম: ১২ আগষ্ট, ১৯৯৫খ্রিঃ) আমার নাম পিআরএম রাংসা মারাক। সবাই পেরস বলে ডাকে। আমার জন্ম তারানী গ্রামে। থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর। আমি একজন ছাত্র। বর্তমানে ইন্টার পরিক্ষা দিয়েছি। গরীব পরিবারের সন্তান। বাবার নাম অতিন্দ্র মানখিন। তিনি একজন রিক্সাচালক। মায়ের নাম অনতি রাংসা মারাক। তিনি ধর্মপিপাসু। সারাক্ষন ঈশ্বরের কথাই মুখে লেগে থাকে। ভাইয়ের নাম অভিজিৎ রাংসা মারাক। তিনি বেকার। বোনের নাম মালা ঘাঘ্রা।
== বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম ==
 
শারীরিক বৈশিষ্ট্য
{| class="plainlinks" style="width: 100%; padding: 10px; border: 2px solid #909999; background: #F6FFFF; margin-bottom: 3px; color: #000; border-radius: 5px; -moz-border-radius: 5px; -webkit-border-radius: 5px; box-shadow: 0 0 0.25em #829595; -moz-box-shadow: 0 0 0.25em #829595; -webkit-box-shadow: 0 0 0.25em #829595;"
উচ্চতায় ৫ফুট ৬ইঞ্চি। ওজনে ৬৫কেজি। স্বাস্থবান। হাতের একটা ঘুষি খেলে যে কেউ অজ্ঞান হওয়ার মত। দৌড়ানো ছাড়া সকল প্রকার কাজ করতে পারি। তবে নাচটাই একটু কম।
|-
| সুপ্রিয় PRM RANGSA MARAK! <br />
 
শিক্ষাজীবন
[[উইকিপিডিয়া:বৃত্তান্ত|উইকিপিডিয়ায়]] আপনাকে [[উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত|স্বাগত]] জানাচ্ছি। [[চিত্র:Face-smile.svg|23px|link=]] আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আমি ২০০৪ সালে আমার পাশের গ্রামের স্কুলে আমার প্রথম ছাত্রজীবন শুরু করি। স্কুলের নাম সাধু আন্দ্রিয় প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেছি। আমার এখানকার ছাত্রজীবন শেষ হয় ২০০৯ সালে। এরপর শুরু হয় মাধ্যমিক পড়াশোনা নিজের ইউনিয়নের এক উচ্চবিদ্যালয় হলো রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়। এখানেই ভর্তি হয়ে পড়াশোনা চালায়। এখানকার শিক্ষকগণ আমার মেধাবীকতার জন্য আমাকে খুব ভালোবাসতেন। দুটি ক্লাসে আমি ছেলেদের মধ্য থেকে প্রথম হয়েছিলাম। এতে উদ্দিপনা পুরস্কারও পেয়েছিলাম। প্রধানশিক্ষক আমাকে আদর করতেন। বিএসসি সার আমাকে অংকের জন্য খুব ভালোবাসতেন। আমি ইংরেজী ও গণিতে বেশি পারদর্শী ছিলাম।মাধ্যমিক পড়াশোনার সময়কাল ছিল আমার ২০১০সাল থেকে ২০১৩সাল পর্যন্ত।২০১৪ সাল থেকে ২০১৭সাল পর্যন্ত আামার কলেজজীবন। কলেজে আমি একবার ফেইল করি। আমি এই সময় আইসিটিতে খুব পারদর্শী ছিলাম। যদিও আমি কাকরকান্দি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারের সহকারী উদ্যোক্তা ছিলাম। তবুও আমি এই বিষয়েই ফেইল করে বসি। আমি শেরপুর ইন্সটিটিউট সাইন্স এন্ড টেকনোলজি-তে ৬মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্স শেষ করে সার্টিফিকেট অর্জন করেছি। তাছাড়া বাইবেল স্কুল থেকেও আমি প্রচুর জ্ঞান অর্জন করেছি।
* [[চিত্র:Crystal Clear app kedit.svg|20px|link=]] &nbsp; [[সাহায্য:নতুন নিবন্ধ শুরু করণ|কিভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন]] — নতুন নিবন্ধ শুরু করার প্রস্তুতি ও ফর্ম।
* [[চিত্র:Gnome-devel.svg|20px|link=]] &nbsp; [[উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন|কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন]] — প্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর বিস্তারিত তালিকা।
* [[চিত্র:Crystal Clear app ktip.svg|21px|link=]] &nbsp; [[উইকিপিডিয়া:ত্বরিৎ সহায়িকা|এক নজরে সম্পাদনা সহায়িকা]] — অতি প্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর তালিকা পাবেন এখানে।
* [[চিত্র:Gnome-help.svg|20px|link=]] &nbsp; [[উইকিপিডিয়া:টিউটোরিয়াল|টিউটোরিয়াল]] — উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।
* [[চিত্র:Stop hand.svg|20px|link=]] &nbsp; [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়|উইকিপিডিয়া কী নয়]] — উইকিপিডিয়ায় সংকলনযোগ্য নিবন্ধের মাপকাঠি জানতে এটি পড়ুন।<br /><br />
 
অভিজ্ঞতা
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি আমার জ্ঞানের কম্পিউটারকেই বলব। কারণ আমি জানি আমার মত দক্ষ যুবক আমার এলাকায় অদ্বিতীয়। আমি যথেষ্ট পারি কম্পিউটারের ব্যাপারে। অন্যদিকে আমাকে সবাই দাবারু বলেই জানে। কারণ আমি খুব দাবা খেলতে পারদর্শী। আমি এতই দাবা খেলতে পারি যে, আমার সমবয়সী কেহ আমার সাথে দাবা খেলতে চাইনা। তাছাড়াও আমি টুয়েনটি নাইন খেলতে পারি। আমার গ্রামের যুবকদের সাথে খেলায় মত্ত হয়ে যেতাম। খুব ভালো লাগতো। গান গাওয়া, বাঁশের বাঁশি বাজানো, ছবি আকা, অংক কষা, বই পড়া, টাইপ করা, এইচটিএমএল ডিজাইন ইত্যাদিও আমি যথেষ্ট করতে পারি।
* উইকিপিডিয়ার বর্তমান লক্ষ্যগুলোর অন্যতম হলো [[চিত্র:Crystal Clear app ksokoban.svg|20px|link=]] [[উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ|আবশ্যকীয় নিবন্ধগুলোকে]] সৃষ্টি ও পূর্ণতা দান করা। [[উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ|তালিকাটি]] থেকে পছন্দের যে-কোনো একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
* কি-বোর্ডের Alt + Shift + X চাপুন, বা ‘[[বিশেষ:Random|অজানা যে-কোনো পৃষ্ঠা]]’ লিঙ্কে ক্লিক করুন। যে-কোনো একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
* [[:বিষয়শ্রেণী:অসম্পূর্ণ|অসম্পূর্ণ নিবন্ধের তালিকা]] দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
* নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সাহায্য নিতে পারেন। এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করুন।
* আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে [[উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ|আপনার প্রথম নিবন্ধ]] সম্পর্কিত দিকনির্দেশনাগুলো পড়ে নিন।
* উইকিপিডিয়ানদের সাথে আলাপ করতে তাঁদের [[উইকিপিডিয়া:আলাপ পাতা|আলাপ পাতা]] ব্যবহার করুন অথবা [[উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সরাসরি পরামর্শ|সরাসরি চ্যাটের সুবিধা]] নিতে পারেন।
* এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার [[ব্যবহারকারী:PRM RANGSA MARAK|ব্যবহারকারী পাতায়]] রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবেন। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক সম্পর্কিত পাতার আলাপ পাতা ব্যবহার করুন। <br /><br />
 
সংক্ষিপ্ত পারিবারিক বিবরণ
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের [[চিত্র:Insert-signature2.svg|link=]] চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (<code><nowiki>~~~~</nowiki></code>) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে [[উইকিপিডিয়া:অভ্যর্থনা কমিটি|অভ্যর্থনা কমিটির]] যে-কোনো সদস্যকে প্রশ্নটি করুন, বা আপনার আলাপের পাতায় '''<nowiki>{{সাহায্য করুন}}</nowiki>''' লিখুন এবং নিচে আপনার প্রশ্নটি লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন। <br />
#বাবাঃ অতিন্দ্র মানখিন।
 
#মাঃ অনতি রাংসা।
আশা করি আপনি [[উইকিপিডিয়া:সম্প্রদায়ের প্রবেশদ্বার|বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের]] একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!<br /><br />
 
#ভাইঃ অভিজিৎ রাংসা।
[[উইকিপিডিয়া:অভ্যর্থনা কমিটি|বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি]], ০৪:১৩, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)
 
|}
#বোনঃ মালা ঘাঘ্রা।
 
#দাদাঃ মৃত বদেন্দ্র ঘাঘ্রা।
 
#দাদিঃ মৃত তেজমনি মানখিন।
 
#নানাঃ মৃত রবেন দাওয়া।
 
#নানিঃ বিজয়মনি রাংসা।
 
#মাসিঃ জসপিনা রাংসা, চৈত্রি রাংসা, পালবিনা রাংসা, সুনিতি রাংসা।
 
#আজংঃ ফুলতি রাংসা, নিয়তি রাংসা।
 
#মামাঃ রন্জন রাংসা, মন্জন রাংসা।
 
#কাকাঃ সমূয়েল মানখিন, পিট্রাস মানখিন।
 
#পিসিঃ সাবিনা মানখিন, শিলা মানখিন, কার্তিনা মানখিন,
 
বৈবাহিক অবস্থা
এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইনাই। তবে যখন বিবাহ করবো একজন ভালো মেয়ে, যাকে গুণবতী মেয়ে বলে তাকেই বিবাহ করবো।
 
জীবনের লক্ষ্য
জীবনের লক্ষ্য হলো একদিন সফল ওয়েবডিজাইনার হবো। দুটি সন্তানকে নিয়ে একটি সুন্দর পরিবার গঠন করবো। স্ত্রীকে একটি বিদ্যালয় তৈরী করে দিব। স্ত্রী সেখানে শিক্ষকতা করবে। নাতি-নাত্নি দেখার আপসোস আছে। বাবা-মাকে আমার মাথায় রেখে জীবন কাটাতে চাই। একটি ভাইয়ের জীবনের মানে তৈরী করানোই একটি ভালো কাজ মনে করি।৮০বছর বাঁচার স্বপ্ন দেখি।
 
খাদ্য
দুধ কাছে পেলে সকল মাছ-মাংস পচন্দ হয়না। দুধের চেয়ে আর কোনো কিছুকেই মন সায় দেয়না। টাকি মাছ দুই চোঁখের বিষ। খারিজাপা(গারোদের) খাইনা বললেই চলে। তবে বড়দিনে একটু খাই। টাকি মাছ ছাড়া সকল খাবার একটু আধটু খায়।
 
প্রিয়
খেলাধুলা, সাইকেল চালানো, গান গাওয়া, দাবা খেলা, মেরিজ খেলা, কম্পিউটার চালানো, টাইপিং, গাছে উঠা, জোকস্, বইপড়া, লেখালিখি, অংকন ইত্যাদি।
 
পদ/সম্মাননা
কাকরকান্দি যুব খ্রীষ্টিয় উদ্যোগ সমিতির সাংগঠনিক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্বে আছি। ৬নং কাকরকান্দি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের সহকারী উদ্যোক্তা পদেও অব্যাহত আছি।