সত্যেন্দ্রনাথ বসু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২৪ নং লাইন:
 
==শিক্ষা ও কর্মজীবন==
সত্যেন বসু সাত ভাইবোনের মধ্যে সবার বড়। তাঁর বাবা সুরেন্দ্রণাথ বসু পূর্ব ভারতীয় রেলওয়ের প্রকৌশল বিভাগে চাকুরী করতেন। কলকাতার [[হিন্দু স্কুল॥ হিন্দু স্কুলে]] তার পড়ালেখার শুরু। সেখান থেকে ১৯০৯ সালে এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। তারপর ভর্তি হোন প্রেসিডেন্সী কলেজে। ১৯১১ সালে এফ.এ পাশ করেন প্রথম হয়ে। এই কলেজে তিনি সান্নিধ্যে আসেন আচার্য জগদীশ চন্দ্র বসু (তাদের মধ্যে কোন আত্মীয়তার সম্পর্ক নেই) এবং আচার্য প্রফুল্ল চন্দ্র বসুর (তার সঙ্গেও আত্মীয়তা নেই)। তাদের অনুপ্রেরণায় গণিত শাস্ত্রে ১৯১৩ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ওবং ১৯১৫ সালে একই ফলাফলে মিশ্র গণিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
এই সময়কালে [[কলকাতা বিজ্ঞান কলেজ]] প্রতিষ্ঠিত হলে ১৯১৫ সালে তিনি সেখানে প্রভাষক হিসাবে যোগ দেন। সেখানে তিনি বিজ্ঞানী [[মেঘনাদ সাহারসাহা]]র সঙ্গে মিশ্র গণিত ও পদার্থ বিজ্ঞান গবেষণা শুরু করেন।
১৯২১ সালে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] প্রতিষ্ঠিত হয়। সেখানের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন রিডার হিসাবে। ১৯২৬ সালে তিনি অধ্যাপক ও বিভাগের প্রধান হোন। বসু তার কর্মজীবনের বেশিরভাগ সময় এখানে কাটান।
১৯৪৫ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৫৬ সালে সেখান থেকে এমেরিটাস অধ্যাপক হিসাবে [[১৯৫৬]] সালে অবসর গ্রহণ করেন এবং [[বিশ্বভারতী]]তে উপাচার্য হিসাবে যোগ দেন।
 
==মৃত্যু==