ট্রেভর গডার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আফতাব বট (আলোচনা | অবদান)
উইকিউপাত্ত থেকে আইডি লোড হবে
৬৮ নং লাইন:
}}
 
'''ট্রেভর লেসলি গডার্ড''' ({{lang-en|Trevor Goddard}}; [[জন্ম]]: [[১ আগস্ট]], [[১৯৩১]] - [[মৃত্যু]]: [[২৫ নভেম্বর]], [[২০১৬]]) নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটার ছিলেন। ১৯৫৫ থেকে ১৯৭০ সময়কালে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] পক্ষে ৪১ টেস্টে অংশগ্রহণ করেছেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।<ref name="cricpro">{{citeওয়েব webউদ্ধৃতি|url=http://www.cricinfo.com/ci/content/player/45234.html|title=Player Profile: Trevor Goddard|publisher=CricInfo|accessdate=21 January 2009}}</ref> বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিং করতেন '''ট্রেভর গডার্ড'''।
 
তারুণ্যে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা দলকে ১৯৬৩-৬৪ মৌসুমে পাঁচ মাসের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দেন। তন্মধ্যে, অস্ট্রেলিয়ার সাথে সিরিজে সমতা আনয়ণ করেন। এছাড়াও সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬৪-৬৫ মৌসুমে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
৯৬ নং লাইন:
 
== ব্যক্তিগত জীবন ==
সেপ্টেম্বর, ১৯৫৪ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণকারী জিনের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তাঁদের সংসারে দুই সন্তান জন্মগ্রহণ করে।<ref>Short, pp. 23–24.</ref> তিনি ও তাঁর স্ত্রী খ্রিস্টধর্মে দীক্ষিত। ১৯৭৫ সালে তাঁর স্ত্রী জিন মৃত্যুবরণ করেন।<ref>Goddard, p. 54.</ref> ১৯৭৭ সালে নাটাল বিশ্ববিদ্যালয়ের পদ ছেড়ে দেন ও মিশনারী কাজে মনোনিবেশ ঘটান।<ref>Goddard, p. 62.</ref> মাধ্যমিক বিদ্যালয়গুলোয় অনেক সেবাধর্মী কাজে যুক্ত হন। ১৯৭৮ সালে বিধবা লেসলি’কে বিয়ে করেন।<ref>Goddard, p. 67.</ref> ডিসেম্বর, ১৯৮৫ সালে গাড়ী চালনারত অবস্থায় [[Graaff-Reinet|গ্রাফ-রেইনেটের]] কাছাকাছি হুইলে অজ্ঞান অবস্থায় দেখা যায়। বেশ কয়েক জায়গায় আঘাত পান ও কয়েক সপ্তাহ হাসপাতালে ছিলেন। এরপর তিনি সুস্থ হন।<ref>Goddard, pp. 79–86.</ref> দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৫ নভেম্বর, ২০১৬ তারিখে ৮৫ বছর বয়সে তাঁর দেহাবসান ঘটে।<ref>{{Citeসংবাদ newsউদ্ধৃতি |url=http://www.espncricinfo.com/southafrica/content/story/1068971.html |title=Trevor Goddard dies aged 85 |last=ESPNCRICINFO STAFF |date=26 November 2016}}</ref>
 
== তথ্যসূত্র ==
১১২ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* {{ক্রিকইনফো}}
* {{Cricinfo|id=45234}}
* {{ক্রিকেটআর্কাইভ}}
* {{Cricketarchive|id=1018}}
 
{{s-start}}